ধনবাড়ী প্রতিনিধি
ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের ভাতকুড়া গ্রামের সড়কটি সংস্কারের অভাবে বিপজ্জনক হয়ে পড়েছে। সড়কের একাংশ ভেঙে নদীগর্ভে চলে গেছে। এতে সরু হয়ে গেছে সড়কটি। ফলে পথচারীরা ঝুঁকি নিয়ে চলাফেরা করছে। দিনের বেলায় চলাচল করা সম্ভব হলেও রাতে আর সম্ভব হয় না। সড়কটি সংস্কারের নামে বছরের পর বছর কালক্ষেপণ করছে কর্তৃপক্ষ। আর এলজিইডি কর্তৃপক্ষ বলছে শিগগিরই সড়কটি সংস্কার হবে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০১৮-১৯ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ড বৈরান নদী খননে এক পাশের মাটি অন্য পাশে নিয়ে বাঁধ নির্মাণের কারণে এ দুরবস্থার সৃষ্টি হয়েছে। সময়মতো সংস্কার না করায় এখন শনির দশাতে পরিণত হয়েছে সড়কটি। এ সড়ক ধরে আশপাশ গ্রামের ৩০ হাজার লোক উপজেলা সদরে যাওয়া-আসা করে। এ সড়কে অটো-ভ্যান চললেও কোনো জরুরি সেবার গাড়ি আসা-যাওয়া করতে পারে না। এ ছাড়া সড়কের এ অংশে গাড়ি উল্টে ঘটছে দুর্ঘটনা। দ্রুত সংস্কার না করলে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।
সরেজমিন দেখা গেছে, উপজেলার পাইস্কা ইউনিয়নের পাইস্কা পুরোনো বাজার হয়ে সড়কটি ভাতকুড়া গ্রাম হয়ে চলে গেছে মুশুদ্দি, বদ্রিভদ্র ও বীরতারা ইউনিয়নে। সড়ক ঘেঁষেই বইছে বৈরান নদী। এ সড়কের একাংশ ভেঙে নদীগর্ভে চলে গেছে। সড়কের বিভিন্ন ভাঙা অংশে বাঁশের খুঁটি দিয়ে ধরে রাখার চেষ্টা করছেন এলাকাবাসী। এতে সরু গেছে চলাচলের পথ। ওই পথেই ধীরগতিতে ঝুঁকি নিয়ে চলাচল করেছে অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেল। কিন্তু বড় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, কর্মজীবী, শ্রমজীবীসহ নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ প্রতিদিন চলাচল করে এ সড়ক ধরে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা ভারী বৃষ্টিতে অবশিষ্ট অংশটুকু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যেকোনো সময়।
জানা গেছে, এ সড়কের আশপাশের ইউনিয়নগুলো কৃষিপ্রধান। এসব এলাকার চাষ করা সবজি যাচ্ছে আশপাশের বিভিন্ন জেলায়। কিন্তু বেহাল সড়কের কারণে এসব কৃষিপণ্য পরিবহনে ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষক ও ব্যবসায়ীদের। এতে লোকসান গুনতে হচ্ছে তাঁদের।
কৃষক আমির হোসেন বলেন, ‘তিন বছর আগে সড়কটি ভাঙা শুরু হয়। বৃষ্টি হলেই ভাঙন তীব্র আকার ধারণ করে। বিষয়টি জনপ্রতিনিধি ও স্থানীয় কর্তৃপক্ষদের জানানো হলেও গুরুত্ব দেন না তাঁরা। দিনে চলাচল করা গেলেও রাতে বন্ধ থাকে।’
অপর কৃষক আমজাদ হোসেন বলেন, ‘সড়কটি ধরে উপজেলা সদরে যেতে সহজ হয় আমাদের। এ ছাড়া উৎপাদিত কৃষিপণ্যও আনা-নেওয়া করতে হয় এ সড়ক ধরেই। বিকল্প সড়কে যেতে বেশি খরচ হয়। এবার সংস্কার না করলে সদর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ব আমরা।’
শিক্ষার্থী লিমন আহমেদ বলেন, ‘যাওয়া-আসার সময় খুবই ভয়ে লাগে। আমার এক বন্ধু বাইসাইকেলে যাওয়ার সময় নদীতে পড়ে আহত হয়েছিল। আমরা অনেক কষ্টে আছি।’
অটোচালক বাশার উদ্দিন বলেন, ‘সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দ্রুত সংস্কারের দাবি জানাই।’
ইস্পিঞ্জারপুর এলাকার ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, ‘উপজেলা সদর থেকে মাছের খাবারের বস্তাগুলো ভ্যানচালকেরা নিয়ে আসতে চায় না। ভাড়াও বেশি লাগে। কর্তৃপক্ষের নজর দেওয়া জরুরি।’
এ বিষয়ে পাইস্কা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাবুল বলেন, ‘আমি নিজেও ওই সড়কে যাওয়া-আসা করি। ভয়ংকর হয়ে দাঁড়িয়েছে সড়কটি। বিষয়টি কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাককে জানানো হয়েছে।’
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রকৌশলী জয়নাল আবেদীন সাগর বলেন, ‘সড়কটি সংস্কারে পর্যায়ক্রমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পরিদর্শন করে গেছেন। প্রকল্প গ্রহণ করা হয়েছে। বরাদ্দ পেলেই সংস্কারকাজ শুরু করা হবে।’
ধনবাড়ী উপজেলার পাইস্কা ইউনিয়নের ভাতকুড়া গ্রামের সড়কটি সংস্কারের অভাবে বিপজ্জনক হয়ে পড়েছে। সড়কের একাংশ ভেঙে নদীগর্ভে চলে গেছে। এতে সরু হয়ে গেছে সড়কটি। ফলে পথচারীরা ঝুঁকি নিয়ে চলাফেরা করছে। দিনের বেলায় চলাচল করা সম্ভব হলেও রাতে আর সম্ভব হয় না। সড়কটি সংস্কারের নামে বছরের পর বছর কালক্ষেপণ করছে কর্তৃপক্ষ। আর এলজিইডি কর্তৃপক্ষ বলছে শিগগিরই সড়কটি সংস্কার হবে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ২০১৮-১৯ অর্থবছরে পানি উন্নয়ন বোর্ড বৈরান নদী খননে এক পাশের মাটি অন্য পাশে নিয়ে বাঁধ নির্মাণের কারণে এ দুরবস্থার সৃষ্টি হয়েছে। সময়মতো সংস্কার না করায় এখন শনির দশাতে পরিণত হয়েছে সড়কটি। এ সড়ক ধরে আশপাশ গ্রামের ৩০ হাজার লোক উপজেলা সদরে যাওয়া-আসা করে। এ সড়কে অটো-ভ্যান চললেও কোনো জরুরি সেবার গাড়ি আসা-যাওয়া করতে পারে না। এ ছাড়া সড়কের এ অংশে গাড়ি উল্টে ঘটছে দুর্ঘটনা। দ্রুত সংস্কার না করলে একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে।
সরেজমিন দেখা গেছে, উপজেলার পাইস্কা ইউনিয়নের পাইস্কা পুরোনো বাজার হয়ে সড়কটি ভাতকুড়া গ্রাম হয়ে চলে গেছে মুশুদ্দি, বদ্রিভদ্র ও বীরতারা ইউনিয়নে। সড়ক ঘেঁষেই বইছে বৈরান নদী। এ সড়কের একাংশ ভেঙে নদীগর্ভে চলে গেছে। সড়কের বিভিন্ন ভাঙা অংশে বাঁশের খুঁটি দিয়ে ধরে রাখার চেষ্টা করছেন এলাকাবাসী। এতে সরু গেছে চলাচলের পথ। ওই পথেই ধীরগতিতে ঝুঁকি নিয়ে চলাচল করেছে অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেল। কিন্তু বড় কোনো যানবাহন চলাচল করতে পারছে না। স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, কর্মজীবী, শ্রমজীবীসহ নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ প্রতিদিন চলাচল করে এ সড়ক ধরে। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা ভারী বৃষ্টিতে অবশিষ্ট অংশটুকু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যেকোনো সময়।
জানা গেছে, এ সড়কের আশপাশের ইউনিয়নগুলো কৃষিপ্রধান। এসব এলাকার চাষ করা সবজি যাচ্ছে আশপাশের বিভিন্ন জেলায়। কিন্তু বেহাল সড়কের কারণে এসব কৃষিপণ্য পরিবহনে ভোগান্তি পোহাতে হচ্ছে কৃষক ও ব্যবসায়ীদের। এতে লোকসান গুনতে হচ্ছে তাঁদের।
কৃষক আমির হোসেন বলেন, ‘তিন বছর আগে সড়কটি ভাঙা শুরু হয়। বৃষ্টি হলেই ভাঙন তীব্র আকার ধারণ করে। বিষয়টি জনপ্রতিনিধি ও স্থানীয় কর্তৃপক্ষদের জানানো হলেও গুরুত্ব দেন না তাঁরা। দিনে চলাচল করা গেলেও রাতে বন্ধ থাকে।’
অপর কৃষক আমজাদ হোসেন বলেন, ‘সড়কটি ধরে উপজেলা সদরে যেতে সহজ হয় আমাদের। এ ছাড়া উৎপাদিত কৃষিপণ্যও আনা-নেওয়া করতে হয় এ সড়ক ধরেই। বিকল্প সড়কে যেতে বেশি খরচ হয়। এবার সংস্কার না করলে সদর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ব আমরা।’
শিক্ষার্থী লিমন আহমেদ বলেন, ‘যাওয়া-আসার সময় খুবই ভয়ে লাগে। আমার এক বন্ধু বাইসাইকেলে যাওয়ার সময় নদীতে পড়ে আহত হয়েছিল। আমরা অনেক কষ্টে আছি।’
অটোচালক বাশার উদ্দিন বলেন, ‘সড়কটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। দ্রুত সংস্কারের দাবি জানাই।’
ইস্পিঞ্জারপুর এলাকার ব্যবসায়ী মো. রফিকুল ইসলাম বলেন, ‘উপজেলা সদর থেকে মাছের খাবারের বস্তাগুলো ভ্যানচালকেরা নিয়ে আসতে চায় না। ভাড়াও বেশি লাগে। কর্তৃপক্ষের নজর দেওয়া জরুরি।’
এ বিষয়ে পাইস্কা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাবুল বলেন, ‘আমি নিজেও ওই সড়কে যাওয়া-আসা করি। ভয়ংকর হয়ে দাঁড়িয়েছে সড়কটি। বিষয়টি কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাককে জানানো হয়েছে।’
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রকৌশলী জয়নাল আবেদীন সাগর বলেন, ‘সড়কটি সংস্কারে পর্যায়ক্রমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পরিদর্শন করে গেছেন। প্রকল্প গ্রহণ করা হয়েছে। বরাদ্দ পেলেই সংস্কারকাজ শুরু করা হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে