বিনোদন প্রতিবেদক, ঢাকা
জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমা দিয়ে প্রথমবার জুটি বাঁধেন রিয়াজ-পূর্ণিমা। এরপর দুজনকে দেখা গেছে ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘লাল দরিয়া’, ‘মায়ের সম্মান’, ‘খবরদার’, ‘জামাই শ্বশুর’সহ আরও অনেক ব্যবসাসফল সিনেমায়।
তবে এক দশকেরও বেশি সময় ধরে তাঁরা পর্দায় নেই একসঙ্গে। দুজনের ব্যক্তিগত সম্পর্ক ভালো নয় বলেই তাঁরা একসঙ্গে সিনেমা করেন না—এমন গুঞ্জনও শোনা যায়। যদিও রিয়াজ-পূর্ণিমা বিভিন্ন সময়ে বলেছেন, তাঁদের মধ্যে পেশাদার সম্পর্কে কোনো টান পড়েনি। সময়োপযোগী পছন্দমতো গল্প পেলে আবারও জুটি হয়ে অভিনয় করবেন তাঁরা। এবার পরিচালক এস এ হক অলিক এক করছেন তাঁদের।
অলিকের প্রথম দুই সিনেমা ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’-তেও জুটি হয়েছিলেন তাঁরা। সিনেমা দুটি ব্যবসায়িকভাবে সফল হয়েছিল। ২০১৯-২০২০ অর্থবছরে ‘যোদ্ধা’ সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছিলেন এস এ হক অলিক। দুই বছর ধরে সিনেমাটির প্রি-প্রডাকশন নিয়ে কাজ করছেন তিনি। সব গুছিয়ে এবার প্রস্তুতি নিচ্ছেন শুটিংয়ের। পরিচালক জানান, পূর্ণিমা কাজ করতে রাজি হয়েছেন। রিয়াজ ঢাকার বাইরে শুটিংয়ে ব্যস্ত। তিনি গল্পটা শুনে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। অলিক বলেন, ‘সিনেমাটি মুক্তিযুদ্ধভিত্তিক। এখানে সত্তরের পরের সময়টাকে তুলে ধরা হবে। রিয়াজ ও পূর্ণিমাকে নিয়েই পরিকল্পনা রয়েছে আমার। তাঁরা দুজন আমার খুব পছন্দের।’
সিনেমার গল্প লিখেছেন ইমদাদুল হক মিলন, চিত্রনাট্য করছেন এস এ হক অলিক। নির্মাণের জন্য মুক্তিযুদ্ধ শাখায় ৫০ লাখ টাকা অনুদান পাচ্ছেন নির্মাতা। পাশাপাশি তিনি নিজেও সহপ্রযোজনা করবেন, সিনেমার গান লিখবেন।
অনুদানের জন্য জমা দেওয়ার সময়ই সম্ভাব্য দুই পাত্র-পাত্রী হিসেবে রিয়াজ ও পূর্ণিমার নাম উল্লেখ করেছিলেন পরিচালক। এরই মধ্যে চূড়ান্ত হয়েছেন পূর্ণিমা। রিয়াজ চূড়ান্ত করবেন ঢাকায় ফিরে।
জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমা দিয়ে প্রথমবার জুটি বাঁধেন রিয়াজ-পূর্ণিমা। এরপর দুজনকে দেখা গেছে ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘লাল দরিয়া’, ‘মায়ের সম্মান’, ‘খবরদার’, ‘জামাই শ্বশুর’সহ আরও অনেক ব্যবসাসফল সিনেমায়।
তবে এক দশকেরও বেশি সময় ধরে তাঁরা পর্দায় নেই একসঙ্গে। দুজনের ব্যক্তিগত সম্পর্ক ভালো নয় বলেই তাঁরা একসঙ্গে সিনেমা করেন না—এমন গুঞ্জনও শোনা যায়। যদিও রিয়াজ-পূর্ণিমা বিভিন্ন সময়ে বলেছেন, তাঁদের মধ্যে পেশাদার সম্পর্কে কোনো টান পড়েনি। সময়োপযোগী পছন্দমতো গল্প পেলে আবারও জুটি হয়ে অভিনয় করবেন তাঁরা। এবার পরিচালক এস এ হক অলিক এক করছেন তাঁদের।
অলিকের প্রথম দুই সিনেমা ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’-তেও জুটি হয়েছিলেন তাঁরা। সিনেমা দুটি ব্যবসায়িকভাবে সফল হয়েছিল। ২০১৯-২০২০ অর্থবছরে ‘যোদ্ধা’ সিনেমার জন্য সরকারি অনুদান পেয়েছিলেন এস এ হক অলিক। দুই বছর ধরে সিনেমাটির প্রি-প্রডাকশন নিয়ে কাজ করছেন তিনি। সব গুছিয়ে এবার প্রস্তুতি নিচ্ছেন শুটিংয়ের। পরিচালক জানান, পূর্ণিমা কাজ করতে রাজি হয়েছেন। রিয়াজ ঢাকার বাইরে শুটিংয়ে ব্যস্ত। তিনি গল্পটা শুনে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। অলিক বলেন, ‘সিনেমাটি মুক্তিযুদ্ধভিত্তিক। এখানে সত্তরের পরের সময়টাকে তুলে ধরা হবে। রিয়াজ ও পূর্ণিমাকে নিয়েই পরিকল্পনা রয়েছে আমার। তাঁরা দুজন আমার খুব পছন্দের।’
সিনেমার গল্প লিখেছেন ইমদাদুল হক মিলন, চিত্রনাট্য করছেন এস এ হক অলিক। নির্মাণের জন্য মুক্তিযুদ্ধ শাখায় ৫০ লাখ টাকা অনুদান পাচ্ছেন নির্মাতা। পাশাপাশি তিনি নিজেও সহপ্রযোজনা করবেন, সিনেমার গান লিখবেন।
অনুদানের জন্য জমা দেওয়ার সময়ই সম্ভাব্য দুই পাত্র-পাত্রী হিসেবে রিয়াজ ও পূর্ণিমার নাম উল্লেখ করেছিলেন পরিচালক। এরই মধ্যে চূড়ান্ত হয়েছেন পূর্ণিমা। রিয়াজ চূড়ান্ত করবেন ঢাকায় ফিরে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে