‘জীবনগল্প’ নামের গান প্রকাশ করলেন। কত দিন পর এল নতুন গান?
তা প্রায় বছর চার-পাঁচ তো হবেই। অনেক দিন পর শ্রোতাদের নতুন গান উপহার দিতে পারলাম। ভালো লাগছে।
এ রকম কতটি গান প্রকাশের অপেক্ষায়?
সব মিলিয়ে ২২টি গান তৈরি আছে। কিছু গানের ভিডিও তৈরি হয়েছে, কিছু গানের হয়নি। ঈদের পর বাকি গানগুলোর ভিডিও তৈরি করে প্রকাশ করব।
গানগুলোর গীতিকার, সুরকার কারা?
বেশির ভাগ গানই হয়েছে নতুনদের সঙ্গে। আমি তো সব সময়ই চেষ্টা করি নতুনদের প্রমোট করতে। নাটক, সিনেমাতেও যেমন করি, গানেও সেই চেষ্টাটা করি। এবারের গানগুলো তাই নতুনদের দখলেই থাকছে বেশি। তবে গানগুলো ভালো হয়েছে। ভালো না হলে আমি গান করি না। এই যেমন ‘জীবনগল্প’ গানটি। সবাই প্রশংসা করছে। আমারও ভীষণ ভালো লেগেছে।
মিউজিক ভিডিওর শুটিং করেছেন কোথায়?
আমাদের গ্রামের বাড়িতে। বিক্রমপুরে। আমাদের বাড়িরই একটা অংশে হয়েছে শুটিং।
আপনি তো সাধারণত রিদমিক গান গাইতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই গানটা তো তেমন নয়। আবার ভিডিওতেও আপনাকে কেমন একটু বয়সে ভারাক্রান্ত মনে হলো। এগুলো কি পরিকল্পনা করেই করা?
আসলেই তাই। আমি যে ধরনের নাচাগানার গান গাই, এটা আমার সেসব গানের চেয়ে একেবারে আলাদা। আসলে আমি চাইছি এমন কিছু গান করতে, যেগুলো জীবনের অর্থ বহন করে, গুরুত্ব বহন করে। এটা তেমনই একটা গান। তবে এই গানটাতেও কিন্তু ভীষণ রিদম আছে, অদ্ভুত এক ছন্দ আছে। গানটি লিখেছে শেখ নজরুল। সুর করেছে পিজিত মহাজন। সংগীত আয়োজন করেছে ওয়াহেদ শাহীন।
নতুনদের সঙ্গে কেন? চাইলেই তো সিনিয়র কারও সঙ্গে গানটি করতে পারতেন?
সেটা তো পারতামই। এটা সবাই করে। আমি তো চাই নতুনদের সঙ্গে কাজ করতে। নতুন একটা ছেলে আমাকে নিয়ে গান করতে চাইছে, এত সুন্দর একটা গান! তাই করলাম। আমি তো নতুনদের নিয়ে কাজ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তাছাড়া, আমি কিন্তু জনপ্রিয়তার পেছনে ছুটি না। আমি গান করি মনের খোরাক জোগাতে। সিনেমাটাও তাই। কে দেখল, কে শুনল, কতটা জনপ্রিয় হলো—এসব নিয়ে আমি চিন্তিত নই। আমি কাজটা কতটা আনন্দ নিয়ে করতে পারলাম, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।
নতুন কোনো সিনেমা বানাচ্ছেন?
বানাচ্ছি তো। মোটামুটি এক ধরনের প্রস্তুতিও নিয়ে নিয়েছি। সব হবে ঈদের পরে। সিনেমার কাজটা আগে ধরতে চাই।
কী নাম সিনেমার?
সিনেমার নাম ‘সন্ধ্যা মায়া’। তবে গল্পটা এখনই বলতে চাইছি না। কিছু বিষয়ে চমক থাকুক। আগে সব বলে দিলে তো মজাটাই ফুরিয়ে গেল।
আপনি অভিনয় করছেন?
আমি সময় সুযোগ করতে পারলে কোনো একটা চরিত্রে অভিনয় করতেও পারি। তবে এবার পরিচালনাতেই পুরোপুরি মনোযোগ দিতে চাই। আগের সিনেমাটা করে অভিজ্ঞতা হয়েছে। এবার সেই অভিজ্ঞতাটা কাজে আসবে।
সিনেমার নায়ক-নায়িকা কারা?
সাজ্জাদ ও সোনিয়া। দুজনেই নতুন।
সন্ধ্যা মায়ার গানে কারা থাকছে?
সিনেমায় গান থাকছে তিনটি। সব গানে আমি কণ্ঠ দিয়েছি। একটি ডুয়েট আছে। আমার সঙ্গে কণ্ঠ দিয়েছে ন্যান্সি। সংগীত করেছে বাপন। খুব ভালো মিউজিক করেছে।
আপনার ছেলে হাবিব ওয়াহিদের কোনো গান থাকছে না?
হাবিবের সঙ্গে তো করেছি আগে। তাছাড়া, হাবিব এখন যে পরিমাণ ব্যস্ত থাকে, ওর পক্ষে সময় বের করাটাও মুশকিল। তবে, যেকোনো কাজেই ওর পরামর্শ থাকে। আলোচনা করে সে তার পরামর্শ জানায়, মিউজিশিয়ানদের দিকনির্দেশনা দিয়ে দেয়।
‘জীবনগল্প’ নামের গান প্রকাশ করলেন। কত দিন পর এল নতুন গান?
তা প্রায় বছর চার-পাঁচ তো হবেই। অনেক দিন পর শ্রোতাদের নতুন গান উপহার দিতে পারলাম। ভালো লাগছে।
এ রকম কতটি গান প্রকাশের অপেক্ষায়?
সব মিলিয়ে ২২টি গান তৈরি আছে। কিছু গানের ভিডিও তৈরি হয়েছে, কিছু গানের হয়নি। ঈদের পর বাকি গানগুলোর ভিডিও তৈরি করে প্রকাশ করব।
গানগুলোর গীতিকার, সুরকার কারা?
বেশির ভাগ গানই হয়েছে নতুনদের সঙ্গে। আমি তো সব সময়ই চেষ্টা করি নতুনদের প্রমোট করতে। নাটক, সিনেমাতেও যেমন করি, গানেও সেই চেষ্টাটা করি। এবারের গানগুলো তাই নতুনদের দখলেই থাকছে বেশি। তবে গানগুলো ভালো হয়েছে। ভালো না হলে আমি গান করি না। এই যেমন ‘জীবনগল্প’ গানটি। সবাই প্রশংসা করছে। আমারও ভীষণ ভালো লেগেছে।
মিউজিক ভিডিওর শুটিং করেছেন কোথায়?
আমাদের গ্রামের বাড়িতে। বিক্রমপুরে। আমাদের বাড়িরই একটা অংশে হয়েছে শুটিং।
আপনি তো সাধারণত রিদমিক গান গাইতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। এই গানটা তো তেমন নয়। আবার ভিডিওতেও আপনাকে কেমন একটু বয়সে ভারাক্রান্ত মনে হলো। এগুলো কি পরিকল্পনা করেই করা?
আসলেই তাই। আমি যে ধরনের নাচাগানার গান গাই, এটা আমার সেসব গানের চেয়ে একেবারে আলাদা। আসলে আমি চাইছি এমন কিছু গান করতে, যেগুলো জীবনের অর্থ বহন করে, গুরুত্ব বহন করে। এটা তেমনই একটা গান। তবে এই গানটাতেও কিন্তু ভীষণ রিদম আছে, অদ্ভুত এক ছন্দ আছে। গানটি লিখেছে শেখ নজরুল। সুর করেছে পিজিত মহাজন। সংগীত আয়োজন করেছে ওয়াহেদ শাহীন।
নতুনদের সঙ্গে কেন? চাইলেই তো সিনিয়র কারও সঙ্গে গানটি করতে পারতেন?
সেটা তো পারতামই। এটা সবাই করে। আমি তো চাই নতুনদের সঙ্গে কাজ করতে। নতুন একটা ছেলে আমাকে নিয়ে গান করতে চাইছে, এত সুন্দর একটা গান! তাই করলাম। আমি তো নতুনদের নিয়ে কাজ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তাছাড়া, আমি কিন্তু জনপ্রিয়তার পেছনে ছুটি না। আমি গান করি মনের খোরাক জোগাতে। সিনেমাটাও তাই। কে দেখল, কে শুনল, কতটা জনপ্রিয় হলো—এসব নিয়ে আমি চিন্তিত নই। আমি কাজটা কতটা আনন্দ নিয়ে করতে পারলাম, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ।
নতুন কোনো সিনেমা বানাচ্ছেন?
বানাচ্ছি তো। মোটামুটি এক ধরনের প্রস্তুতিও নিয়ে নিয়েছি। সব হবে ঈদের পরে। সিনেমার কাজটা আগে ধরতে চাই।
কী নাম সিনেমার?
সিনেমার নাম ‘সন্ধ্যা মায়া’। তবে গল্পটা এখনই বলতে চাইছি না। কিছু বিষয়ে চমক থাকুক। আগে সব বলে দিলে তো মজাটাই ফুরিয়ে গেল।
আপনি অভিনয় করছেন?
আমি সময় সুযোগ করতে পারলে কোনো একটা চরিত্রে অভিনয় করতেও পারি। তবে এবার পরিচালনাতেই পুরোপুরি মনোযোগ দিতে চাই। আগের সিনেমাটা করে অভিজ্ঞতা হয়েছে। এবার সেই অভিজ্ঞতাটা কাজে আসবে।
সিনেমার নায়ক-নায়িকা কারা?
সাজ্জাদ ও সোনিয়া। দুজনেই নতুন।
সন্ধ্যা মায়ার গানে কারা থাকছে?
সিনেমায় গান থাকছে তিনটি। সব গানে আমি কণ্ঠ দিয়েছি। একটি ডুয়েট আছে। আমার সঙ্গে কণ্ঠ দিয়েছে ন্যান্সি। সংগীত করেছে বাপন। খুব ভালো মিউজিক করেছে।
আপনার ছেলে হাবিব ওয়াহিদের কোনো গান থাকছে না?
হাবিবের সঙ্গে তো করেছি আগে। তাছাড়া, হাবিব এখন যে পরিমাণ ব্যস্ত থাকে, ওর পক্ষে সময় বের করাটাও মুশকিল। তবে, যেকোনো কাজেই ওর পরামর্শ থাকে। আলোচনা করে সে তার পরামর্শ জানায়, মিউজিশিয়ানদের দিকনির্দেশনা দিয়ে দেয়।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে