কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলী হোসেন একটি সড়কের পাশের সরকারি ছয়টি মেহগনিগাছ অবৈধভাবে কাটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার সকাল থেকে ইউনিয়নের রায়ডাঙা বিলপাড়া সড়কের ছয়টি মেহগনিগাছ কাটা হয়।
এ ব্যাপারে আলী হোসেনের কাছে জানতে চাইলে বলেন, ‘গাছগুলো ভুল করে কাটার অনুমতি দিয়েছি।’
গতকাল দুপুরে রায়ডাঙা বিলপাড়া গিয়ে দেখা গেছে, কয়েকজন শ্রমিক সড়কের পামের গাছ কাটছেন। ছয়টি মাঝারি আকারের মেহগনি গাছ কাটা হয়েছে। আরও আটটি গাছ পর্যায় ক্রমে কাটা হবে বলে শ্রমিকেরা জানান। এ কাজের দেখাশোনার দায়িত্ব পালন করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আকাদ্দেস হোসেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, চেয়ারম্যান সাহেব অবৈধভাবে সড়কের গাছ কাটছেন। প্রতিটি গাছের মূল্য প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা হবে। আর আওয়ামী লীগ নেতা মো. আকাদ্দেস হোসেন এ কাজের দেখাশোনা করছেন।
কয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য শাহিন আলী বলেন, গাছ কাটার খবর শুনে লোক পাঠিয়ে জানতে পারেন চেয়ারম্যান গাছ কাটছেন। পরে চেয়ারম্যানকে ফোন দেন। ফোনে চেয়ারম্যান বলেন, ‘সড়কের পরিষদের অংশের গাছ কাটা হচ্ছে।’
অভিযুক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আকাদ্দেস হোসেন বলেন, ‘চেয়ারম্যানের নির্দেশে গাছ কাটা হচ্ছে। কেউ যেন গাছ কাটায় বাধা প্রদান না করে, আমি শুধু সে বিষয় দেখাশোনা করছি।’
গাছ কাটার বিষয় স্বীকার করে চেয়ারম্যান হাজি মো. আলী হোসেন বলেন, ‘ভুল করে গাছ কাটার অনুমতি দিয়েছি। নিয়ম জানতাম না। আমার ভুল হয়েছে। বিষয়টি ইউএনও স্যারকে জানিয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন, সড়কের গাছ কাটার খবর পেয়েছেন। গাছগুলো জব্দ করা হচ্ছে।’
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলী হোসেন একটি সড়কের পাশের সরকারি ছয়টি মেহগনিগাছ অবৈধভাবে কাটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার সকাল থেকে ইউনিয়নের রায়ডাঙা বিলপাড়া সড়কের ছয়টি মেহগনিগাছ কাটা হয়।
এ ব্যাপারে আলী হোসেনের কাছে জানতে চাইলে বলেন, ‘গাছগুলো ভুল করে কাটার অনুমতি দিয়েছি।’
গতকাল দুপুরে রায়ডাঙা বিলপাড়া গিয়ে দেখা গেছে, কয়েকজন শ্রমিক সড়কের পামের গাছ কাটছেন। ছয়টি মাঝারি আকারের মেহগনি গাছ কাটা হয়েছে। আরও আটটি গাছ পর্যায় ক্রমে কাটা হবে বলে শ্রমিকেরা জানান। এ কাজের দেখাশোনার দায়িত্ব পালন করছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আকাদ্দেস হোসেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি বলেন, চেয়ারম্যান সাহেব অবৈধভাবে সড়কের গাছ কাটছেন। প্রতিটি গাছের মূল্য প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা হবে। আর আওয়ামী লীগ নেতা মো. আকাদ্দেস হোসেন এ কাজের দেখাশোনা করছেন।
কয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য শাহিন আলী বলেন, গাছ কাটার খবর শুনে লোক পাঠিয়ে জানতে পারেন চেয়ারম্যান গাছ কাটছেন। পরে চেয়ারম্যানকে ফোন দেন। ফোনে চেয়ারম্যান বলেন, ‘সড়কের পরিষদের অংশের গাছ কাটা হচ্ছে।’
অভিযুক্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আকাদ্দেস হোসেন বলেন, ‘চেয়ারম্যানের নির্দেশে গাছ কাটা হচ্ছে। কেউ যেন গাছ কাটায় বাধা প্রদান না করে, আমি শুধু সে বিষয় দেখাশোনা করছি।’
গাছ কাটার বিষয় স্বীকার করে চেয়ারম্যান হাজি মো. আলী হোসেন বলেন, ‘ভুল করে গাছ কাটার অনুমতি দিয়েছি। নিয়ম জানতাম না। আমার ভুল হয়েছে। বিষয়টি ইউএনও স্যারকে জানিয়েছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মণ্ডল বলেন, সড়কের গাছ কাটার খবর পেয়েছেন। গাছগুলো জব্দ করা হচ্ছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে