ব্রাহ্মণবাড়িয়া ও নবীনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাঁদের। এরা হলেন খাগাতুয়া গ্রামের মো. লাল মিয়া, মো. জজ মিয়া ও নাসিমা বেগম।
এর আগে গত বৃহস্পতিবার রাতে মামলা করেন নিহতের ভাই মো. ইব্রাহিম নেওয়াজ। খাগাতুয়া গ্রামের কাজী সিরাজুল ইসলাম রউফ মিয়াকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪ ব্যক্তির বিরুদ্ধে নবীনগর থানায় এই মামলা করা হয়।
নিহত মাসুদ মিয়া খাগাতুয়া গ্রামের বাসিন্দা মৃত মঙ্গল মিয়ার ছেলে। মাসুদ উপজেলার রতনপুর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা মারুফের সমর্থক ছিলেন। নিহত মাসুদ মিয়ার লাশ ময়নাতদন্ত শেষে গতকাল বেলা ২টার দিকে তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে মাসুদ তাঁর ভাগনিকে চিকিৎসকের কাছে নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে খাগাতুয়া ভোরের বাজারের দিকে যান। পরে চা খাওয়ার সময় তিনটি সিএনজিচালিত অটোরিকশাযোগে এসে কয়েকজন নৌকার সমর্থক ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাসুদকে রক্তাক্ত করেন। পরে খাগাতুয়া পশ্চিমপাড়া কবরস্থান সংলগ্ন নৌকার নির্বাচনী ক্যাম্পের সামনে দ্বিতীয় দফায় কুপিয়ে তার হাত ও পায়ের রগ কেটে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে যায়।
পরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে বৃহস্পতিবার দুপুরে মাসুদ মিয়া মারা যান।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা মারুফ বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের লোকজন গত বুধবার রাতে মিটিং করে আমার কর্মী মাসুদের ওপর পরিকল্পিতভাবে এই হামলা চালিয়ে তাঁকে নৃশংসভাবে খুন করেছে।’
যদিও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ জাহিদ হাসান শাকিলের দাবি, মাসুদ মিয়া তাঁর দলীয় কর্মী।
নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান, মাসুদ মিয়াকে হত্যার ঘটনায় রাতেই মামলা হয়েছে। এজাহারনামীয় ১১ জন ও অজ্ঞাতনামা ৩ থেকে ৪ ব্যক্তি রয়েছে। এজাহারভুক্ত আসামি খাগাতুয়া গ্রামের মো. লাল মিয়া, মো. জজ মিয়া ও নাসিমাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাঁদের। এরা হলেন খাগাতুয়া গ্রামের মো. লাল মিয়া, মো. জজ মিয়া ও নাসিমা বেগম।
এর আগে গত বৃহস্পতিবার রাতে মামলা করেন নিহতের ভাই মো. ইব্রাহিম নেওয়াজ। খাগাতুয়া গ্রামের কাজী সিরাজুল ইসলাম রউফ মিয়াকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪ ব্যক্তির বিরুদ্ধে নবীনগর থানায় এই মামলা করা হয়।
নিহত মাসুদ মিয়া খাগাতুয়া গ্রামের বাসিন্দা মৃত মঙ্গল মিয়ার ছেলে। মাসুদ উপজেলার রতনপুর ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা মারুফের সমর্থক ছিলেন। নিহত মাসুদ মিয়ার লাশ ময়নাতদন্ত শেষে গতকাল বেলা ২টার দিকে তাঁর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
মামলার এজাহার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে মাসুদ তাঁর ভাগনিকে চিকিৎসকের কাছে নেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে খাগাতুয়া ভোরের বাজারের দিকে যান। পরে চা খাওয়ার সময় তিনটি সিএনজিচালিত অটোরিকশাযোগে এসে কয়েকজন নৌকার সমর্থক ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মাসুদকে রক্তাক্ত করেন। পরে খাগাতুয়া পশ্চিমপাড়া কবরস্থান সংলগ্ন নৌকার নির্বাচনী ক্যাম্পের সামনে দ্বিতীয় দফায় কুপিয়ে তার হাত ও পায়ের রগ কেটে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে যায়।
পরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। ঢাকা নেওয়ার পথে বৃহস্পতিবার দুপুরে মাসুদ মিয়া মারা যান।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা মারুফ বলেন, ‘আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষের লোকজন গত বুধবার রাতে মিটিং করে আমার কর্মী মাসুদের ওপর পরিকল্পিতভাবে এই হামলা চালিয়ে তাঁকে নৃশংসভাবে খুন করেছে।’
যদিও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সৈয়দ জাহিদ হাসান শাকিলের দাবি, মাসুদ মিয়া তাঁর দলীয় কর্মী।
নবীনগর থানার ওসি আমিনুর রশিদ জানান, মাসুদ মিয়াকে হত্যার ঘটনায় রাতেই মামলা হয়েছে। এজাহারনামীয় ১১ জন ও অজ্ঞাতনামা ৩ থেকে ৪ ব্যক্তি রয়েছে। এজাহারভুক্ত আসামি খাগাতুয়া গ্রামের মো. লাল মিয়া, মো. জজ মিয়া ও নাসিমাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে