কাশফিয়া আলম ঝিলিক, ঢাকা
ছুটির দিনে বইমেলা। বিপুল লোকসমাগম, প্রচণ্ড ভিড়।
শাহবাগ মোড় থেকে জাতীয় জাদুঘরের সামনের ফুটপাত ধরে হাঁটছি বইমেলার দিকে। পাশের রাস্তার দিকে চোখ বুলিয়ে নিলাম। রিকশা আর গাড়ির প্রচণ্ড ভিড়। এই ভিড় বইমেলার দিকে এগিয়ে যাচ্ছে পেটমোটা অজগরের গতিতে। ঘড়িতে বেলা তিনটা। ফাল্গুনের এ সময় রাস্তায় দাঁড়িয়েও ঘুম পায়। তাই চা খেয়ে ঘুম দূর করে বইমেলায় যাব বলে সিদ্ধান্ত নিলাম। ওয়ান টাইম চায়ের কাপ হাতে ফুটপাতে বসা বইয়ের দোকানগুলোর দিকে পা বাড়াই।
সাদা চুল-দাড়িওয়ালা এক বই বিক্রেতা বসে আছেন। দূর থেকেই বোঝা গেল, ক্রেতার সঙ্গে দরদাম চালাচ্ছেন তিনি। মূল দাম থেকে ১০০ টাকা কমে রফা হলো অবশেষে। বোঝা গেল, দাড়ি-গোঁফের আড়ালে থাকা ঠোঁটে হাসি ফুটেছে বিক্রেতার। ক্রেতার প্রস্থানের পর ঘাড়ের গামছা নামিয়ে বইয়ের ধুলো ঝাড়ায় মন দিলেন তিনি।
সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের সামনের ফুটপাতের এই বই বিক্রেতার নাম হাবিবুর রহমান। ফুটপাতে প্রায় ২৬ বছর ধরে বই বিক্রি করছেন তিনি। তবে তাঁর বই বিক্রির অভিজ্ঞতা ৩৮ বছরের। ২৬ বছরে শাহবাগের অনেক বইপ্রেমী পথচারী, পাঠক আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘হাবিব চাচা’ হয়ে উঠেছেন তিনি। হাবিবুর রহমান নরসিংদী থেকে ঢাকায় এসেছিলেন প্রায় ৪০ বছর আগে। জীবিকার তাগিদে চালের ব্যবসা করতেন একসময়। কথায় কথায় জানালেন, বই পড়তে নিজেরই ভালো লাগে তাঁর। একটা সময় খুব টানাপোড়েনের সংসারে বই কেনার সামর্থ্য ছিল না। তারপর ধীরে ধীরে টাকা জমিয়ে বইয়ের ব্যবসা শুরু করেন।
বই বিক্রির ফাঁকে বসে বসে বই পড়েন হাবিবুর রহমান। ইতিহাসধর্মী বই পড়তে ভালোবাসেন। সকাল ১০টায় দোকান খুলে বন্ধ করেন রাত ১০টায়।
যাত্রাবাড়ীতে পরিবারের ১২ জন সদস্যের সঙ্গে থাকেন হাবিবুর রহমান। স্ত্রী, ছেলে, ছেলেবউ, নাতি-নাতনি নিয়ে এই সংসার। নীলক্ষেত ও বাংলাবাজার থেকে বই কেনেন তিনি। কিছু বই অনেকে দিয়েও যান। হাবিবুরের দোকান থেকে বেশি বিক্রি হয় বিখ্যাত মানুষদের জীবনী, ইংরেজি মোটিভেশনাল বই আর কিছু উপন্যাস। এ পি জে আবদুল কালামের ‘উইংস অব ফায়ার’, ‘টার্নিং পয়েন্ট’, ডা. রমেশ পোখরিয়ালের ‘স্বপ্ন যা ঘুমাতে দেয় না’সহ বেশ কয়েকটি ইংরেজি মোটিভেশনাল বই এবং বেশ কিছু উপন্যাস সাজানো রয়েছে তাঁর দোকানে। বইমেলার সামনের ফুটপাতের বেশির ভাগ দোকানে প্রায় একই ধরনের বই বিক্রি হয়।
এবার ভিড় ঠেলে সোহরাওয়ার্দী উদ্যানের গেটের নিরাপত্তাবেষ্টনী পার হয়ে ঢুকে পড়ি বইমেলায়। প্রতি শুক্র ও শনিবার শিশুদের জন্য বিশেষ আয়োজন থাকে। এ দুদিন মেলায় আসে হালুম, ইকরি, শিকু ও টুকটুকি। বাবা-মায়েদের সঙ্গে এসে এ দুই দিন বইমেলায় রাজত্ব করে শিশুরা। সিসিমপুরের এই আয়োজন তাদের দারুণ পছন্দের। তবে সংবাদকর্মী ও অভিভাবকদের এখানটায় আরেকটু সতর্ক হওয়া দরকার। তাদের চাপে শিশুরা কখনো কখনো অনুষ্ঠানটি উপভোগ করা থেকে বঞ্চিত হয়।
বইমেলার ভিড় ঠেলে বের হয়ে চারুকলার সামনের ফুটপাত ধরে শাহবাগের দিকে এগোচ্ছি, ফিরতি পথে। তখন সন্ধ্যা পেরিয়ে গেছে। হাবিবুর রহমানের সঙ্গে আবারও চোখাচোখি হলো। হাসলেন তিনি। মনে পড়ল, জীবনের পড়ন্ত বেলায় পৌঁছে যাওয়া এই বই বিক্রেতা কথার এক ফাঁকে বলছিলেন, ‘আমি চাই, সবাই বই পড়ুক।’
ছুটির দিনে বইমেলা। বিপুল লোকসমাগম, প্রচণ্ড ভিড়।
শাহবাগ মোড় থেকে জাতীয় জাদুঘরের সামনের ফুটপাত ধরে হাঁটছি বইমেলার দিকে। পাশের রাস্তার দিকে চোখ বুলিয়ে নিলাম। রিকশা আর গাড়ির প্রচণ্ড ভিড়। এই ভিড় বইমেলার দিকে এগিয়ে যাচ্ছে পেটমোটা অজগরের গতিতে। ঘড়িতে বেলা তিনটা। ফাল্গুনের এ সময় রাস্তায় দাঁড়িয়েও ঘুম পায়। তাই চা খেয়ে ঘুম দূর করে বইমেলায় যাব বলে সিদ্ধান্ত নিলাম। ওয়ান টাইম চায়ের কাপ হাতে ফুটপাতে বসা বইয়ের দোকানগুলোর দিকে পা বাড়াই।
সাদা চুল-দাড়িওয়ালা এক বই বিক্রেতা বসে আছেন। দূর থেকেই বোঝা গেল, ক্রেতার সঙ্গে দরদাম চালাচ্ছেন তিনি। মূল দাম থেকে ১০০ টাকা কমে রফা হলো অবশেষে। বোঝা গেল, দাড়ি-গোঁফের আড়ালে থাকা ঠোঁটে হাসি ফুটেছে বিক্রেতার। ক্রেতার প্রস্থানের পর ঘাড়ের গামছা নামিয়ে বইয়ের ধুলো ঝাড়ায় মন দিলেন তিনি।
সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের সামনের ফুটপাতের এই বই বিক্রেতার নাম হাবিবুর রহমান। ফুটপাতে প্রায় ২৬ বছর ধরে বই বিক্রি করছেন তিনি। তবে তাঁর বই বিক্রির অভিজ্ঞতা ৩৮ বছরের। ২৬ বছরে শাহবাগের অনেক বইপ্রেমী পথচারী, পাঠক আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘হাবিব চাচা’ হয়ে উঠেছেন তিনি। হাবিবুর রহমান নরসিংদী থেকে ঢাকায় এসেছিলেন প্রায় ৪০ বছর আগে। জীবিকার তাগিদে চালের ব্যবসা করতেন একসময়। কথায় কথায় জানালেন, বই পড়তে নিজেরই ভালো লাগে তাঁর। একটা সময় খুব টানাপোড়েনের সংসারে বই কেনার সামর্থ্য ছিল না। তারপর ধীরে ধীরে টাকা জমিয়ে বইয়ের ব্যবসা শুরু করেন।
বই বিক্রির ফাঁকে বসে বসে বই পড়েন হাবিবুর রহমান। ইতিহাসধর্মী বই পড়তে ভালোবাসেন। সকাল ১০টায় দোকান খুলে বন্ধ করেন রাত ১০টায়।
যাত্রাবাড়ীতে পরিবারের ১২ জন সদস্যের সঙ্গে থাকেন হাবিবুর রহমান। স্ত্রী, ছেলে, ছেলেবউ, নাতি-নাতনি নিয়ে এই সংসার। নীলক্ষেত ও বাংলাবাজার থেকে বই কেনেন তিনি। কিছু বই অনেকে দিয়েও যান। হাবিবুরের দোকান থেকে বেশি বিক্রি হয় বিখ্যাত মানুষদের জীবনী, ইংরেজি মোটিভেশনাল বই আর কিছু উপন্যাস। এ পি জে আবদুল কালামের ‘উইংস অব ফায়ার’, ‘টার্নিং পয়েন্ট’, ডা. রমেশ পোখরিয়ালের ‘স্বপ্ন যা ঘুমাতে দেয় না’সহ বেশ কয়েকটি ইংরেজি মোটিভেশনাল বই এবং বেশ কিছু উপন্যাস সাজানো রয়েছে তাঁর দোকানে। বইমেলার সামনের ফুটপাতের বেশির ভাগ দোকানে প্রায় একই ধরনের বই বিক্রি হয়।
এবার ভিড় ঠেলে সোহরাওয়ার্দী উদ্যানের গেটের নিরাপত্তাবেষ্টনী পার হয়ে ঢুকে পড়ি বইমেলায়। প্রতি শুক্র ও শনিবার শিশুদের জন্য বিশেষ আয়োজন থাকে। এ দুদিন মেলায় আসে হালুম, ইকরি, শিকু ও টুকটুকি। বাবা-মায়েদের সঙ্গে এসে এ দুই দিন বইমেলায় রাজত্ব করে শিশুরা। সিসিমপুরের এই আয়োজন তাদের দারুণ পছন্দের। তবে সংবাদকর্মী ও অভিভাবকদের এখানটায় আরেকটু সতর্ক হওয়া দরকার। তাদের চাপে শিশুরা কখনো কখনো অনুষ্ঠানটি উপভোগ করা থেকে বঞ্চিত হয়।
বইমেলার ভিড় ঠেলে বের হয়ে চারুকলার সামনের ফুটপাত ধরে শাহবাগের দিকে এগোচ্ছি, ফিরতি পথে। তখন সন্ধ্যা পেরিয়ে গেছে। হাবিবুর রহমানের সঙ্গে আবারও চোখাচোখি হলো। হাসলেন তিনি। মনে পড়ল, জীবনের পড়ন্ত বেলায় পৌঁছে যাওয়া এই বই বিক্রেতা কথার এক ফাঁকে বলছিলেন, ‘আমি চাই, সবাই বই পড়ুক।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে