পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাবেক সাংসদ ও বর্তমান সাংসদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে বাস পোড়ানোর ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার ক্ষতিগ্রস্ত অনন্যা পরিবহনের পরিচালক আলী আকবর বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় অজ্ঞাতপরিচয় ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিজয় শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাংসদ ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ। পরে তিনি পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কুচকাওয়াজে অংশ নেন। এর কিছুক্ষণ পর সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক সাংসদ মো. সোহরাব উদ্দিন দলীয় নেতা-কর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে যান। এ সময় সাংসদ নূর মোহাম্মদ সমর্থিত নেতা–কর্মীরা তাঁদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। একপর্যায়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মো. সোহরাব উদ্দিনসহ নেতা–কর্মীরা। ঘণ্টাব্যাপী চলা পাল্টাপাল্টি ধাওয়ায় ইট-পাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এ ঘটনার পরপরই উপজেলার মরুরা এলাকার ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে যাত্রীদের কেউ আহত না হলেই পুড়ে যায় বাসটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাংসদ নূর মোহাম্মদ সমর্থক ও জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ বলেন, সাংসদ নূর মোহাম্মদ বাধা দেওয়ার পক্ষে নন। সোহরাব উদ্দিন ও তাঁর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফুল দিতে আসেন। এ সময় তাঁরা নূর মোহাম্মদ সমর্থিত ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান মুন্নার বাবা বীর মুক্তিযোদ্ধা মকছুদ মিয়াকে মারধর করেন। এতে দলীয় নেতা–কর্মীরা প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক সাংসদ মো. সোহরাব উদ্দিনের নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে যাই। এ সময় তাঁরা আমাদের বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে আমাদের ২-৩ জন নেতা-কর্মী আহত হন।’
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, এ ঘটনায় বাসের মালিক মামলা করেছেন। ঘটনার সময় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য পুলিশ দুই রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে। বাস পোড়ানোর ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
বিজয় দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাবেক সাংসদ ও বর্তমান সাংসদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে বাস পোড়ানোর ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার ক্ষতিগ্রস্ত অনন্যা পরিবহনের পরিচালক আলী আকবর বাদী হয়ে মামলাটি করেন। এ মামলায় অজ্ঞাতপরিচয় ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে গত বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিজয় শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সাংসদ ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ। পরে তিনি পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কুচকাওয়াজে অংশ নেন। এর কিছুক্ষণ পর সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক সাংসদ মো. সোহরাব উদ্দিন দলীয় নেতা-কর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে যান। এ সময় সাংসদ নূর মোহাম্মদ সমর্থিত নেতা–কর্মীরা তাঁদের বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুরু হয় পাল্টাপাল্টি ধাওয়া। একপর্যায়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মো. সোহরাব উদ্দিনসহ নেতা–কর্মীরা। ঘণ্টাব্যাপী চলা পাল্টাপাল্টি ধাওয়ায় ইট-পাটকেলের আঘাতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। এ ঘটনার পরপরই উপজেলার মরুরা এলাকার ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে যাত্রীদের কেউ আহত না হলেই পুড়ে যায় বাসটি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা-পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সাংসদ নূর মোহাম্মদ সমর্থক ও জেলা শ্রমিক লীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ বলেন, সাংসদ নূর মোহাম্মদ বাধা দেওয়ার পক্ষে নন। সোহরাব উদ্দিন ও তাঁর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ফুল দিতে আসেন। এ সময় তাঁরা নূর মোহাম্মদ সমর্থিত ছাত্রলীগ নেতা সাকিবুল হাসান মুন্নার বাবা বীর মুক্তিযোদ্ধা মকছুদ মিয়াকে মারধর করেন। এতে দলীয় নেতা–কর্মীরা প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ উদ্দিন বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক সাংসদ মো. সোহরাব উদ্দিনের নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে যাই। এ সময় তাঁরা আমাদের বাধা দেন। এতে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে আমাদের ২-৩ জন নেতা-কর্মী আহত হন।’
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, এ ঘটনায় বাসের মালিক মামলা করেছেন। ঘটনার সময় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য পুলিশ দুই রাউন্ড কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিবেশ স্বাভাবিক রয়েছে। বাস পোড়ানোর ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে