সানজিদা সামরিন, ঢাকা
একবার এক বিয়ের কনে একটি টিকলি নিয়ে এসেছিলেন সিক্স ইয়ার্ডস স্টোরির স্বত্বাধিকারী লরা খানের কাছে। টিকলিটি তাঁর বাবা উপহার দিয়েছিলেন জন্মের পর। সেটিই তিনি বিয়েতে পরতে চান। কিন্তু আধুনিক নকশার অন্য় সব গয়নার ভিড়ে সাবেকি মোটিফের ওই টিকলি তো বেমানান! কনে আবদার করলেন, টিকলির নকশার মতো করেই হাত, গলা, কানের বাকি গয়নাগুলো তৈরি করে দেওয়ার জন্য।
ঘটনার অবতারণা যে কারণে তা হলো, এখন বিয়েতে অনেকেই সাবেকি ধাঁচের গয়নায় নিজেকে সাজাতে ভালোবাসেন। নানি-দাদি, মা-খালাদের পুরোনো গয়না এ ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করে। সেসব পুরোনো গয়নার নকশা দিয়ে নতুন করে কাস্টমাইজ সেট তৈরি করে নিতে সিক্স ইয়ার্ডস স্টোরির মতো প্রতিষ্ঠানগুলোর দ্বারস্থ হচ্ছেন এ যুগের কনেরা। ইদানীং খেয়াল করলে দেখা যায়, বিয়েতে গৎবাঁধা ভারী সাজপোশাকের বদলে স্বচ্ছন্দের লুকে সাজতে ভালোবাসেন কনেরা।
বিয়েতে আধুনিক গয়নার পাশাপাশি পুরোনো গয়নার চাহিদা বেড়ে যাওয়া প্রসঙ্গে লরা খান বলেন, ‘আগের দিনে বিয়েতে কনের বাবার বাড়ি ও শ্বশুরবাড়ি থেকে সোনার গয়না দিত—এখনো অনেকে দেয়। কারণ সোনাকে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে দেখা হয়। বিপদে-আপদে, প্রয়োজনে এটি বিক্রি করা যায়। কিন্তু এখন মেয়েরা গয়না বিষয়ে স্বচ্ছন্দের দিকটি নিয়ে ভাবতে শুরু করেছেন। প্রথমত, সোনার গয়না সব সময় পরা হয় না, নিরাপত্তাসহ বিভিন্ন কারণে। কিন্তু রুপা, পিতল বা অন্য ধাতুর গয়না নিলে যেকোনো সময় ব্যবহার করা যায়।’
ব্রাইডাল গয়নার মোটিফের অনুপ্রেরণা হিসেবে কনেদের পছন্দকেই বেশি কৃতিত্ব দেন লরা খান। অনেক কনেই আছেন যাঁরা নিজেদের মায়ের বিয়ের গয়নার আদলে গয়না তৈরি করে দিতে বলেন তাঁকে। কেউ কেউ মায়ের বিয়ের ছবি পাঠিয়েও জানান, এই লুকটা নিজের বিয়েতে চাই। টুকরো টুকরো এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে এক একটি গয়নার গল্প গড়ে ওঠে বলে জানান লরা খান। এসব গয়নার মধ্য়ে একটি হলো ‘বৌদি সেট’। এতে টিকলি, কানের দুল, গলার হার, বালাম নাকছাবি ও নূপুর রয়েছে। এ ছাড়া ভারতীয় কিংবদন্তি তারকা মধুবালার মিনিমাল লুকের পুরোনো গয়নার আদলে মধুবালা সেট বানিয়েছেন লরা খান।
সাবেকি ধাঁচের বিয়ের গয়না নিয়ে কাজ করেন ‘আটপৌরে’র স্বত্বাধিকারী ইপ্সিতা হুমায়রা। বিয়ের গয়না প্রসঙ্গে ইপ্সিতার ভাষ্য, ‘এখন বিয়েতে কনেদের মধ্যে শাড়ির ঐতিহ্য় আগলে রাখার একটা প্রবণতা দেখা যায়। বিষয়টি গয়নার ক্ষেত্রেও ঘটে। জামদানির সঙ্গে মিলিয়ে জামদানি মোটিফের কিংবা মায়ের বিয়ের শাড়ির সঙ্গে মিলিয়ে সাবেকি ধাঁচের গয়না তৈরি করে পরছেন তাঁরা।’ বিয়ের গয়না তৈরির ক্ষেত্রে যে বিষয়টি বিবেচনায় রাখেন ঈপ্সিতা তা হলো, গয়নাগুলো যেন বিয়ের পরেও পরার উপযোগী থাকে।
পুরোনো ধাঁচের গয়না নিয়ে কাজ করা প্রসঙ্গে লরা খানের ভাষ্য়, ‘পুরোনো দিনে যে ধরনের গয়না ছিল, সেগুলোর প্রতি ব্যক্তিগতভাবে আমার ভালো লাগা রয়েছে।’ পুরোনো গয়না দেখলে সেগুলো নিয়ে কাজ করতে ইচ্ছে করে তাঁর। নতুন করে পুরোনো গয়নাগুলো আবার যখন রিক্রিয়েট করেন, তখন অনেকেই নস্টালজিক হয়ে পড়েন। অনেক গয়নাই তাঁদের পরিচিত মনে হয়—হয়তো মায়ের ছিল বা পরিচিত কারও ছিল!
ইপ্সিতা হুমায়রা জানান, এখন খুব বেশি পাথরের কাজ হচ্ছে না, আবার খুব বেশি রঙের ব্যবহারে গয়নাও তৈরি হচ্ছে না। আমাদের নানি-দাদি বা মা-খালারা যেমন হালকা নকশার গয়না পরতেন, সে রকম ধাঁচেই গয়না তৈরি হচ্ছে। ফলে সাবেকিয়ানার ব্যাপারটিকে মুখ্য রেখে গয়না তৈরি করা হয়।
বিয়েতে কনেরা সোনার ভারী গয়নার বদলে ওজনে হালকা এবং মিনিমাল নকশার রুপা ও পিতলের গয়নাই বেশি লুফে নিচ্ছেন।
আটপৌরের গয়নায় মূলত ইন্ডিয়ান রুপার ওপর সোনার প্রলেপ দেওয়া হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে ক্লায়েন্টের বিশেষ চাহিদা থাকলে তবেই আসল রুপা দিয়ে গয়না বানিয়ে দেয় আটপৌরে। শুধু বিয়েই নয়, গায়েহলুদের জন্যও গয়না তৈরি করে আটপৌরে। বিয়েতে কেউ চাইলে আটপৌরের কোনো গয়নার সঙ্গে মিলিয়ে পুরো সেট বানিয়ে নিতে পারে।
বিয়েতে গয়না ব্যবহার প্রসঙ্গে ইপ্সিতা হুমায়রা জানান, সবাই চায় যে বিয়ের দিনটিতে তাঁকে খুব সুন্দর লাগুক। এ ক্ষেত্রে সোনার গয়না গুরুত্বপূর্ণ নয়; বরং বিয়েতে কনে যে পোশাক পরবেন তার সঙ্গে গয়না কতটা সুন্দরভাবে তাঁকে উপস্থাপন করবে, সেটা বেশি গুরুত্বপূর্ণ।
ট্রেন্ডি নকশাকে সবাই সব সময় স্বাগত জানায়। তবে যেসব গয়না আমাদের আগের প্রজন্ম ব্যবহার করেছেন, সেগুলোর প্রতি একধরনের মুগ্ধতা থাকে। সে জন্য এখন অনেকেই জুয়েলারির ফেসবুক পেজ বা জুয়েলারির দোকান থেকে নিজের পছন্দমতো সাবেকি ধাঁচের গয়না গড়িয়ে নিচ্ছেন।
একবার এক বিয়ের কনে একটি টিকলি নিয়ে এসেছিলেন সিক্স ইয়ার্ডস স্টোরির স্বত্বাধিকারী লরা খানের কাছে। টিকলিটি তাঁর বাবা উপহার দিয়েছিলেন জন্মের পর। সেটিই তিনি বিয়েতে পরতে চান। কিন্তু আধুনিক নকশার অন্য় সব গয়নার ভিড়ে সাবেকি মোটিফের ওই টিকলি তো বেমানান! কনে আবদার করলেন, টিকলির নকশার মতো করেই হাত, গলা, কানের বাকি গয়নাগুলো তৈরি করে দেওয়ার জন্য।
ঘটনার অবতারণা যে কারণে তা হলো, এখন বিয়েতে অনেকেই সাবেকি ধাঁচের গয়নায় নিজেকে সাজাতে ভালোবাসেন। নানি-দাদি, মা-খালাদের পুরোনো গয়না এ ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করে। সেসব পুরোনো গয়নার নকশা দিয়ে নতুন করে কাস্টমাইজ সেট তৈরি করে নিতে সিক্স ইয়ার্ডস স্টোরির মতো প্রতিষ্ঠানগুলোর দ্বারস্থ হচ্ছেন এ যুগের কনেরা। ইদানীং খেয়াল করলে দেখা যায়, বিয়েতে গৎবাঁধা ভারী সাজপোশাকের বদলে স্বচ্ছন্দের লুকে সাজতে ভালোবাসেন কনেরা।
বিয়েতে আধুনিক গয়নার পাশাপাশি পুরোনো গয়নার চাহিদা বেড়ে যাওয়া প্রসঙ্গে লরা খান বলেন, ‘আগের দিনে বিয়েতে কনের বাবার বাড়ি ও শ্বশুরবাড়ি থেকে সোনার গয়না দিত—এখনো অনেকে দেয়। কারণ সোনাকে গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে দেখা হয়। বিপদে-আপদে, প্রয়োজনে এটি বিক্রি করা যায়। কিন্তু এখন মেয়েরা গয়না বিষয়ে স্বচ্ছন্দের দিকটি নিয়ে ভাবতে শুরু করেছেন। প্রথমত, সোনার গয়না সব সময় পরা হয় না, নিরাপত্তাসহ বিভিন্ন কারণে। কিন্তু রুপা, পিতল বা অন্য ধাতুর গয়না নিলে যেকোনো সময় ব্যবহার করা যায়।’
ব্রাইডাল গয়নার মোটিফের অনুপ্রেরণা হিসেবে কনেদের পছন্দকেই বেশি কৃতিত্ব দেন লরা খান। অনেক কনেই আছেন যাঁরা নিজেদের মায়ের বিয়ের গয়নার আদলে গয়না তৈরি করে দিতে বলেন তাঁকে। কেউ কেউ মায়ের বিয়ের ছবি পাঠিয়েও জানান, এই লুকটা নিজের বিয়েতে চাই। টুকরো টুকরো এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে এক একটি গয়নার গল্প গড়ে ওঠে বলে জানান লরা খান। এসব গয়নার মধ্য়ে একটি হলো ‘বৌদি সেট’। এতে টিকলি, কানের দুল, গলার হার, বালাম নাকছাবি ও নূপুর রয়েছে। এ ছাড়া ভারতীয় কিংবদন্তি তারকা মধুবালার মিনিমাল লুকের পুরোনো গয়নার আদলে মধুবালা সেট বানিয়েছেন লরা খান।
সাবেকি ধাঁচের বিয়ের গয়না নিয়ে কাজ করেন ‘আটপৌরে’র স্বত্বাধিকারী ইপ্সিতা হুমায়রা। বিয়ের গয়না প্রসঙ্গে ইপ্সিতার ভাষ্য, ‘এখন বিয়েতে কনেদের মধ্যে শাড়ির ঐতিহ্য় আগলে রাখার একটা প্রবণতা দেখা যায়। বিষয়টি গয়নার ক্ষেত্রেও ঘটে। জামদানির সঙ্গে মিলিয়ে জামদানি মোটিফের কিংবা মায়ের বিয়ের শাড়ির সঙ্গে মিলিয়ে সাবেকি ধাঁচের গয়না তৈরি করে পরছেন তাঁরা।’ বিয়ের গয়না তৈরির ক্ষেত্রে যে বিষয়টি বিবেচনায় রাখেন ঈপ্সিতা তা হলো, গয়নাগুলো যেন বিয়ের পরেও পরার উপযোগী থাকে।
পুরোনো ধাঁচের গয়না নিয়ে কাজ করা প্রসঙ্গে লরা খানের ভাষ্য়, ‘পুরোনো দিনে যে ধরনের গয়না ছিল, সেগুলোর প্রতি ব্যক্তিগতভাবে আমার ভালো লাগা রয়েছে।’ পুরোনো গয়না দেখলে সেগুলো নিয়ে কাজ করতে ইচ্ছে করে তাঁর। নতুন করে পুরোনো গয়নাগুলো আবার যখন রিক্রিয়েট করেন, তখন অনেকেই নস্টালজিক হয়ে পড়েন। অনেক গয়নাই তাঁদের পরিচিত মনে হয়—হয়তো মায়ের ছিল বা পরিচিত কারও ছিল!
ইপ্সিতা হুমায়রা জানান, এখন খুব বেশি পাথরের কাজ হচ্ছে না, আবার খুব বেশি রঙের ব্যবহারে গয়নাও তৈরি হচ্ছে না। আমাদের নানি-দাদি বা মা-খালারা যেমন হালকা নকশার গয়না পরতেন, সে রকম ধাঁচেই গয়না তৈরি হচ্ছে। ফলে সাবেকিয়ানার ব্যাপারটিকে মুখ্য রেখে গয়না তৈরি করা হয়।
বিয়েতে কনেরা সোনার ভারী গয়নার বদলে ওজনে হালকা এবং মিনিমাল নকশার রুপা ও পিতলের গয়নাই বেশি লুফে নিচ্ছেন।
আটপৌরের গয়নায় মূলত ইন্ডিয়ান রুপার ওপর সোনার প্রলেপ দেওয়া হয়। তবে কোনো কোনো ক্ষেত্রে ক্লায়েন্টের বিশেষ চাহিদা থাকলে তবেই আসল রুপা দিয়ে গয়না বানিয়ে দেয় আটপৌরে। শুধু বিয়েই নয়, গায়েহলুদের জন্যও গয়না তৈরি করে আটপৌরে। বিয়েতে কেউ চাইলে আটপৌরের কোনো গয়নার সঙ্গে মিলিয়ে পুরো সেট বানিয়ে নিতে পারে।
বিয়েতে গয়না ব্যবহার প্রসঙ্গে ইপ্সিতা হুমায়রা জানান, সবাই চায় যে বিয়ের দিনটিতে তাঁকে খুব সুন্দর লাগুক। এ ক্ষেত্রে সোনার গয়না গুরুত্বপূর্ণ নয়; বরং বিয়েতে কনে যে পোশাক পরবেন তার সঙ্গে গয়না কতটা সুন্দরভাবে তাঁকে উপস্থাপন করবে, সেটা বেশি গুরুত্বপূর্ণ।
ট্রেন্ডি নকশাকে সবাই সব সময় স্বাগত জানায়। তবে যেসব গয়না আমাদের আগের প্রজন্ম ব্যবহার করেছেন, সেগুলোর প্রতি একধরনের মুগ্ধতা থাকে। সে জন্য এখন অনেকেই জুয়েলারির ফেসবুক পেজ বা জুয়েলারির দোকান থেকে নিজের পছন্দমতো সাবেকি ধাঁচের গয়না গড়িয়ে নিচ্ছেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে