নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জমকালো অনুষ্ঠানে যাবেন অথচ ভারী সাজসজ্জার অংশ হিসেবে কানে দামি দুল থাকবে না, তা হয় না। সেই কানের দুলের মূল্য় কত হতে পারে বলে আপনার ধারণা? বিশ্বে এমনও কানের দুল রয়েছে, যার দাম মিলিয়ন ডলার।
এমপ্রেস ইউজেনি কানের দুল
নেপোলিয়ন বোনাপার্ট এই বহু দামি কানের দুলের জোড়াটি বিয়ের উপহার হিসেবে সম্রাজ্ঞী ইউজেনিকে দিয়েছিলেন। ২০১৪ সালে নিউইয়র্কের এক নিলামে ১০০ ক্যারেটের হীরার এই কানের দুল জোড়ার দাম উঠেছিল ৩ দশমিক ৩ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৮ কোটি ৫২ লাখ টাকার সমপরিমাণ।
কলাম্বিয়ান এমারেল্ড
কলাম্বিয়ান এমারেল্ড দুল জোড়ার প্রতিটিতে রয়েছে ১১ দশমিক ৭৫ ক্যারেট হীরা ও পান্না। এই দুল জোড়াও নিলামে বিক্রি হয়েছিল। দাম উঠেছিল ৪ দশমিক ৮ মিলিয়ন ডলার বা প্রায় ৪১ কোটি ৪৭ লাখ টাকা।
হ্যারি উইন্সটনের কানের দুল
বিলাসবহুল গয়না তৈরির জন্য সুনাম রয়েছে আমেরিকান হ্যারি উইন্সটনের। উইন্সটনের ৬০ ক্যারেটের মুক্তার কানের এক জোড়া দুলের দাম ছিল ৮ দশমিক ৩ মিলিয়ন ডলার। আমাদের মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭১ কোটি ৭১ লাখ টাকা।
গোলকুন্ডা হীরার দুল
বিশ্বের দামি কানের দুলের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে গোলকোন্ডা হীরার দুল। এর দাম ৯ দশমিক ৩ মিলিয়ন ডলার বা ৮০ কোটি ৩৫ লাখ টাকা। এই জোড়ার এক-একটি দুলে রয়েছে ভারতের ২৩ দশমিক ১১ ক্যারেট গোলকোন্ডা হীরা।
নীল ও গোলাপি হীরার দুল
হীরার নীল ও গোলাপি কানের দুল জোড়া নিলামে বিক্রি হয়েছিল ৫৭ দশমিক ৪ মিলিয়ন ডলারে। অর্থাৎ প্রায় ৪৯৫ কোটি ১৩ লাখ টাকা। শুধু তা-ই নয়, নিলামে বিক্রি হওয়া কানের দুলের মধ্য়ে এটিই সবচেয়ে দামি পুরো বিশ্বে। নিউইয়র্কের ফাইন আর্ট কোম্পানি সদবি’স এ নাশপাতির আকারে কাটা নীল ও গোলাপি এই কানের দুলের নাম দেওয়া হয় গ্রিক দেব-দেবীর নামানুসারে, অ্যাপোলো ও আর্টেমিস।
সূত্র: এক্সপেনসিভ ওয়ার্ল্ড
জমকালো অনুষ্ঠানে যাবেন অথচ ভারী সাজসজ্জার অংশ হিসেবে কানে দামি দুল থাকবে না, তা হয় না। সেই কানের দুলের মূল্য় কত হতে পারে বলে আপনার ধারণা? বিশ্বে এমনও কানের দুল রয়েছে, যার দাম মিলিয়ন ডলার।
এমপ্রেস ইউজেনি কানের দুল
নেপোলিয়ন বোনাপার্ট এই বহু দামি কানের দুলের জোড়াটি বিয়ের উপহার হিসেবে সম্রাজ্ঞী ইউজেনিকে দিয়েছিলেন। ২০১৪ সালে নিউইয়র্কের এক নিলামে ১০০ ক্যারেটের হীরার এই কানের দুল জোড়ার দাম উঠেছিল ৩ দশমিক ৩ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৮ কোটি ৫২ লাখ টাকার সমপরিমাণ।
কলাম্বিয়ান এমারেল্ড
কলাম্বিয়ান এমারেল্ড দুল জোড়ার প্রতিটিতে রয়েছে ১১ দশমিক ৭৫ ক্যারেট হীরা ও পান্না। এই দুল জোড়াও নিলামে বিক্রি হয়েছিল। দাম উঠেছিল ৪ দশমিক ৮ মিলিয়ন ডলার বা প্রায় ৪১ কোটি ৪৭ লাখ টাকা।
হ্যারি উইন্সটনের কানের দুল
বিলাসবহুল গয়না তৈরির জন্য সুনাম রয়েছে আমেরিকান হ্যারি উইন্সটনের। উইন্সটনের ৬০ ক্যারেটের মুক্তার কানের এক জোড়া দুলের দাম ছিল ৮ দশমিক ৩ মিলিয়ন ডলার। আমাদের মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭১ কোটি ৭১ লাখ টাকা।
গোলকুন্ডা হীরার দুল
বিশ্বের দামি কানের দুলের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে গোলকোন্ডা হীরার দুল। এর দাম ৯ দশমিক ৩ মিলিয়ন ডলার বা ৮০ কোটি ৩৫ লাখ টাকা। এই জোড়ার এক-একটি দুলে রয়েছে ভারতের ২৩ দশমিক ১১ ক্যারেট গোলকোন্ডা হীরা।
নীল ও গোলাপি হীরার দুল
হীরার নীল ও গোলাপি কানের দুল জোড়া নিলামে বিক্রি হয়েছিল ৫৭ দশমিক ৪ মিলিয়ন ডলারে। অর্থাৎ প্রায় ৪৯৫ কোটি ১৩ লাখ টাকা। শুধু তা-ই নয়, নিলামে বিক্রি হওয়া কানের দুলের মধ্য়ে এটিই সবচেয়ে দামি পুরো বিশ্বে। নিউইয়র্কের ফাইন আর্ট কোম্পানি সদবি’স এ নাশপাতির আকারে কাটা নীল ও গোলাপি এই কানের দুলের নাম দেওয়া হয় গ্রিক দেব-দেবীর নামানুসারে, অ্যাপোলো ও আর্টেমিস।
সূত্র: এক্সপেনসিভ ওয়ার্ল্ড
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে