খান রফিক, বরিশাল
বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রত্যেক ইউপিতে রয়েছেন আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী। দুই উপজেলার ৮টি ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র নিয়েছেন ৩০ জন। সাংসদ পঙ্কজ নাথের অনুসারী হওয়ায় বর্তমান ইউপি চেয়ারম্যানরা দলীয় মনোনয়ন পাননি। গতবারও বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোট করে চেয়ারম্যান হন তাঁরা। এবারও দলীয় মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহীরা এখন নৌকার গলার কাঁটায় পরিণত হয়েছেন।
বিদ্রোহীদের অভিযোগ—যোগ্য প্রার্থীরা স্থানীয় নেতাদের কারণে বঞ্চিত হয়েছেন। তবে স্থানীয় সাংসদ পঙ্কজ নাথের ইশারায় তাঁরা নৌকার বিদ্রোহী প্রার্থী হয়েছেন বলে দাবি আওয়ামী লীগের নেতাদের।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ১৫ জুন হিজলা ও মেহেন্দীগঞ্জের ৮ ইউপিতে ভোট। এ নির্বাচনে বিএনপির প্রার্থীরা ভোটের মাঠে নেই। এতে একচেটিয়া আওয়ামী লীগের নেতারা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। অবশ্য প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অপর দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশও বিভিন্ন ইউপিতে চেয়ারম্যান প্রার্থী দিয়েছে।
মেহেন্দীগঞ্জ রিটার্নিং কর্মকর্তা জহিরুল ইসলাম গতকাল শনিবার বলেন, ‘এ উপজেলার ৬টি ইউপির মধ্যে জয়নগরে চেয়ারম্যান প্রার্থী ৮, আন্ধারমানিকে ৩, গোবিন্দপুরে ৩, লতা ইউপিতে ৪, বিদ্যানন্দপুরে ২, চর একচেটিয়া ইউপিতে ৩ জন করে চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।’
হিজলা রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউপিতে চেয়ারম্যান প্রার্থী চারজন ও ধুলখোলা ইউপিতে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।’
জানা গেছে, মেহেন্দীগঞ্জে ছয় ইউপির মধ্যে জয়নগরে সর্বোচ্চ আটজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখানে নৌকার প্রার্থী হলেন সেকেন্দার আলী আবু জাফর। তবে সদ্য সাবেক চেয়ারম্যান মনির হোসেন হাওলাদারও প্রার্থী হয়েছেন।
গোবিন্দপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম বেলাল মোল্লা। এই ইউপির সদ্য সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মহিউদ্দিন তালুকদার মনোনয়নপত্র তুলেছেন। স্থানীয় সংসদ পঙ্কজ নাথের অনুসারী মহিউদ্দিন। তিনি জানান, নৌকার প্রার্থী বেলাল হত্যা মামলার আসামি। এই ইউপির জনগণ তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এলাকাবাসী আমাকে আবারও চেয়ারম্যান দেখতে চান।’
জবাবে নৌকার প্রার্থী আমিরুল ইসলাম বেলাল মোল্লা বলেন, ‘আমার বিরুদ্ধে যে মামলা রয়েছে, তা ষড়যন্ত্রমূলক। সাংসদ পঙ্কজ নাথের নির্দেশে তাঁর লোকজন ওই মামলা করেন।’
বিদ্যানন্দপুর ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জব্বার খান। এ ইউনিয়নেও সাংসদ পঙ্কজের অনুসারী সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল মিয়া। দলীয় মনোনয়ন না পেয়ে ভোটে লড়তে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
আন্ধারমানিক ইউনিয়নে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন কবিরাজ। এ ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান সাংসদের অনুসারী কাজী শহিদুল ইসলাম। তিনিও এবার দলীয় মনোনয়ন পাননি।
কাজীর হাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মিয়া বলেন, ‘যাঁরা গত নির্বাচনে বিদ্রোহী ছিলেন, এবারও বিদ্রোহী তাঁরা। তাঁরা মনোনয়ন না পেয়ে সাংসদ পঙ্কজের সমর্থনে প্রার্থী হচ্ছেন।’
এদিকে হিজলার ধুলখোলা ইউনিয়নে নৌকার প্রার্থী জসীম উদ্দীন। তবে গতবারের বিদ্রোহী প্রার্থী ও দলের বহিষ্কৃত ত্রাণবিষয়ক সম্পাদক জামাল ঢালী এবারও ভোটের মাঠে থাকতে মনোনয়নপত্র কিনেছেন। তিনি বলেন, ‘আমার ভাই-ভাগনের খুনিদের ভোটের মাধ্যমে পরাজিত করে প্রতিশোধ নিতে এবারও প্রার্থী হয়েছি।’
বরিশাল-৪ আসনে সাংসদ পঙ্কজ নাথবিরোধী গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনুসুর আহমেদ। তিনি জানান, নৌকা প্রতীকের বিরুদ্ধে দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
নৌকার মনোনীত প্রার্থী মেহেন্দীগঞ্জের ছয়জন অ্যাডভোকেট মুনসুর আহমেদ ও হিজলার দুজন সাংসদের অনুসারী।
বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রত্যেক ইউপিতে রয়েছেন আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী। দুই উপজেলার ৮টি ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র নিয়েছেন ৩০ জন। সাংসদ পঙ্কজ নাথের অনুসারী হওয়ায় বর্তমান ইউপি চেয়ারম্যানরা দলীয় মনোনয়ন পাননি। গতবারও বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোট করে চেয়ারম্যান হন তাঁরা। এবারও দলীয় মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহীরা এখন নৌকার গলার কাঁটায় পরিণত হয়েছেন।
বিদ্রোহীদের অভিযোগ—যোগ্য প্রার্থীরা স্থানীয় নেতাদের কারণে বঞ্চিত হয়েছেন। তবে স্থানীয় সাংসদ পঙ্কজ নাথের ইশারায় তাঁরা নৌকার বিদ্রোহী প্রার্থী হয়েছেন বলে দাবি আওয়ামী লীগের নেতাদের।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আগামী ১৫ জুন হিজলা ও মেহেন্দীগঞ্জের ৮ ইউপিতে ভোট। এ নির্বাচনে বিএনপির প্রার্থীরা ভোটের মাঠে নেই। এতে একচেটিয়া আওয়ামী লীগের নেতারা চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। অবশ্য প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক বিদ্রোহী প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অপর দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশও বিভিন্ন ইউপিতে চেয়ারম্যান প্রার্থী দিয়েছে।
মেহেন্দীগঞ্জ রিটার্নিং কর্মকর্তা জহিরুল ইসলাম গতকাল শনিবার বলেন, ‘এ উপজেলার ৬টি ইউপির মধ্যে জয়নগরে চেয়ারম্যান প্রার্থী ৮, আন্ধারমানিকে ৩, গোবিন্দপুরে ৩, লতা ইউপিতে ৪, বিদ্যানন্দপুরে ২, চর একচেটিয়া ইউপিতে ৩ জন করে চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।’
হিজলা রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ‘হিজলা উপজেলার হিজলা-গৌরবদী ইউপিতে চেয়ারম্যান প্রার্থী চারজন ও ধুলখোলা ইউপিতে তিনজন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।’
জানা গেছে, মেহেন্দীগঞ্জে ছয় ইউপির মধ্যে জয়নগরে সর্বোচ্চ আটজন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখানে নৌকার প্রার্থী হলেন সেকেন্দার আলী আবু জাফর। তবে সদ্য সাবেক চেয়ারম্যান মনির হোসেন হাওলাদারও প্রার্থী হয়েছেন।
গোবিন্দপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম বেলাল মোল্লা। এই ইউপির সদ্য সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মহিউদ্দিন তালুকদার মনোনয়নপত্র তুলেছেন। স্থানীয় সংসদ পঙ্কজ নাথের অনুসারী মহিউদ্দিন। তিনি জানান, নৌকার প্রার্থী বেলাল হত্যা মামলার আসামি। এই ইউপির জনগণ তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এলাকাবাসী আমাকে আবারও চেয়ারম্যান দেখতে চান।’
জবাবে নৌকার প্রার্থী আমিরুল ইসলাম বেলাল মোল্লা বলেন, ‘আমার বিরুদ্ধে যে মামলা রয়েছে, তা ষড়যন্ত্রমূলক। সাংসদ পঙ্কজ নাথের নির্দেশে তাঁর লোকজন ওই মামলা করেন।’
বিদ্যানন্দপুর ইউপিতে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জব্বার খান। এ ইউনিয়নেও সাংসদ পঙ্কজের অনুসারী সদ্য সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল মিয়া। দলীয় মনোনয়ন না পেয়ে ভোটে লড়তে বিদ্রোহী প্রার্থী হয়েছেন।
আন্ধারমানিক ইউনিয়নে নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলাউদ্দিন কবিরাজ। এ ইউনিয়নের সদ্য সাবেক চেয়ারম্যান সাংসদের অনুসারী কাজী শহিদুল ইসলাম। তিনিও এবার দলীয় মনোনয়ন পাননি।
কাজীর হাট থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মিয়া বলেন, ‘যাঁরা গত নির্বাচনে বিদ্রোহী ছিলেন, এবারও বিদ্রোহী তাঁরা। তাঁরা মনোনয়ন না পেয়ে সাংসদ পঙ্কজের সমর্থনে প্রার্থী হচ্ছেন।’
এদিকে হিজলার ধুলখোলা ইউনিয়নে নৌকার প্রার্থী জসীম উদ্দীন। তবে গতবারের বিদ্রোহী প্রার্থী ও দলের বহিষ্কৃত ত্রাণবিষয়ক সম্পাদক জামাল ঢালী এবারও ভোটের মাঠে থাকতে মনোনয়নপত্র কিনেছেন। তিনি বলেন, ‘আমার ভাই-ভাগনের খুনিদের ভোটের মাধ্যমে পরাজিত করে প্রতিশোধ নিতে এবারও প্রার্থী হয়েছি।’
বরিশাল-৪ আসনে সাংসদ পঙ্কজ নাথবিরোধী গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনুসুর আহমেদ। তিনি জানান, নৌকা প্রতীকের বিরুদ্ধে দলের কেউ স্বতন্ত্র প্রার্থী হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
নৌকার মনোনীত প্রার্থী মেহেন্দীগঞ্জের ছয়জন অ্যাডভোকেট মুনসুর আহমেদ ও হিজলার দুজন সাংসদের অনুসারী।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে