নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সরকারের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে জটিল রোগের চিকিৎসার অনুদানের চেক পাওয়ার আগেই আটজন আবেদনকারীর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদ্রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়ে থাকে। উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে নির্দিষ্ট ফরমে এই অনুদানের জন্য আবেদন করতে হয়। পরবর্তী সময়ে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে আবেদন যাচাই-বাছাই করে জেলা কার্যালয়ে পাঠানো হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সৈয়দপুর উপজেলায় চলতি ২০২১-২০২২ইং অর্থ বছরে সরকারি অনুদান পেতে ২৯ জন আবেদন করেন। উপজেলা সমাজ সেবা কার্যালয় থেকে আবেদনগুলো যাচাই-বাছাই করে জেলা কার্যালয়ে পাঠানো হয়। এতে তাঁরা সরকারি অনুদান পাওয়ার উপযোগী হিসেবে সুপারিশ করা হয়।
গত ৮ মে নীলফামারী সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় থেকে সুপারিশপ্রাপ্তদের নামে ৫০ হাজার টাকা করে ২৯টি চেক ইস্যু করা হয়। কিন্তু ওই চেক পাওয়ার আগেই মারা যান আটজন। এঁদের একজন হচ্ছেন মোছা. আবেজা (৪৯)। তিনি নীলফামারীর সৈয়দপুর উপজেলার পশ্চিম বেলপুকুর মোল্লাপাড়ার প্রয়াত ছকি মামুদের স্ত্রী। তিনি স্তন ক্যানসারে আক্রান্ত ছিলেন।
মারা যাওয়া অন্যরা হলেন আব্দুল রহিম, মরিয়ম খাতুন, শ্রী জানকি রায়, মোছা. আলেফা বেগম, হালিমা খাতুন, মিরিজন বেওয়া ও রশিদুল ইসলাম।
আবেজার জামাতা সৈয়দপুর উপজেলার কাশিরাম ব্রহ্মত্তর গ্রামের টগর আলী বলেন, তাঁর শাশুড়ির চিকিৎসায় অনেক টাকাপয়সা ব্যয় হয়েছে। তারপরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এমনকি তিনি মারার যাওয়ার পর অর্থের অভাবে দাফন কাজের জন্য মানুষের কাছে সাহায্যের হাত বাড়াতে হয়। আবেদন করার পর যথাসময়ে সরকারি অনুদানের চেক পাওয়া গেলে হয়তো তাঁর শাশুড়িকে বাঁচানো যেত। তিনি জানান, তাঁর শাশুড়ির চিকিৎসায় অনেক ঋণ হয়েছে। এখন নমিনির নামে নতুন করে চেক ইস্যু করা না গেলে ওই ঋণ পরিশোধ করা সম্ভব হবে না।
আটজন আবেদনকারী সরকারি অনুদান না পেয়েই মারা গেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ। তিনি বলেন, যে সব আবেদনকারী চেক হস্তান্তরের আগেই মারা গেছেন, নতুন করে তাঁদের নমিনির নামে ইস্যুর জন্য এসব চেক জেলা কার্যালয়ে পাঠানো হবে।
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় সরকারের সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে জটিল রোগের চিকিৎসার অনুদানের চেক পাওয়ার আগেই আটজন আবেদনকারীর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, জন্মগত হৃদ্রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান দিয়ে থাকে। উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে নির্দিষ্ট ফরমে এই অনুদানের জন্য আবেদন করতে হয়। পরবর্তী সময়ে উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে আবেদন যাচাই-বাছাই করে জেলা কার্যালয়ে পাঠানো হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, সৈয়দপুর উপজেলায় চলতি ২০২১-২০২২ইং অর্থ বছরে সরকারি অনুদান পেতে ২৯ জন আবেদন করেন। উপজেলা সমাজ সেবা কার্যালয় থেকে আবেদনগুলো যাচাই-বাছাই করে জেলা কার্যালয়ে পাঠানো হয়। এতে তাঁরা সরকারি অনুদান পাওয়ার উপযোগী হিসেবে সুপারিশ করা হয়।
গত ৮ মে নীলফামারী সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয় থেকে সুপারিশপ্রাপ্তদের নামে ৫০ হাজার টাকা করে ২৯টি চেক ইস্যু করা হয়। কিন্তু ওই চেক পাওয়ার আগেই মারা যান আটজন। এঁদের একজন হচ্ছেন মোছা. আবেজা (৪৯)। তিনি নীলফামারীর সৈয়দপুর উপজেলার পশ্চিম বেলপুকুর মোল্লাপাড়ার প্রয়াত ছকি মামুদের স্ত্রী। তিনি স্তন ক্যানসারে আক্রান্ত ছিলেন।
মারা যাওয়া অন্যরা হলেন আব্দুল রহিম, মরিয়ম খাতুন, শ্রী জানকি রায়, মোছা. আলেফা বেগম, হালিমা খাতুন, মিরিজন বেওয়া ও রশিদুল ইসলাম।
আবেজার জামাতা সৈয়দপুর উপজেলার কাশিরাম ব্রহ্মত্তর গ্রামের টগর আলী বলেন, তাঁর শাশুড়ির চিকিৎসায় অনেক টাকাপয়সা ব্যয় হয়েছে। তারপরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। এমনকি তিনি মারার যাওয়ার পর অর্থের অভাবে দাফন কাজের জন্য মানুষের কাছে সাহায্যের হাত বাড়াতে হয়। আবেদন করার পর যথাসময়ে সরকারি অনুদানের চেক পাওয়া গেলে হয়তো তাঁর শাশুড়িকে বাঁচানো যেত। তিনি জানান, তাঁর শাশুড়ির চিকিৎসায় অনেক ঋণ হয়েছে। এখন নমিনির নামে নতুন করে চেক ইস্যু করা না গেলে ওই ঋণ পরিশোধ করা সম্ভব হবে না।
আটজন আবেদনকারী সরকারি অনুদান না পেয়েই মারা গেছেন বলে নিশ্চিত করেছেন উপজেলা সমাজসেবা অফিসার নুর মোহাম্মদ। তিনি বলেন, যে সব আবেদনকারী চেক হস্তান্তরের আগেই মারা গেছেন, নতুন করে তাঁদের নমিনির নামে ইস্যুর জন্য এসব চেক জেলা কার্যালয়ে পাঠানো হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে