তাসনীম হাসান, চট্টগ্রাম
‘আমাকে আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দেবে বলে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদের নাম দিয়ে ১৫ লাখ টাকার চেক নিয়েছেন।’ সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে ফেসবুকে এ অভিযোগ করেছেন উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দীন। তাঁর অভিযোগ, টাকা নিয়ে মনোনয়ন তো দূরে থাক, তাঁর নামটি পর্যন্ত কেন্দ্রে পাঠানো হয়নি।
গত বৃহস্পতিবার দুপুরের দিকে ফেসবুকে এই স্ট্যাটাস দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ-আইন-বিষয়ক সম্পাদক কামাল উদ্দীন। স্ট্যাটাসে তিনি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুসেইন কবিরকে অভিযুক্ত করেন। তবে স্ট্যাটাসে সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন আহমেদকে জড়ানোর অভিযোগে তাঁকে (কামাল) ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এবার সারা দেশে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠেছে। বিশেষ করে নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পেলে জয় নিশ্চিত, এমন একটা মনোভাব রয়েছে প্রার্থীদের মধ্যে। আর সে কারণেই কোথাও কোথাও টাকা আর্থিক লেনদেন কথা শোনো গেছে।
কামাল উদ্দীন পেশায় আইনজীবী। তিনি চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী ও অতিরিক্ত পিপি। তিনি তাঁর স্ট্যাটাসে মনোনয়ন পাওয়ার জন্য ঘুষ হিসেবে যে চেক দিয়েছেন তার ছবিও তুলে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘এখন আমি আমার চেক ও টাকা ফেরত চাই। অন্যথায় ফৌজদারি মামলা করতে বাধ্য হব।’
গতকাল শুক্রবার ছুটির দিন হওয়ায় কামাল উদ্দীনের চেকটির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। আবার গতকাল বিকেল থেকে তাঁর স্ট্যাটাস আর দেখা যাচ্ছে না।
তবে নাম প্রকাশ না করে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের এক পদধারী নেতা আজকের পত্রিকাকে বলেন, নৌকা প্রতীকের লোভে পড়ে কামাল উদ্দীনও হয়তো টাকা দিয়েছিলেন। এরপর মনোনয়ন না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ উগরে দেন। তবে সেই স্ট্যাটাস দিয়ে আরও চাপে পড়েছেন তিনি।’
কামালের অভিযোগ অস্বীকার করেছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুসেইন কবির। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘কামালকে আমি চিনি, তবে তেমন একটা পরিচয় নেই। হয়তো কেউ মনোনয়ন বাণিজ্য করছেন। তাঁরা হয়তো কামালকে ব্যবহার করে সেটির (মনোনয়ন বাণিজ্য) দায় আমাদের ওপর তুলে দিয়েছেন।’ সাংসদ মোসলেম উদ্দিন আহমেদের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
জানতে চাইলে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মনোনয়ন বাণিজ্যের অভিযোগটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যাঁর বিরুদ্ধে (হুসেইন কবির) অভিযোগ উঠেছে, তাঁর সঙ্গে কথা বলেছি, তিনি অস্বীকার করেছেন। তবে অভিযোগকারীর সঙ্গে এখনো কথা বলতে পারিনি। দুই পক্ষের সঙ্গে কথা না বললে বোঝা যাবে না কার অভিযোগ সঠিক।
নিয়োগ বাণিজ্য নিয়ে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন আজকের পত্রিকাকে বলেন, ‘মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠছে তাঁরা সমাজের সম্মানিত মানুষ। এমন মানুষদের বিরুদ্ধে অভিযোগ উঠলেই তদন্ত না করে মন্তব্য করা সমীচীন নয়। তবে যেসব অভিযোগ পাচ্ছি, সেগুলো আমরা তদন্ত করছি। তদন্তে কারও বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
‘আমাকে আওয়ামী লীগের মনোনয়ন পাইয়ে দেবে বলে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদের নাম দিয়ে ১৫ লাখ টাকার চেক নিয়েছেন।’ সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে ফেসবুকে এ অভিযোগ করেছেন উপজেলার সোনাকানিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী কামাল উদ্দীন। তাঁর অভিযোগ, টাকা নিয়ে মনোনয়ন তো দূরে থাক, তাঁর নামটি পর্যন্ত কেন্দ্রে পাঠানো হয়নি।
গত বৃহস্পতিবার দুপুরের দিকে ফেসবুকে এই স্ট্যাটাস দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ-আইন-বিষয়ক সম্পাদক কামাল উদ্দীন। স্ট্যাটাসে তিনি সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুসেইন কবিরকে অভিযুক্ত করেন। তবে স্ট্যাটাসে সংসদ সদস্য ও প্রভাবশালী আওয়ামী লীগ নেতা মোসলেম উদ্দিন আহমেদকে জড়ানোর অভিযোগে তাঁকে (কামাল) ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এবার সারা দেশে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ উঠেছে। বিশেষ করে নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন পেলে জয় নিশ্চিত, এমন একটা মনোভাব রয়েছে প্রার্থীদের মধ্যে। আর সে কারণেই কোথাও কোথাও টাকা আর্থিক লেনদেন কথা শোনো গেছে।
কামাল উদ্দীন পেশায় আইনজীবী। তিনি চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী ও অতিরিক্ত পিপি। তিনি তাঁর স্ট্যাটাসে মনোনয়ন পাওয়ার জন্য ঘুষ হিসেবে যে চেক দিয়েছেন তার ছবিও তুলে দিয়েছেন। তিনি লিখেছেন, ‘এখন আমি আমার চেক ও টাকা ফেরত চাই। অন্যথায় ফৌজদারি মামলা করতে বাধ্য হব।’
গতকাল শুক্রবার ছুটির দিন হওয়ায় কামাল উদ্দীনের চেকটির সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। আবার গতকাল বিকেল থেকে তাঁর স্ট্যাটাস আর দেখা যাচ্ছে না।
তবে নাম প্রকাশ না করে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের এক পদধারী নেতা আজকের পত্রিকাকে বলেন, নৌকা প্রতীকের লোভে পড়ে কামাল উদ্দীনও হয়তো টাকা দিয়েছিলেন। এরপর মনোনয়ন না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ উগরে দেন। তবে সেই স্ট্যাটাস দিয়ে আরও চাপে পড়েছেন তিনি।’
কামালের অভিযোগ অস্বীকার করেছেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুসেইন কবির। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘কামালকে আমি চিনি, তবে তেমন একটা পরিচয় নেই। হয়তো কেউ মনোনয়ন বাণিজ্য করছেন। তাঁরা হয়তো কামালকে ব্যবহার করে সেটির (মনোনয়ন বাণিজ্য) দায় আমাদের ওপর তুলে দিয়েছেন।’ সাংসদ মোসলেম উদ্দিন আহমেদের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করে তাঁকে পাওয়া যায়নি।
জানতে চাইলে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘মনোনয়ন বাণিজ্যের অভিযোগটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যাঁর বিরুদ্ধে (হুসেইন কবির) অভিযোগ উঠেছে, তাঁর সঙ্গে কথা বলেছি, তিনি অস্বীকার করেছেন। তবে অভিযোগকারীর সঙ্গে এখনো কথা বলতে পারিনি। দুই পক্ষের সঙ্গে কথা না বললে বোঝা যাবে না কার অভিযোগ সঠিক।
নিয়োগ বাণিজ্য নিয়ে চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন আজকের পত্রিকাকে বলেন, ‘মিডিয়া বা সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠছে তাঁরা সমাজের সম্মানিত মানুষ। এমন মানুষদের বিরুদ্ধে অভিযোগ উঠলেই তদন্ত না করে মন্তব্য করা সমীচীন নয়। তবে যেসব অভিযোগ পাচ্ছি, সেগুলো আমরা তদন্ত করছি। তদন্তে কারও বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে