মো. বায়েজীদ বিন ওয়াহিদ, জামালগঞ্জ (সুনামগঞ্জ)
সুনামগঞ্জের জামালগঞ্জে রাজাপুর সেতুর সংযোগ সড়কটি ভেঙে গেছে। এই ভাঙা স্থান দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। উপজেলার অন্তত ৪০ গ্রামের মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি। স্থানীয়দের দাবি দ্রুত সড়কটি মেরামত করা হোক।
জানা যায়, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বেহেলী, বেহেলী-আলীপুর, মশালঘাট, তিলকই, ইসলামপুর, চণ্ডীপুরসহ অন্তত ৪০টি গ্রামের মানুষ যাতায়াত করে এ সড়ক দিয়ে। সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, জনগুরুত্বপূর্ণ এ সেতুর সংযোগ সড়ক ভেঙে বেহাল অবস্থায় রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় চরম ক্ষোভ দেখা দিয়েছে। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নজরদারি নেই বললেই চলে। সেতুর দক্ষিণ অংশে ভাঙন না থাকলেও ধীরে ধীরে তা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে পরিস্থিতি আরও প্রকট আকার ধারণ করবে বলে মনে করছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, সাচনা বাজার-বেহেলী সড়কের রাজাপুর সেতুর বেহেলী সংযোগ সড়কটিতে ভাঙন দেখা দিয়েছে। সেতু থেকে সড়কে নামার অংশ একেবারেই দেবে গেছে। যেকোনো সময় গাড়ি উল্টে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
অটোরিকশা চালক সুমন মিয়া বলেন, গাড়ি চালাতে গিয়ে এই ভাঙা অংশে একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছি। আমরা চাই দ্রুত সড়কটি মেরামত করার।’
বেহেলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আ. জব্বার বলেন, রাজাপুর সেতুর উত্তর অংশের সংযোগ সড়কটি ভেঙে গেছে। এতে যেকোনো সময় গাড়ি উল্টে বড় ধরনের দুর্ঘটনা ঘটত পারে। দ্রুত সড়ক মেরামত প্রয়োজন। তা না হলে যেকোনো সময় দুর্ঘটনার কবলে পড়ে পথচারীরা।
বেহেলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার বলেন, ‘সেতুর সংযোগ সড়কের দুই অংশ সংস্কারের ব্যাপারে আমি সাংসদকে বলেছি। তিনি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথাও বলেছেন। দ্রুত সংস্কার করা হবে বলে জানিয়েছেন।’
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. আব্দুস সাত্তার আজকের পত্রিকাকে বলেন, ‘সেতুর সংযোগ সড়ক ভাঙনের খবর শুনেছি। এটা খুব শিগগিরই সংস্কার করা হবে।’
সুনামগঞ্জের জামালগঞ্জে রাজাপুর সেতুর সংযোগ সড়কটি ভেঙে গেছে। এই ভাঙা স্থান দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। উপজেলার অন্তত ৪০ গ্রামের মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি। স্থানীয়দের দাবি দ্রুত সড়কটি মেরামত করা হোক।
জানা যায়, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার বেহেলী, বেহেলী-আলীপুর, মশালঘাট, তিলকই, ইসলামপুর, চণ্ডীপুরসহ অন্তত ৪০টি গ্রামের মানুষ যাতায়াত করে এ সড়ক দিয়ে। সেতুর সংযোগ সড়ক ভেঙে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে স্থানীয়রা।
স্থানীয়রা জানান, জনগুরুত্বপূর্ণ এ সেতুর সংযোগ সড়ক ভেঙে বেহাল অবস্থায় রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না থাকায় চরম ক্ষোভ দেখা দিয়েছে। উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নজরদারি নেই বললেই চলে। সেতুর দক্ষিণ অংশে ভাঙন না থাকলেও ধীরে ধীরে তা ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে না পারলে পরিস্থিতি আরও প্রকট আকার ধারণ করবে বলে মনে করছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, সাচনা বাজার-বেহেলী সড়কের রাজাপুর সেতুর বেহেলী সংযোগ সড়কটিতে ভাঙন দেখা দিয়েছে। সেতু থেকে সড়কে নামার অংশ একেবারেই দেবে গেছে। যেকোনো সময় গাড়ি উল্টে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
অটোরিকশা চালক সুমন মিয়া বলেন, গাড়ি চালাতে গিয়ে এই ভাঙা অংশে একাধিকবার দুর্ঘটনার কবলে পড়েছি। আমরা চাই দ্রুত সড়কটি মেরামত করার।’
বেহেলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের আ. জব্বার বলেন, রাজাপুর সেতুর উত্তর অংশের সংযোগ সড়কটি ভেঙে গেছে। এতে যেকোনো সময় গাড়ি উল্টে বড় ধরনের দুর্ঘটনা ঘটত পারে। দ্রুত সড়ক মেরামত প্রয়োজন। তা না হলে যেকোনো সময় দুর্ঘটনার কবলে পড়ে পথচারীরা।
বেহেলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার বলেন, ‘সেতুর সংযোগ সড়কের দুই অংশ সংস্কারের ব্যাপারে আমি সাংসদকে বলেছি। তিনি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথাও বলেছেন। দ্রুত সংস্কার করা হবে বলে জানিয়েছেন।’
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. আব্দুস সাত্তার আজকের পত্রিকাকে বলেন, ‘সেতুর সংযোগ সড়ক ভাঙনের খবর শুনেছি। এটা খুব শিগগিরই সংস্কার করা হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে