আরাফাত রহমান অভি, শেকৃবি
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ক্যাম্পাসে বর্জ্য ব্যবস্থাপনার জন্য সেকেন্ডারি ডাম্পিং ট্রান্সফার স্টেশন তৈরি করা হলেও তা অব্যবহৃত রয়েছে। এদিকে ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় যত্রতত্র তা ফেলা হচ্ছে। এতে ক্যাম্পাসে ৩০টির বেশি স্থানে ভাগাড় তৈরি হয়েছে। জমে থাকা ময়লার কারণে ক্যাম্পাসের মাটির উর্বরতা শক্তি যেমন কমছে, তেমনি নষ্ট হচ্ছে পরিবেশ।
সঠিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় গত মে মাসে ক্যাম্পাসে একটি সেকেন্ডারি ডাম্পিং ট্রান্সফার স্টেশন স্থাপন করা হয়। তবে ডিপিডিসির আপত্তির জন্য স্টেশনটি ব্যবহার করা যাচ্ছে না। ডিপিডিসির শেরেবাংলা নগর উপকেন্দ্র কর্তৃপক্ষ জানায়, সাধারণত ডাম্পিং স্টেশনের আশপাশে পাখি উড়ে বেড়ায়। এতে উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলে তারা এই ডাম্পিং স্টেশন ব্যবহারে আপত্তি জানিয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী মনির হোসেন বলেন, ডিপিডিসির অনুমতি নিয়েই ডাম্পিং স্টেশনটি নির্মাণ করা হয়েছে। সে সময় তারা কোনো আপত্তি করেনি। তা ছাড়া ডিপিডিসির লাইন মাটির নিচে রয়েছে। ফলে যে অভিযোগের ভিত্তিতে তারা আপত্তি করছে তা ভিত্তিহীন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দুটি ডাস্টবিন ছাড়া পুরো ক্যাম্পাসের কোথাও কোনো ডাস্টবিন চোখে পড়েনি। তবে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হল, কেন্দ্রীয় গ্রন্থাগার, নবাব সিরাজ-উদ-দৌলা হল, শেরেবাংলা হল, শিক্ষকদের ব্যাচেলর ভবন, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনসহ ক্যাম্পাসের যত্রতত্র বর্জ্যের স্তূপ দেখা গেছে।
বর্জ্য অব্যবস্থাপনার ক্ষতিকর দিক তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরহাদ হোসেন বলেন, যত্রতত্র ময়লা ফেলায় পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি মাটির উর্বরতা শক্তি কমছে।
বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ হুমায়ূন কবির আজকের পত্রিকাকে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ক্যাম্পাসে বর্জ্য ব্যবস্থাপনার জন্য সেকেন্ডারি ডাম্পিং ট্রান্সফার স্টেশন তৈরি করা হলেও তা অব্যবহৃত রয়েছে। এদিকে ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় যত্রতত্র তা ফেলা হচ্ছে। এতে ক্যাম্পাসে ৩০টির বেশি স্থানে ভাগাড় তৈরি হয়েছে। জমে থাকা ময়লার কারণে ক্যাম্পাসের মাটির উর্বরতা শক্তি যেমন কমছে, তেমনি নষ্ট হচ্ছে পরিবেশ।
সঠিক বর্জ্য ব্যবস্থাপনার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের সহযোগিতায় গত মে মাসে ক্যাম্পাসে একটি সেকেন্ডারি ডাম্পিং ট্রান্সফার স্টেশন স্থাপন করা হয়। তবে ডিপিডিসির আপত্তির জন্য স্টেশনটি ব্যবহার করা যাচ্ছে না। ডিপিডিসির শেরেবাংলা নগর উপকেন্দ্র কর্তৃপক্ষ জানায়, সাধারণত ডাম্পিং স্টেশনের আশপাশে পাখি উড়ে বেড়ায়। এতে উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটতে পারে বলে তারা এই ডাম্পিং স্টেশন ব্যবহারে আপত্তি জানিয়েছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী মনির হোসেন বলেন, ডিপিডিসির অনুমতি নিয়েই ডাম্পিং স্টেশনটি নির্মাণ করা হয়েছে। সে সময় তারা কোনো আপত্তি করেনি। তা ছাড়া ডিপিডিসির লাইন মাটির নিচে রয়েছে। ফলে যে অভিযোগের ভিত্তিতে তারা আপত্তি করছে তা ভিত্তিহীন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দুটি ডাস্টবিন ছাড়া পুরো ক্যাম্পাসের কোথাও কোনো ডাস্টবিন চোখে পড়েনি। তবে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম হল, কেন্দ্রীয় গ্রন্থাগার, নবাব সিরাজ-উদ-দৌলা হল, শেরেবাংলা হল, শিক্ষকদের ব্যাচেলর ভবন, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবনসহ ক্যাম্পাসের যত্রতত্র বর্জ্যের স্তূপ দেখা গেছে।
বর্জ্য অব্যবস্থাপনার ক্ষতিকর দিক তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফরহাদ হোসেন বলেন, যত্রতত্র ময়লা ফেলায় পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি মাটির উর্বরতা শক্তি কমছে।
বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার ডেপুটি রেজিস্ট্রার কৃষিবিদ হুমায়ূন কবির আজকের পত্রিকাকে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে