হিমেল চাকমা, রাঙামাটি
রাঙামাটি মেডিকেল কলেজে নিরাপত্তাকর্মী নিয়োগে ঠিকাদারি প্রতিষ্ঠানের দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে রাঙামাটি জেনারেল হাসপাতাল-সংলগ্ন মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। জেলা যুবলীগ নেতার ছোট ভাই শাহ এমরান রিপনের বিরুদ্ধে এই ছিনতাইয়ের অভিযোগ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কোতোয়ালি থানা-পুলিশ। তবে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলেছে, ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শাহ এমরান রিপনের নেতৃত্বে ১৫-২০ জন যুবক দরপত্র ছিনতাই করেছেন বলে অভিযোগ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযুক্ত রিপন জেলা যুবলীগ নেতা শাহ এমরান রোকনের ছোট ভাই।
মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, কলেজে অস্থায়ী ভিত্তিতে ‘নিরাপত্তা সেবাকর্মী সংগ্রহ ক্যাটাগরি-৫’ এর দরপত্র আহ্বান করা হয়েছিল। এতে ২২ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। গতকাল সোমবার দুপুর ১২টা পর্যন্ত এর দরপত্র জমাদানের শেষ সময় ছিল। এর মধ্যেই দরপত্র ছিনতাইয়ের অভিযোগ দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান রাজদ্বীপ ট্রেড সার্ভিসেস লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জয়ন্ত লাল চাকমা বলেন, ‘সকাল ৮টায় দেড় লাখ টাকার পে-অর্ডার সংযুক্ত করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জেলা আওয়ামী লীগের সদস্য মিন্টু মারমা, সাবেক ছাত্রলীগ নেতা বরুন নেওয়ারকে সঙ্গে নিয়ে দরপত্র জমা দিতে মেডিকেল কলেজে যাই। কলেজে ঢুকতেই যুবলীগ নেতা শাহ এমরান রোকনের ছোট ভাই শাহ এমরান রিপন ১৫-২০ জন যুবক নিয়ে আমাদের গতিরোধ করেন। পরে দরপত্র প্যাকেটটি ছিনিয়ে নেন।’
জয়ন্ত লাল চাকমা বলেন, ‘আমরা দরপত্র জমা দিতে পারিনি। ঘটনার পরই ৯৯৯ নম্বরে অভিযোগ দিই। পরে এ বিষয়ে থানায় অভিযোগ করি। এরপর মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে দরপত্র প্রক্রিয়া বন্ধ রাখতে লিখিত অভিযোগ দিয়েছি।’
এদিকে খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সাগর বড়ুয়া মেডিকেল কলেজে যান। সকাল ১০টার দিকে যুবলীগ নেতা শাহ এমরান রোকনকে মেডিকেল কলেজেই দেখা যায়। কলেজের তিনতলায় উঠে দরপত্র জমাদানের সর্বশেষ অবস্থা জানতে চাইছিলেন রোকন। এক প্রশ্নের জবাবে তিনি কলেজে দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেনি বলে পুলিশকে জানান।
মেডিকেল কলেজে উপস্থিত হওয়ার বিষয়ে গতকাল সকালে যুবলীগ নেতা রোকন আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে মেডিকেল কলেজে তাঁর কাজ চলছে। তবে কলেজে দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেনি।
মেডিকেল কলেজের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, ‘দরপত্র পদ্ধতি এমন যে, যেকোনো ঠিকাদারি প্রতিষ্ঠান এ প্রক্রিয়ায় অংশ নিতে পারে না। এতে অংশ নিতে হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে শ্রম মন্ত্রণালয় থেকে লাইসেন্স নিতে হয়। রাঙামাটির একমাত্র রাজদ্বীপ ট্রেড সার্ভিসেসের এটি আছে। মূলত রাজদ্বীপকে কাজ পাওয়া থেকে বিরত রাখার জন্য এ কাজ করা হয়েছে।’
এসআই সাগর বড়ুয়া বলেন, ‘আমরা কলেজের ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ দেখেছি। সেখানে দেখা গেছে, ১৫-১৬ জনের একদল যুবক জয়ন্ত লালের কাছ থেকে দরপত্র কেড়ে নিয়েছে। অভিযোগের সত্যতা পেয়েছি।’
সিসিটিভির ফুটেজে দেখা যায়, গতকাল সকালে শাহ এমরান রিপন ১৫-২০ জন যুবক নিয়ে মেডিকেল কলেজ প্রাঙ্গণে অবস্থান নেন। সকাল ৮টা ১০ মিনিটে জয়ন্ত লাল ও মিন্টু মারমা দুটি মোটরসাইকেল নিয়ে মেডিকেল কলেজ এলাকায় আসেন। তাঁরা ফটকে প্রবেশ করা মাত্র হাতের ইশারায় সহযোগীদের মোটরসাইকেলগুলোকে আক্রমণের নির্দেশ দেন রিপন।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত শাহ এমরান রিপনের সঙ্গে একাধিকবার তাঁর মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে শাহ এমরান রোকন বলেন, ‘জয়ন্ত লাল চাকমা যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। মূলত আমাদের পরিবারের সুনাম নষ্ট করতে এই ষড়যন্ত্র করা হচ্ছে।’
রোকন বলেন, ‘আমি দীর্ঘদিন সুনামের সঙ্গে জেলা ছাত্রলীগের রাজনীতি করেছি। আমরা আওয়ামী লীগ পরিবারের সন্তান। সামনে জেলা আওয়ামী লীগের নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ আমার পরিবারের সুনাম নষ্ট করে দিতে ষড়যন্ত্র করছে।’
রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রীতি প্রসূন বড়ুয়া বলেন, ‘ঘটনাটি কলেজের ভেতর হয়নি। তবে তদন্তে এ ধরনের ঘটনার সত্যতা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
রাঙামাটি মেডিকেল কলেজে নিরাপত্তাকর্মী নিয়োগে ঠিকাদারি প্রতিষ্ঠানের দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল ৮টার দিকে রাঙামাটি জেনারেল হাসপাতাল-সংলগ্ন মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। জেলা যুবলীগ নেতার ছোট ভাই শাহ এমরান রিপনের বিরুদ্ধে এই ছিনতাইয়ের অভিযোগ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কোতোয়ালি থানা-পুলিশ। তবে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলেছে, ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শাহ এমরান রিপনের নেতৃত্বে ১৫-২০ জন যুবক দরপত্র ছিনতাই করেছেন বলে অভিযোগ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযুক্ত রিপন জেলা যুবলীগ নেতা শাহ এমরান রোকনের ছোট ভাই।
মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, কলেজে অস্থায়ী ভিত্তিতে ‘নিরাপত্তা সেবাকর্মী সংগ্রহ ক্যাটাগরি-৫’ এর দরপত্র আহ্বান করা হয়েছিল। এতে ২২ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। গতকাল সোমবার দুপুর ১২টা পর্যন্ত এর দরপত্র জমাদানের শেষ সময় ছিল। এর মধ্যেই দরপত্র ছিনতাইয়ের অভিযোগ দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান রাজদ্বীপ ট্রেড সার্ভিসেস লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জয়ন্ত লাল চাকমা বলেন, ‘সকাল ৮টায় দেড় লাখ টাকার পে-অর্ডার সংযুক্ত করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জেলা আওয়ামী লীগের সদস্য মিন্টু মারমা, সাবেক ছাত্রলীগ নেতা বরুন নেওয়ারকে সঙ্গে নিয়ে দরপত্র জমা দিতে মেডিকেল কলেজে যাই। কলেজে ঢুকতেই যুবলীগ নেতা শাহ এমরান রোকনের ছোট ভাই শাহ এমরান রিপন ১৫-২০ জন যুবক নিয়ে আমাদের গতিরোধ করেন। পরে দরপত্র প্যাকেটটি ছিনিয়ে নেন।’
জয়ন্ত লাল চাকমা বলেন, ‘আমরা দরপত্র জমা দিতে পারিনি। ঘটনার পরই ৯৯৯ নম্বরে অভিযোগ দিই। পরে এ বিষয়ে থানায় অভিযোগ করি। এরপর মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে দরপত্র প্রক্রিয়া বন্ধ রাখতে লিখিত অভিযোগ দিয়েছি।’
এদিকে খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) সাগর বড়ুয়া মেডিকেল কলেজে যান। সকাল ১০টার দিকে যুবলীগ নেতা শাহ এমরান রোকনকে মেডিকেল কলেজেই দেখা যায়। কলেজের তিনতলায় উঠে দরপত্র জমাদানের সর্বশেষ অবস্থা জানতে চাইছিলেন রোকন। এক প্রশ্নের জবাবে তিনি কলেজে দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেনি বলে পুলিশকে জানান।
মেডিকেল কলেজে উপস্থিত হওয়ার বিষয়ে গতকাল সকালে যুবলীগ নেতা রোকন আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে মেডিকেল কলেজে তাঁর কাজ চলছে। তবে কলেজে দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেনি।
মেডিকেল কলেজের এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, ‘দরপত্র পদ্ধতি এমন যে, যেকোনো ঠিকাদারি প্রতিষ্ঠান এ প্রক্রিয়ায় অংশ নিতে পারে না। এতে অংশ নিতে হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে শ্রম মন্ত্রণালয় থেকে লাইসেন্স নিতে হয়। রাঙামাটির একমাত্র রাজদ্বীপ ট্রেড সার্ভিসেসের এটি আছে। মূলত রাজদ্বীপকে কাজ পাওয়া থেকে বিরত রাখার জন্য এ কাজ করা হয়েছে।’
এসআই সাগর বড়ুয়া বলেন, ‘আমরা কলেজের ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ দেখেছি। সেখানে দেখা গেছে, ১৫-১৬ জনের একদল যুবক জয়ন্ত লালের কাছ থেকে দরপত্র কেড়ে নিয়েছে। অভিযোগের সত্যতা পেয়েছি।’
সিসিটিভির ফুটেজে দেখা যায়, গতকাল সকালে শাহ এমরান রিপন ১৫-২০ জন যুবক নিয়ে মেডিকেল কলেজ প্রাঙ্গণে অবস্থান নেন। সকাল ৮টা ১০ মিনিটে জয়ন্ত লাল ও মিন্টু মারমা দুটি মোটরসাইকেল নিয়ে মেডিকেল কলেজ এলাকায় আসেন। তাঁরা ফটকে প্রবেশ করা মাত্র হাতের ইশারায় সহযোগীদের মোটরসাইকেলগুলোকে আক্রমণের নির্দেশ দেন রিপন।
এ ব্যাপারে জানতে অভিযুক্ত শাহ এমরান রিপনের সঙ্গে একাধিকবার তাঁর মোবাইল ফোনে কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে শাহ এমরান রোকন বলেন, ‘জয়ন্ত লাল চাকমা যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। মূলত আমাদের পরিবারের সুনাম নষ্ট করতে এই ষড়যন্ত্র করা হচ্ছে।’
রোকন বলেন, ‘আমি দীর্ঘদিন সুনামের সঙ্গে জেলা ছাত্রলীগের রাজনীতি করেছি। আমরা আওয়ামী লীগ পরিবারের সন্তান। সামনে জেলা আওয়ামী লীগের নির্বাচন। এ নির্বাচনকে কেন্দ্র করে একটি পক্ষ আমার পরিবারের সুনাম নষ্ট করে দিতে ষড়যন্ত্র করছে।’
রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রীতি প্রসূন বড়ুয়া বলেন, ‘ঘটনাটি কলেজের ভেতর হয়নি। তবে তদন্তে এ ধরনের ঘটনার সত্যতা থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে