গনেশ দাস, বগুড়া
বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালের নামে-বেনামে ঢাকা, বগুড়া, রাজশাহী ও পাবনায় রয়েছে ছয়টি বাড়ি, চারটি ফ্ল্যাট, দুইটি মার্কেট ও একটি গ্যারেজসহ অনেক সম্পদ।
এমন তথ্য উপস্থাপন করে সম্প্রতি বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার সাবেক ঠিকাদার ও বগুড়া শহর আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক যুগ্ম আহ্বায়ক প্রিন্স মাহমুদ। এ সময় ৪০ পাতার বিভিন্ন প্রমাণপত্র উপস্থাপন করা হয়।
তবে নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল বলেছেন, ‘দুর্নীতি দমন কমিশন (দুদক) আমার সম্পদ নিয়ে তদন্ত করছেন। এ কারণে অভিযোগ নিয়ে আমার কোনো মন্তব্য নেই।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঠিকাদার প্রিন্স মাহমুদ বলেন, বগুড়া শহরের মালতিনগর শান্তিবাগ এলাকায় ৮ শতাংশ জমির ওপর পাঁচ তলা বিল্ডিং। একই এলাকায় দোতলা বাড়ির মালিক স্ত্রী জেসমিন আরা ও আবু হেনা মোস্তফা কামাল। মালতিনগর শান্তিবাগ এলাকায় ২২ শতাংশ জমির ওপর গ্যারেজ। মালতিনগর ভূমি অফিসের দক্ষিণে দুই কোটি টাকা মূল্যের দোতলা বিল্ডিং যা তিনি সম্প্রতি কিনেছেন।
বগুড়া শহরতলির ভাটকান্দি মৌজায় ১৫ শতাংশ জমি, রাজশাহীর শালবাগান এলাকায় দোতলা বাড়ি ও দোতলা মার্কেট, পাবনার বেড়া উপজেলার আমিনপুরে এক বিঘা জমির ওপর ডুপ্লেক্স বাড়ি, ঢাকার মোহাম্মদপুর বাবর রোডে এবং কল্যাণপুরে দুটি ফ্ল্যাট, ঢাকার সাভার হেমায়েতপুরে মার্কেটসহ একটি বাড়ি। ঢাকার বসুন্ধরা ও বনশ্রীতে ফ্ল্যাট ও ফ্লোরের মালিক তিনি। বগুড়া শহরের জামিলনগর এলাকায় ৮ শতাংশের একটি প্লট রয়েছে তাঁর নামে।
প্রিন্স মাহমুদ আরও বলেন, ‘২০১৯ সালে আবু হেনা মোস্তফা কামালের দুর্নীতির প্রমাণসহ দুদকে অভিযোগ দিই। বর্তমানে অভিযোগটি দুদক বগুড়া অফিসের সহকারী পরিচালক নুরে আলম তদন্ত করছেন। গত দুই বছরেও দুদক তদন্ত শেষ করতে পারেনি।’
দুদকের সহকারী পরিচালক নুরে আলম বলেন, অভিযোগ গত এক বছর ধরে অনুসন্ধান করছি। এর আগে আরও দুজন কর্মকর্তা এক বছর অনুসন্ধান করেছেন। অনুসন্ধান চলমান রয়েছে।
দুদক সমন্বিত বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামান বলেন, ‘আমাদের কাছে বিভিন্ন ধরনের মানুষ আসে। বিভিন্ন ধরনের সান্ত্বনা দিয়ে তাঁদের বিদায় করতে হয়। কারও কথায় তো আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে মামলা করব না। তাঁর অভিযোগ অনুসন্ধান পর্যায়ে রয়েছে।’
বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালের নামে-বেনামে ঢাকা, বগুড়া, রাজশাহী ও পাবনায় রয়েছে ছয়টি বাড়ি, চারটি ফ্ল্যাট, দুইটি মার্কেট ও একটি গ্যারেজসহ অনেক সম্পদ।
এমন তথ্য উপস্থাপন করে সম্প্রতি বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার সাবেক ঠিকাদার ও বগুড়া শহর আওয়ামী লীগের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক যুগ্ম আহ্বায়ক প্রিন্স মাহমুদ। এ সময় ৪০ পাতার বিভিন্ন প্রমাণপত্র উপস্থাপন করা হয়।
তবে নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল বলেছেন, ‘দুর্নীতি দমন কমিশন (দুদক) আমার সম্পদ নিয়ে তদন্ত করছেন। এ কারণে অভিযোগ নিয়ে আমার কোনো মন্তব্য নেই।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঠিকাদার প্রিন্স মাহমুদ বলেন, বগুড়া শহরের মালতিনগর শান্তিবাগ এলাকায় ৮ শতাংশ জমির ওপর পাঁচ তলা বিল্ডিং। একই এলাকায় দোতলা বাড়ির মালিক স্ত্রী জেসমিন আরা ও আবু হেনা মোস্তফা কামাল। মালতিনগর শান্তিবাগ এলাকায় ২২ শতাংশ জমির ওপর গ্যারেজ। মালতিনগর ভূমি অফিসের দক্ষিণে দুই কোটি টাকা মূল্যের দোতলা বিল্ডিং যা তিনি সম্প্রতি কিনেছেন।
বগুড়া শহরতলির ভাটকান্দি মৌজায় ১৫ শতাংশ জমি, রাজশাহীর শালবাগান এলাকায় দোতলা বাড়ি ও দোতলা মার্কেট, পাবনার বেড়া উপজেলার আমিনপুরে এক বিঘা জমির ওপর ডুপ্লেক্স বাড়ি, ঢাকার মোহাম্মদপুর বাবর রোডে এবং কল্যাণপুরে দুটি ফ্ল্যাট, ঢাকার সাভার হেমায়েতপুরে মার্কেটসহ একটি বাড়ি। ঢাকার বসুন্ধরা ও বনশ্রীতে ফ্ল্যাট ও ফ্লোরের মালিক তিনি। বগুড়া শহরের জামিলনগর এলাকায় ৮ শতাংশের একটি প্লট রয়েছে তাঁর নামে।
প্রিন্স মাহমুদ আরও বলেন, ‘২০১৯ সালে আবু হেনা মোস্তফা কামালের দুর্নীতির প্রমাণসহ দুদকে অভিযোগ দিই। বর্তমানে অভিযোগটি দুদক বগুড়া অফিসের সহকারী পরিচালক নুরে আলম তদন্ত করছেন। গত দুই বছরেও দুদক তদন্ত শেষ করতে পারেনি।’
দুদকের সহকারী পরিচালক নুরে আলম বলেন, অভিযোগ গত এক বছর ধরে অনুসন্ধান করছি। এর আগে আরও দুজন কর্মকর্তা এক বছর অনুসন্ধান করেছেন। অনুসন্ধান চলমান রয়েছে।
দুদক সমন্বিত বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মনিরুজ্জামান বলেন, ‘আমাদের কাছে বিভিন্ন ধরনের মানুষ আসে। বিভিন্ন ধরনের সান্ত্বনা দিয়ে তাঁদের বিদায় করতে হয়। কারও কথায় তো আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে মামলা করব না। তাঁর অভিযোগ অনুসন্ধান পর্যায়ে রয়েছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে