সম্পাদকীয়
উপন্যাস দিয়েই চেনা যায় তুর্গিয়েনেফকে। কিন্তু অনেক সাহিত্যিকের মতো তাঁর সাহিত্যজীবনও শুরু হয়েছিল কবিতা দিয়ে। রোমান্টিসিজমের ঘোর ছিল সেই কবিতায়। অথচ পরে তিনি ঘুরে গেলেন সরাসরি বাস্তববাদের দিকে। রুশ সাহিত্যের দিকপালদের অন্যতম ছিলেন তিনি।
শুধু রাশিয়ান সাহিত্যে নয়, বিশ্বসাহিত্যের খুবই উঁচু জায়গায় রয়েছে তাঁর অবস্থান।
মানব চরিত্রের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, প্রকৃতির অপরূপ ছবি নির্মাণে পারঙ্গমতা ছিল তুর্গিয়েনেফের। সামাজিক-মনস্তাত্ত্বিক উপন্যাসগুলোর মধ্যে ‘রুদিন’, ‘পূর্বক্ষণ’, ‘বাবুদের বাসা’ আর ‘পিতা পুত্র’ নিয়ে কথা বলা শুরু করলে কত গভীর বিষয়ই না উঠে আসবে। তুর্গিয়েনেফের লেখায় সামন্তবাদের ফোকর গলে নতুন বুর্জোয়া সমাজের উত্থানের চিত্রটি সহজ চোখেই দেখা যায়। পরবর্তীকালে তিনি ‘ধোঁয়া’, আর ‘নতুন’ নামে যে উপন্যাস দুটি লেখেন, তাতে বিদেশে রাশিয়ান মানুষের জীবনযাপনের কথা উঠে এসেছে। আর তুর্গিয়েনেফের কথা বলা হবে, অথচ ‘মুমু’র কথা বলা হবে না, তা কী করে হয়? এই দুই লেখকের কাছ থেকে অনেক কিছু শিখেছেন তিনি। নিকোলাই গোগলের মৃত্যুর পর তিনি লিখেছিলেন ‘শিকারির দিনলিপি’। এ কারণে তাঁকে নির্বাসন দণ্ড দিয়েছিল জারের সরকার। বলা হয়ে থাকে, কৃষকদের প্রতি সহানুভূতি দেখানোই ছিল এই নির্বাসনের কারণ। নির্বাসনের সময় এবং তার পরের ২০ বছরের মধ্যেই তুর্গিয়েনেফ লিখে ফেলেন তাঁর সেরা লেখাগুলো।
বিয়ে করেননি, কিন্তু অসংখ্য রোমান্স ছিল তাঁর জীবনে। বন্ধু বিলিন্স্কির সঙ্গে ১৮৪৭ সালে তুর্গিয়েনেফ ফ্রান্সে গিয়েছিলেন এবং দেখেছিলেন ফেব্রুয়ারির বিপ্লব। অনেকেই জানেন না, তুর্গিয়েনেফ রুশ ভাষায় শেক্সপিয়ার আর বায়রনের রচনা অনুবাদ করেছেন।
১৮৭০-১৮৮০ সালগুলোয় তুর্গিয়েনেফের জনপ্রিয়তা বাড়তে থাকে রাশিয়ায় এবং পৃথিবীর অন্যান্য দেশেও। তাঁর লেখার সঙ্গে অনুবাদের মাধ্যমে পরিচিত হয় বিশ্ববাসী।
ইভান তুর্গিয়েনেফ জন্মেছিলেন ১৮১৮ সালের ২৮ অক্টোবর। সেটা ছিল পুরোনো ক্যালেন্ডারের তারিখ। এখন যে ক্যালেন্ডার ব্যবহার করা হয়, সে হিসাবে তাঁর জন্ম ৯ নভেম্বর। প্যারিসে মৃত্যু হয় তাঁর, সমাধি হয় রাশিয়ায় সাঙ্কৎ পিতেরবুর্গে।
উপন্যাস দিয়েই চেনা যায় তুর্গিয়েনেফকে। কিন্তু অনেক সাহিত্যিকের মতো তাঁর সাহিত্যজীবনও শুরু হয়েছিল কবিতা দিয়ে। রোমান্টিসিজমের ঘোর ছিল সেই কবিতায়। অথচ পরে তিনি ঘুরে গেলেন সরাসরি বাস্তববাদের দিকে। রুশ সাহিত্যের দিকপালদের অন্যতম ছিলেন তিনি।
শুধু রাশিয়ান সাহিত্যে নয়, বিশ্বসাহিত্যের খুবই উঁচু জায়গায় রয়েছে তাঁর অবস্থান।
মানব চরিত্রের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, প্রকৃতির অপরূপ ছবি নির্মাণে পারঙ্গমতা ছিল তুর্গিয়েনেফের। সামাজিক-মনস্তাত্ত্বিক উপন্যাসগুলোর মধ্যে ‘রুদিন’, ‘পূর্বক্ষণ’, ‘বাবুদের বাসা’ আর ‘পিতা পুত্র’ নিয়ে কথা বলা শুরু করলে কত গভীর বিষয়ই না উঠে আসবে। তুর্গিয়েনেফের লেখায় সামন্তবাদের ফোকর গলে নতুন বুর্জোয়া সমাজের উত্থানের চিত্রটি সহজ চোখেই দেখা যায়। পরবর্তীকালে তিনি ‘ধোঁয়া’, আর ‘নতুন’ নামে যে উপন্যাস দুটি লেখেন, তাতে বিদেশে রাশিয়ান মানুষের জীবনযাপনের কথা উঠে এসেছে। আর তুর্গিয়েনেফের কথা বলা হবে, অথচ ‘মুমু’র কথা বলা হবে না, তা কী করে হয়? এই দুই লেখকের কাছ থেকে অনেক কিছু শিখেছেন তিনি। নিকোলাই গোগলের মৃত্যুর পর তিনি লিখেছিলেন ‘শিকারির দিনলিপি’। এ কারণে তাঁকে নির্বাসন দণ্ড দিয়েছিল জারের সরকার। বলা হয়ে থাকে, কৃষকদের প্রতি সহানুভূতি দেখানোই ছিল এই নির্বাসনের কারণ। নির্বাসনের সময় এবং তার পরের ২০ বছরের মধ্যেই তুর্গিয়েনেফ লিখে ফেলেন তাঁর সেরা লেখাগুলো।
বিয়ে করেননি, কিন্তু অসংখ্য রোমান্স ছিল তাঁর জীবনে। বন্ধু বিলিন্স্কির সঙ্গে ১৮৪৭ সালে তুর্গিয়েনেফ ফ্রান্সে গিয়েছিলেন এবং দেখেছিলেন ফেব্রুয়ারির বিপ্লব। অনেকেই জানেন না, তুর্গিয়েনেফ রুশ ভাষায় শেক্সপিয়ার আর বায়রনের রচনা অনুবাদ করেছেন।
১৮৭০-১৮৮০ সালগুলোয় তুর্গিয়েনেফের জনপ্রিয়তা বাড়তে থাকে রাশিয়ায় এবং পৃথিবীর অন্যান্য দেশেও। তাঁর লেখার সঙ্গে অনুবাদের মাধ্যমে পরিচিত হয় বিশ্ববাসী।
ইভান তুর্গিয়েনেফ জন্মেছিলেন ১৮১৮ সালের ২৮ অক্টোবর। সেটা ছিল পুরোনো ক্যালেন্ডারের তারিখ। এখন যে ক্যালেন্ডার ব্যবহার করা হয়, সে হিসাবে তাঁর জন্ম ৯ নভেম্বর। প্যারিসে মৃত্যু হয় তাঁর, সমাধি হয় রাশিয়ায় সাঙ্কৎ পিতেরবুর্গে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে