নিজস্ব প্রতিবেদক, ঢাকা
কুমিল্লার শিক্ষার্থীদের রোবটিক্স ও প্রোগ্রামিং বিষয়ে দক্ষ করে তুলতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। এতে ১২০ জন শিক্ষার্থীকে বিজ্ঞানের কারিগরি বিষয়ে শিখিয়ে দক্ষ করে তোলার চেষ্টা চলছে। কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ও জেলা প্রশাসকের কার্যালয়ের গ্রন্থাগারে স্থাপিত পরীক্ষাগারে চার মাসব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের কুমিল্লা রোবটিক্স ও প্রোগ্রামিং ক্লাবের তত্ত্বাবধানে এ কর্মসূচি চলছে।
জেলা প্রশাসনের আইসিটি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার কানিজ ফাতেমা জানান, কুমিল্লা রোবটিক্স ও প্রোগ্রামিং ক্লাবের প্রতিষ্ঠা করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এর অধীনে কুমিল্লা নগরীর ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ শতাধিক শিক্ষার্থীকে নিয়ে প্রথম পর্যায়ে ৩ দিনের কর্মশালা করা হয়। এখান থেকে ১২০ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়। বর্তমানে তাদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানো হচ্ছে। এ ছাড়া প্রত্যেক উপজেলায় কুমিল্লা রোবটিক্স ও প্রোগ্রামিং ক্লাবের উদ্যোগে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
প্রশিক্ষণ পরিদর্শনে গিয়ে দেখা গেছে, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষাগারে আলাদা দলে ভাগ হয়ে শিক্ষার্থীরা প্রশিক্ষণে অংশ নিচ্ছে। তাদের চোখেমুখে উচ্ছ্বাস। প্রশিক্ষক হিসেবে রয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুয়েল নাথ। তারা প্রশিক্ষকের নির্দেশনা মনোযোগ দিয়ে শুনছে। এখানে পঞ্চম থেকে দশম শ্রেণির স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা রয়েছে। বাইরে অভিভাবকেরা ঘোরাফেরা করছেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশিক্ষণকক্ষে গিয়ে দেখা গেছে, থ্রিডি প্রিন্টারে চলছে রোবটের বডি প্রিন্টের কাজ। প্রশিক্ষকের সঙ্গে সেনসর নিয়ে কাজ করছেন শিক্ষার্থীরা। কুমিল্লা হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মাহমুদা বিন মহসিন বলল, ‘প্রশিক্ষণে অনেক কিছু শিখতে পারছি। এ এক নতুন অভিজ্ঞতা। আশা করি, এই কর্মশালার মাধ্যমে ভালো কিছু করতে পারব।’ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পেয়ে মাহমুদার মতোই আনন্দিত কুমিল্লা আলিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. ইমাম হোসেন। সেও নতুন কিছু আবিষ্কার করার স্বপ্নে রয়েছে বলে জানায়।
শিরিন আক্তার নামের এক অভিভাবক বলেন, ‘আমার মেয়ে জিনাত আক্তার দশম শ্রেণিতে পড়ে। সে ছোটবেলা থেকেই প্রযুক্তির বিষয়ে আগ্রহী। এই কর্মশালায় এসে সে খুবই খুশি।’
প্রশিক্ষক দলের প্রধান সঞ্জিত মণ্ডল বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী প্রশিক্ষকের দায়িত্ব পালন করছি। আমরা ১২০ জন শিক্ষার্থী নিয়ে কাজ করছি। শিক্ষার্থীদের অনেক আগ্রহ। তাদের থেকে ভালো ফলাফল আসবে বলে আশা করছি।’
কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নার্গিস আক্তার বলেন, ‘অনেক শিক্ষার্থী প্রযুক্তির অপব্যবহারের দিকে ঝুঁকছে। এ ধরনের কার্যকরী প্রশিক্ষণ তাদের সঠিক পথে ফিরিয়ে আনবে। প্রশিক্ষণের মাধ্যমে তারা সময়টা কাজে লাগাতে পারবে।’
কুমিল্লার শিক্ষার্থীদের রোবটিক্স ও প্রোগ্রামিং বিষয়ে দক্ষ করে তুলতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। এতে ১২০ জন শিক্ষার্থীকে বিজ্ঞানের কারিগরি বিষয়ে শিখিয়ে দক্ষ করে তোলার চেষ্টা চলছে। কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ও জেলা প্রশাসকের কার্যালয়ের গ্রন্থাগারে স্থাপিত পরীক্ষাগারে চার মাসব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জেলা প্রশাসনের কুমিল্লা রোবটিক্স ও প্রোগ্রামিং ক্লাবের তত্ত্বাবধানে এ কর্মসূচি চলছে।
জেলা প্রশাসনের আইসিটি শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী কমিশনার কানিজ ফাতেমা জানান, কুমিল্লা রোবটিক্স ও প্রোগ্রামিং ক্লাবের প্রতিষ্ঠা করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এর অধীনে কুমিল্লা নগরীর ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭ শতাধিক শিক্ষার্থীকে নিয়ে প্রথম পর্যায়ে ৩ দিনের কর্মশালা করা হয়। এখান থেকে ১২০ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়। বর্তমানে তাদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানো হচ্ছে। এ ছাড়া প্রত্যেক উপজেলায় কুমিল্লা রোবটিক্স ও প্রোগ্রামিং ক্লাবের উদ্যোগে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
প্রশিক্ষণ পরিদর্শনে গিয়ে দেখা গেছে, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষাগারে আলাদা দলে ভাগ হয়ে শিক্ষার্থীরা প্রশিক্ষণে অংশ নিচ্ছে। তাদের চোখেমুখে উচ্ছ্বাস। প্রশিক্ষক হিসেবে রয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুয়েল নাথ। তারা প্রশিক্ষকের নির্দেশনা মনোযোগ দিয়ে শুনছে। এখানে পঞ্চম থেকে দশম শ্রেণির স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা রয়েছে। বাইরে অভিভাবকেরা ঘোরাফেরা করছেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশিক্ষণকক্ষে গিয়ে দেখা গেছে, থ্রিডি প্রিন্টারে চলছে রোবটের বডি প্রিন্টের কাজ। প্রশিক্ষকের সঙ্গে সেনসর নিয়ে কাজ করছেন শিক্ষার্থীরা। কুমিল্লা হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী মাহমুদা বিন মহসিন বলল, ‘প্রশিক্ষণে অনেক কিছু শিখতে পারছি। এ এক নতুন অভিজ্ঞতা। আশা করি, এই কর্মশালার মাধ্যমে ভালো কিছু করতে পারব।’ প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পেয়ে মাহমুদার মতোই আনন্দিত কুমিল্লা আলিয়া মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. ইমাম হোসেন। সেও নতুন কিছু আবিষ্কার করার স্বপ্নে রয়েছে বলে জানায়।
শিরিন আক্তার নামের এক অভিভাবক বলেন, ‘আমার মেয়ে জিনাত আক্তার দশম শ্রেণিতে পড়ে। সে ছোটবেলা থেকেই প্রযুক্তির বিষয়ে আগ্রহী। এই কর্মশালায় এসে সে খুবই খুশি।’
প্রশিক্ষক দলের প্রধান সঞ্জিত মণ্ডল বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষার্থী প্রশিক্ষকের দায়িত্ব পালন করছি। আমরা ১২০ জন শিক্ষার্থী নিয়ে কাজ করছি। শিক্ষার্থীদের অনেক আগ্রহ। তাদের থেকে ভালো ফলাফল আসবে বলে আশা করছি।’
কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নার্গিস আক্তার বলেন, ‘অনেক শিক্ষার্থী প্রযুক্তির অপব্যবহারের দিকে ঝুঁকছে। এ ধরনের কার্যকরী প্রশিক্ষণ তাদের সঠিক পথে ফিরিয়ে আনবে। প্রশিক্ষণের মাধ্যমে তারা সময়টা কাজে লাগাতে পারবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে