বেতন বৃদ্ধির দাবিতে ভূমি অফিসে কালো ব্যাজ ধারণ

রামু (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২২, ০৮: ৪৭

কক্সবাজারের রামুর সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি পালন করছেন। ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপসহকারী কর্মকর্তাদের উন্নীত বেতনস্কেল স্থগিতাদেশ প্রত্যাহার, বকেয়া বেতন-ভাতা পরিশোধ, জনবল বৃদ্ধি ও পদোন্নতিসহ আরও কয়েকটি দাবিতে এই কর্মসূচি পালন করছেন তাঁরা। গতকাল সোমবার শুরু হওয়া কর্মসূচি আগামী বৃহস্পতিবার পর্যন্ত পালন করবেন তাঁরা।

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কর্মসূচির আওতায় রামুতে এই কর্মসূচি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা।

গতকাল ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে দেখা গেছে, অন্যদিনের মতো কর্মকর্তা-কর্মচারীরা স্বাভাবিক নিয়মে সেবা প্রদান করছেন। কিন্তু কালো ব্যাজ পরেছেন তাঁরা।

অফিস সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত পরিবর্তন না হলে তাঁরা নির্ধারিত সময় পর্যন্ত এ কর্মসূচি পালন করবেন। তবে এ ব্যাপারে রামু সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের কেউ গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত