মুফতি আবু আবদুল্লাহ আহমদ
শেখার অদম্য আগ্রহ: আয়েশা আবদুর রহমানের জন্ম মিসরের দামিয়াত শহরে, ১৯১৩ সালের ১৮ নভেম্বর। বাবা শায়খ মুহাম্মদ ইবনে আলি আবদুর রহমান আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত শীর্ষ আলিম—দামিয়াতের একটি মাদ্রাসায় পড়াতেন। ৭ বছর বয়সেই আয়েশা গ্রামের মক্তবে পবিত্র কোরআন হিফজ করেন। এরপর স্কুলে ভর্তি হওয়ার ইচ্ছা থাকলেও পারিবারিক রক্ষণশীলতায় তা বাধাগ্রস্ত হয়। তবে শেখার অদম্য আগ্রহ তাঁকে দমিয়ে রাখতে পারেনি। বাড়িতেই পড়ালেখা চালিয়ে যান এবং পরীক্ষায় অংশ নিয়ে শীর্ষস্থান ধরে রাখেন। প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ চুকিয়ে উচ্চশিক্ষার জন্য আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পাড়ি জমান। বাবার রক্ষণশীল অবস্থানের প্রতি শ্রদ্ধা রেখেই মায়ের অকুণ্ঠ সমর্থন নিয়ে তিনি নিজের যাত্রা অব্যাহত রাখেন। ১৯৩৯ সালে আরবি সাহিত্যে স্নাতক এবং ১৯৪১ সালে স্নাতকোত্তর শেষ করেন। এরপর ১৯৫০ সালে বিশ্বখ্যাত আরবি সাহিত্যিক ড. তহা হোসাইনের তত্ত্বাবধানে ডক্টরেট সম্পন্ন করেন।
শেখানোর নেশা: শেখার পর্ব শেষ করে আয়েশা আবদুর রহমান নিজের জ্ঞান মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ব্রত গ্রহণ করেন। মরক্কোর প্রাচীন বিদ্যাপীঠ আল-কারাভিন বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদে তাফসির ও ইসলামিক স্টাডিজ বিষয়ে ২০ বছর অধ্যাপনা করেন তিনি। মিসরের আইনে শামস বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ও সাহিত্যের অধ্যাপক হিসেবেও দীর্ঘদিন পাঠদান করেন। এ ছাড়া ১৯৬৭ সালে উম্মু দারমান বিশ্ববিদ্যালয়ে, ১৯৬৮ সালে আল-খর্তুম ও আলজেরিয়ান বিশ্ববিদ্যালয়ে, ১৯৭২ সালে বৈরুত বিশ্ববিদ্যালয়ে, ১৯৮১ সালে আল-ইমারাত বিশ্ববিদ্যালয়ে এবং ১৯৭৫ থেকে ১৯৮৩ সালে রিয়াদের মহিলা কলেজে অতিথি অধ্যাপক হিসেবে অধ্যাপনা করেন।
লেখালেখির ভুবন: কৈশোর থেকেই আয়েশা আবদুর রহমান লেখালেখি শুরু করেন। লেখালেখিতে তিনি ‘বিনতুশ-শাতি’ তথা ‘নদীতীরের কন্যা’ ছদ্মনাম গ্রহণ করেন। ১৮ বছর বয়সে ‘আন নাহদাতুন নিসায়িয়্যাহ’ ম্যাগাজিনে তাঁর প্রথম লেখা প্রকাশিত হয়। এর দুই বছর পর তিনি আল-আহরাম পত্রিকায় নিয়মিত লিখতে শুরু করেন। খ্যাতিমান কবি ও সাহিত্যিক মে জিয়াদের পর তিনিই দ্বিতীয় নারী, যাঁর লেখা মিসরের সেরা পত্রিকা আল-আহরাম প্রকাশ করে। এরপর থেকে প্রতি সপ্তাহে তাঁর দীর্ঘ প্রবন্ধ ছাপা হতো আল-আহরামে। তখন থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি লিখে গেছেন। আল-আহরামে তাঁর সর্বশেষ লেখাটি ছাপা হয় ১৯৯৮ সালের ২৬ নভেম্বর, মৃত্যুর মাত্র কয়েক দিন আগে। তিনি অধিকাংশ সময় কোরআনের তাফসির, ইসলামের বিরুদ্ধে উত্থাপিত আপত্তির খণ্ডন, নারীশিক্ষার গুরুত্ব, ইসলামে নারীর অধিকার ইত্যাদি বিষয়ে লিখতেন। পত্রিকায় লেখালেখির পাশাপাশি একাধিক বইও লেখেন তিনি। তাঁর রচিত বইগুলোর মধ্যে ‘আত-তাফসিরুল বায়ানি লিল কোরআনিল কারিম’, ‘আল-কোরআন ওয়া-কাদায়াল ইনসান’, ‘তারাজুমু সাইয়িদাতি বাইতিন নুবুওয়াহ’, ‘বানাতুন নবি’, ‘আদাউল বশর’, ‘আরদুল মুজিজাত’ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।
সম্মাননা-স্বীকৃতি: সাহিত্য ও ইসলামি গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আয়েশা আবদুর রহমান অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেন। তার মধ্যে ১৯৭৮ সালে মিসরের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার এবং ১৯৯৪ সালে মুসলিম বিশ্বের নোবেলখ্যাত ‘কিং ফয়সাল অ্যাওয়ার্ড’ বিশেষভাবে উল্লেখযোগ্য।
ব্যক্তিগত জীবনে আয়েশা আবদুর রহমান তাঁর বিশ্ববিদ্যালয় শিক্ষক বিশিষ্ট সাহিত্যিক ও চিন্তাবিদ ওস্তাদ আমিন আল-খাওলিকে বিয়ে করেন। তাঁদের সংসারে তিনটি ছেলে জন্ম নেয়। ক্ষণজন্মা এ মহীয়সী ১ ডিসেম্বর ১৯৯৮ সালে পৃথিবীর কর্মমুখর বর্ণাঢ্য জীবনের ইতি টেনে পরপারে পাড়ি জমান।
আয়েশা আবদুর রহমান গত শতকের শ্রেষ্ঠ নারী ইসলামি চিন্তাবিদ। তাঁর চিন্তা-চেতনা, রচনাকর্ম ও সৃষ্টিশীলতা মুসলিম নারীদের যুগে যুগে প্রেরণা জোগাবে।
শেখার অদম্য আগ্রহ: আয়েশা আবদুর রহমানের জন্ম মিসরের দামিয়াত শহরে, ১৯১৩ সালের ১৮ নভেম্বর। বাবা শায়খ মুহাম্মদ ইবনে আলি আবদুর রহমান আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত শীর্ষ আলিম—দামিয়াতের একটি মাদ্রাসায় পড়াতেন। ৭ বছর বয়সেই আয়েশা গ্রামের মক্তবে পবিত্র কোরআন হিফজ করেন। এরপর স্কুলে ভর্তি হওয়ার ইচ্ছা থাকলেও পারিবারিক রক্ষণশীলতায় তা বাধাগ্রস্ত হয়। তবে শেখার অদম্য আগ্রহ তাঁকে দমিয়ে রাখতে পারেনি। বাড়িতেই পড়ালেখা চালিয়ে যান এবং পরীক্ষায় অংশ নিয়ে শীর্ষস্থান ধরে রাখেন। প্রাথমিক ও মাধ্যমিকের পাঠ চুকিয়ে উচ্চশিক্ষার জন্য আল-আজহার বিশ্ববিদ্যালয়ে পাড়ি জমান। বাবার রক্ষণশীল অবস্থানের প্রতি শ্রদ্ধা রেখেই মায়ের অকুণ্ঠ সমর্থন নিয়ে তিনি নিজের যাত্রা অব্যাহত রাখেন। ১৯৩৯ সালে আরবি সাহিত্যে স্নাতক এবং ১৯৪১ সালে স্নাতকোত্তর শেষ করেন। এরপর ১৯৫০ সালে বিশ্বখ্যাত আরবি সাহিত্যিক ড. তহা হোসাইনের তত্ত্বাবধানে ডক্টরেট সম্পন্ন করেন।
শেখানোর নেশা: শেখার পর্ব শেষ করে আয়েশা আবদুর রহমান নিজের জ্ঞান মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ব্রত গ্রহণ করেন। মরক্কোর প্রাচীন বিদ্যাপীঠ আল-কারাভিন বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদে তাফসির ও ইসলামিক স্টাডিজ বিষয়ে ২০ বছর অধ্যাপনা করেন তিনি। মিসরের আইনে শামস বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ও সাহিত্যের অধ্যাপক হিসেবেও দীর্ঘদিন পাঠদান করেন। এ ছাড়া ১৯৬৭ সালে উম্মু দারমান বিশ্ববিদ্যালয়ে, ১৯৬৮ সালে আল-খর্তুম ও আলজেরিয়ান বিশ্ববিদ্যালয়ে, ১৯৭২ সালে বৈরুত বিশ্ববিদ্যালয়ে, ১৯৮১ সালে আল-ইমারাত বিশ্ববিদ্যালয়ে এবং ১৯৭৫ থেকে ১৯৮৩ সালে রিয়াদের মহিলা কলেজে অতিথি অধ্যাপক হিসেবে অধ্যাপনা করেন।
লেখালেখির ভুবন: কৈশোর থেকেই আয়েশা আবদুর রহমান লেখালেখি শুরু করেন। লেখালেখিতে তিনি ‘বিনতুশ-শাতি’ তথা ‘নদীতীরের কন্যা’ ছদ্মনাম গ্রহণ করেন। ১৮ বছর বয়সে ‘আন নাহদাতুন নিসায়িয়্যাহ’ ম্যাগাজিনে তাঁর প্রথম লেখা প্রকাশিত হয়। এর দুই বছর পর তিনি আল-আহরাম পত্রিকায় নিয়মিত লিখতে শুরু করেন। খ্যাতিমান কবি ও সাহিত্যিক মে জিয়াদের পর তিনিই দ্বিতীয় নারী, যাঁর লেখা মিসরের সেরা পত্রিকা আল-আহরাম প্রকাশ করে। এরপর থেকে প্রতি সপ্তাহে তাঁর দীর্ঘ প্রবন্ধ ছাপা হতো আল-আহরামে। তখন থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি লিখে গেছেন। আল-আহরামে তাঁর সর্বশেষ লেখাটি ছাপা হয় ১৯৯৮ সালের ২৬ নভেম্বর, মৃত্যুর মাত্র কয়েক দিন আগে। তিনি অধিকাংশ সময় কোরআনের তাফসির, ইসলামের বিরুদ্ধে উত্থাপিত আপত্তির খণ্ডন, নারীশিক্ষার গুরুত্ব, ইসলামে নারীর অধিকার ইত্যাদি বিষয়ে লিখতেন। পত্রিকায় লেখালেখির পাশাপাশি একাধিক বইও লেখেন তিনি। তাঁর রচিত বইগুলোর মধ্যে ‘আত-তাফসিরুল বায়ানি লিল কোরআনিল কারিম’, ‘আল-কোরআন ওয়া-কাদায়াল ইনসান’, ‘তারাজুমু সাইয়িদাতি বাইতিন নুবুওয়াহ’, ‘বানাতুন নবি’, ‘আদাউল বশর’, ‘আরদুল মুজিজাত’ ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।
সম্মাননা-স্বীকৃতি: সাহিত্য ও ইসলামি গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আয়েশা আবদুর রহমান অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেন। তার মধ্যে ১৯৭৮ সালে মিসরের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার এবং ১৯৯৪ সালে মুসলিম বিশ্বের নোবেলখ্যাত ‘কিং ফয়সাল অ্যাওয়ার্ড’ বিশেষভাবে উল্লেখযোগ্য।
ব্যক্তিগত জীবনে আয়েশা আবদুর রহমান তাঁর বিশ্ববিদ্যালয় শিক্ষক বিশিষ্ট সাহিত্যিক ও চিন্তাবিদ ওস্তাদ আমিন আল-খাওলিকে বিয়ে করেন। তাঁদের সংসারে তিনটি ছেলে জন্ম নেয়। ক্ষণজন্মা এ মহীয়সী ১ ডিসেম্বর ১৯৯৮ সালে পৃথিবীর কর্মমুখর বর্ণাঢ্য জীবনের ইতি টেনে পরপারে পাড়ি জমান।
আয়েশা আবদুর রহমান গত শতকের শ্রেষ্ঠ নারী ইসলামি চিন্তাবিদ। তাঁর চিন্তা-চেতনা, রচনাকর্ম ও সৃষ্টিশীলতা মুসলিম নারীদের যুগে যুগে প্রেরণা জোগাবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে