তারাগঞ্জ ও গঙ্গাচড়া প্রতিনিধি
মাথার ওপরে কাঠফাটা রোদ। ঘর্মাক্ত শরীরে সারিতে দাঁড়ানো মধ্যবয়সী নারী-পুরুষের ভিড়। তবে সারির শুরুতে পৌঁছে ফ্যামিলি কার্ড দেখিয়ে যখন পণ্য পাচ্ছেন, তখন ঘাম মুছে স্বস্তির হাসিতে ফিরছেন ঘরে।
গতকাল রোববার ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রিতে এমন চিত্র দেখা গেছে। দুপুর ১২টায় গঙ্গাচড়া উপজেলার চান্দামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ গিয়ে দেখা যায়, মাঠে সারি করে দাঁড়িয়েছেন লোকজন। কার্ড ইস্যুর পর ক্রমান্বয়ে ট্রাকের দিকে যাচ্ছেন তাঁরা। সেখানে কার্ড দেখে দেওয়া হচ্ছে তেল, ডাল ও চিনি।
কথা হয় সারিতে দাঁড়িয়ে থাকা সিটমহল গ্রামের গৃহবধূ আকলিমা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘তেল না পাবার কোনো ভয় নাই। হামার কার্ড আছে। রইদোত পুড়লেও তেল, চিনি, ডাল পামো। আগোত তিন দিন ঘুরি এক দিন সরকারি কম টাকার মাল পাছনো। এ্যালা সেই দিন শ্যাষ। খালি হাতে আর ঘুরি যাবার নাগবে না।’
বেলা ১টায় টিসিবির পণ্য নিতে বেতগাড়ী বাজারের মাঠে আসেন আঞ্জুর মোড় এলাকার মৌসুমী আক্তার। আজ তাঁকে বেগ পেতে হয়নি। কার্ড থাকায় সহজেই পণ্য কিনতে পেরেছেন। মৌসুমী বলেন, ‘কার্ডের বুদ্ধি কোনা যায় বেরকাইছে তাক ধন্যবাদ দেং। কার্ড না থাকলে এতোখান এটে মালের জন্য হিরাহিরি-মারামারি নাগিল হয়। কার্ড দেওছি, মাল নেওছি। কোনো ঝামেলা নাই। ডিলারও আর মুখ দেখি তেল, ডাল, চিনি বেচপার পাওছে না।’
ওই স্থানে পণ্য বিক্রি করা ডিলার আক্তারুজ্জামান বলেন, ‘আগে পণ্য শেষ হয়ে যাবে, পাবেন না-এমন ভয়ে ক্রেতারা ট্রাকের ওপর হুমড়ি খেয়ে পড়তেন। কিন্তু আজ সেই দিনের অবসান ঘটেছে। কার্ড থাকলে পণ্য পাবেন, না থাকলে পাবেন না। এটা সবাই বুঝে গেছেন। এখানে খুব কম লোকই কার্ড ছাড়া এসেছেন। কার্ডধারীরা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে পণ্য ক্রয় করছেন।’
বেলা ২টায় রংপুর সিটি করপোরেশনের রাধাবল্লভ পাসপোর্ট অফিসের সামনে কথা হয় এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুমের সঙ্গে। তিনি জানান, আগে পণ্য নেওয়ার জন্য সকালে এসে বসে থাকতেন। সরবরাহের তুলনায় অধিক লোক আসায় অপেক্ষার পর অনেকে ফেরত যেতেন। পণ্য না পেয়ে অনেকে মারামারিও করতেন। কিন্তু এখন তা হচ্ছে না। সরকার কার্ড করে দিয়েছেন। সেই অনুযায়ী পণ্য বিক্রি করা হচ্ছে। এতে অনেক ঝক্কি-ঝামেলা কমেছে।
আসন্ন রমজান মাস উপলক্ষে বাজার মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে সরকার সারা দেশে ভর্তুকি মূল্যে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রয় শুরু করেছে। নিম্ন আয়ের পরিবারগুলোকে এর আওতায় আনতে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের সহায়তায় তালিকা তৈরি করা হয়েছে। তালিকা অনুযায়ী পণ্য বিক্রির আগেই উপকারভোগীদের ফ্যামিলি কার্ড সরবরাহ করা হয়েছে। বিক্রির স্থান ও সময় পণ্য বিক্রির আগের দিন মাইকিংয়ের মাধ্যমে জানানো হচ্ছে।
মাথার ওপরে কাঠফাটা রোদ। ঘর্মাক্ত শরীরে সারিতে দাঁড়ানো মধ্যবয়সী নারী-পুরুষের ভিড়। তবে সারির শুরুতে পৌঁছে ফ্যামিলি কার্ড দেখিয়ে যখন পণ্য পাচ্ছেন, তখন ঘাম মুছে স্বস্তির হাসিতে ফিরছেন ঘরে।
গতকাল রোববার ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রিতে এমন চিত্র দেখা গেছে। দুপুর ১২টায় গঙ্গাচড়া উপজেলার চান্দামারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ গিয়ে দেখা যায়, মাঠে সারি করে দাঁড়িয়েছেন লোকজন। কার্ড ইস্যুর পর ক্রমান্বয়ে ট্রাকের দিকে যাচ্ছেন তাঁরা। সেখানে কার্ড দেখে দেওয়া হচ্ছে তেল, ডাল ও চিনি।
কথা হয় সারিতে দাঁড়িয়ে থাকা সিটমহল গ্রামের গৃহবধূ আকলিমা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘তেল না পাবার কোনো ভয় নাই। হামার কার্ড আছে। রইদোত পুড়লেও তেল, চিনি, ডাল পামো। আগোত তিন দিন ঘুরি এক দিন সরকারি কম টাকার মাল পাছনো। এ্যালা সেই দিন শ্যাষ। খালি হাতে আর ঘুরি যাবার নাগবে না।’
বেলা ১টায় টিসিবির পণ্য নিতে বেতগাড়ী বাজারের মাঠে আসেন আঞ্জুর মোড় এলাকার মৌসুমী আক্তার। আজ তাঁকে বেগ পেতে হয়নি। কার্ড থাকায় সহজেই পণ্য কিনতে পেরেছেন। মৌসুমী বলেন, ‘কার্ডের বুদ্ধি কোনা যায় বেরকাইছে তাক ধন্যবাদ দেং। কার্ড না থাকলে এতোখান এটে মালের জন্য হিরাহিরি-মারামারি নাগিল হয়। কার্ড দেওছি, মাল নেওছি। কোনো ঝামেলা নাই। ডিলারও আর মুখ দেখি তেল, ডাল, চিনি বেচপার পাওছে না।’
ওই স্থানে পণ্য বিক্রি করা ডিলার আক্তারুজ্জামান বলেন, ‘আগে পণ্য শেষ হয়ে যাবে, পাবেন না-এমন ভয়ে ক্রেতারা ট্রাকের ওপর হুমড়ি খেয়ে পড়তেন। কিন্তু আজ সেই দিনের অবসান ঘটেছে। কার্ড থাকলে পণ্য পাবেন, না থাকলে পাবেন না। এটা সবাই বুঝে গেছেন। এখানে খুব কম লোকই কার্ড ছাড়া এসেছেন। কার্ডধারীরা লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে পণ্য ক্রয় করছেন।’
বেলা ২টায় রংপুর সিটি করপোরেশনের রাধাবল্লভ পাসপোর্ট অফিসের সামনে কথা হয় এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুমের সঙ্গে। তিনি জানান, আগে পণ্য নেওয়ার জন্য সকালে এসে বসে থাকতেন। সরবরাহের তুলনায় অধিক লোক আসায় অপেক্ষার পর অনেকে ফেরত যেতেন। পণ্য না পেয়ে অনেকে মারামারিও করতেন। কিন্তু এখন তা হচ্ছে না। সরকার কার্ড করে দিয়েছেন। সেই অনুযায়ী পণ্য বিক্রি করা হচ্ছে। এতে অনেক ঝক্কি-ঝামেলা কমেছে।
আসন্ন রমজান মাস উপলক্ষে বাজার মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে সরকার সারা দেশে ভর্তুকি মূল্যে টিসিবির মাধ্যমে পণ্য বিক্রয় শুরু করেছে। নিম্ন আয়ের পরিবারগুলোকে এর আওতায় আনতে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার ও ইউনিয়ন পর্যায়ে জনপ্রতিনিধিদের সহায়তায় তালিকা তৈরি করা হয়েছে। তালিকা অনুযায়ী পণ্য বিক্রির আগেই উপকারভোগীদের ফ্যামিলি কার্ড সরবরাহ করা হয়েছে। বিক্রির স্থান ও সময় পণ্য বিক্রির আগের দিন মাইকিংয়ের মাধ্যমে জানানো হচ্ছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে