পাবনা ও বেড়া প্রতিনিধি
ভোগান্তি বাড়লেও ফেরিসংকট যেন কাটছেই না পাবনার কাজীরহাট-মানিকগঞ্জের আরিচা নৌপথে। মাত্র চারটি ছোট ফেরি দিয়ে ধীরগতিতে যানবাহন পারাপার করা হচ্ছে। এর মধ্যে আবার ঘাটের পন্টুন সরিয়ে সেনাবাহিনীর পন্টুন স্থাপন করা হয়েছে। এতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে দুই পারে আটকা পড়েছে চার শতাধিক যানবাহন। যানবাহনের দীর্ঘ সারি পড়েছে সাড়ে তিন কিলোমিটারজুড়ে।
গতকাল শুক্রবার সকালে কাজীরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গতকাল সকালে আমাদের পন্টুন সরিয়ে সেনাবাহিনী পন্টুন স্থাপন করেছে। তাদের জাহাজ আসছে, ট্যাংক লোড হবে। তাই আমাদের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তারপরও রাতে ঘন কুয়াশা থাকায় রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। গত বৃহস্পতিবার রাত আটটা থেকে ফেরি বন্ধ থাকলে গতকাল সকালেও ফেরি চালু করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আরিচা ঘাট থেকে আসা একটি ফেরি নোঙর করে আছে।’
কাজীরহাট থেকে বেগম রোকেয়া ও সুফিয়া কামাল নামের দুটি ফেরি এখান থেকে শিমুলিয়া ঘাটে নেওয়া হয়েছে। ছোট ছোট পুরোনো ফেরি দিয়ে ঘাট কোনোমতে সচল রাখার চেষ্টা চলছে। ঘাটে যাত্রীর চাপ বেশি থাকলেও পুরোনো লক্কড় ফেরি দেওয়া হয়।
মাহবুবুর রহমান আরও বলেন, বঙ্গবন্ধু সেতুতে নির্দিষ্ট পরিমাণ ওজনের ব্যত্যয় ঘটলে মালামাল খালাস করতে হয়। ফলে ট্রাকসহ অনেক যানবাহন বঙ্গবন্ধু সেতু এড়িয়ে কাজীরহাট-আরিচা নৌপথে ফেরিতে ঢাকায় যাওয়া-আসা করছে। এতে নৌপথে যানবাহন ও যাত্রীর চাপ আগের চেয়ে বেড়েছে।
সরেজমিনে কাজীরহাট ফেরিঘাটে দেখা গেছে, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, নওগাঁ, বগুড়া, চিলমারীসহ ১০-১২টি জেলার ট্রাক আটকে আছে। ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন তাঁরা। দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগের শেষ নেই।
যাত্রী ও যানবাহনের চালকদের অভিযোগ, এই নৌপথে কমপক্ষে আটটি ফেরির প্রয়োজন, দেওয়া হয়েছে মাত্র চারটি। সেগুলো পুরোনো ও ছোট। এগুলোতে চার-পাঁচটি ট্রাক পারাপার করা যায়।
কাজীরহাট ঘাটে কথা হয় পঞ্চগড় থেকে আসা মারুফ ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘তিন দিন ধরে ঘাটে ফেরির জন্য অপেক্ষা করছি। সিরিয়াল পাওয়া তো দূরের কথা, আরও তিন-চার দিন ঘাটে অবস্থান করা লাগতে পারে।’
বিআইডব্লিউটিসির কাজীরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, চারটি ফেরি দিয়ে ঘাট সচল রাখা হয়েছিল। কিন্তু হঠাৎ সেনাবাহিনীর জাহাজ আসায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তাদের পন্টুন সরিয়ে এ ঘাটের পন্টুন স্থাপিত না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।
ভোগান্তি বাড়লেও ফেরিসংকট যেন কাটছেই না পাবনার কাজীরহাট-মানিকগঞ্জের আরিচা নৌপথে। মাত্র চারটি ছোট ফেরি দিয়ে ধীরগতিতে যানবাহন পারাপার করা হচ্ছে। এর মধ্যে আবার ঘাটের পন্টুন সরিয়ে সেনাবাহিনীর পন্টুন স্থাপন করা হয়েছে। এতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে দুই পারে আটকা পড়েছে চার শতাধিক যানবাহন। যানবাহনের দীর্ঘ সারি পড়েছে সাড়ে তিন কিলোমিটারজুড়ে।
গতকাল শুক্রবার সকালে কাজীরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গতকাল সকালে আমাদের পন্টুন সরিয়ে সেনাবাহিনী পন্টুন স্থাপন করেছে। তাদের জাহাজ আসছে, ট্যাংক লোড হবে। তাই আমাদের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তারপরও রাতে ঘন কুয়াশা থাকায় রাত আটটা থেকে সকাল আটটা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। গত বৃহস্পতিবার রাত আটটা থেকে ফেরি বন্ধ থাকলে গতকাল সকালেও ফেরি চালু করা সম্ভব হয়নি। এখন পর্যন্ত ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আরিচা ঘাট থেকে আসা একটি ফেরি নোঙর করে আছে।’
কাজীরহাট থেকে বেগম রোকেয়া ও সুফিয়া কামাল নামের দুটি ফেরি এখান থেকে শিমুলিয়া ঘাটে নেওয়া হয়েছে। ছোট ছোট পুরোনো ফেরি দিয়ে ঘাট কোনোমতে সচল রাখার চেষ্টা চলছে। ঘাটে যাত্রীর চাপ বেশি থাকলেও পুরোনো লক্কড় ফেরি দেওয়া হয়।
মাহবুবুর রহমান আরও বলেন, বঙ্গবন্ধু সেতুতে নির্দিষ্ট পরিমাণ ওজনের ব্যত্যয় ঘটলে মালামাল খালাস করতে হয়। ফলে ট্রাকসহ অনেক যানবাহন বঙ্গবন্ধু সেতু এড়িয়ে কাজীরহাট-আরিচা নৌপথে ফেরিতে ঢাকায় যাওয়া-আসা করছে। এতে নৌপথে যানবাহন ও যাত্রীর চাপ আগের চেয়ে বেড়েছে।
সরেজমিনে কাজীরহাট ফেরিঘাটে দেখা গেছে, পঞ্চগড়, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, নওগাঁ, বগুড়া, চিলমারীসহ ১০-১২টি জেলার ট্রাক আটকে আছে। ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন তাঁরা। দূরপাল্লার যাত্রীদের দুর্ভোগের শেষ নেই।
যাত্রী ও যানবাহনের চালকদের অভিযোগ, এই নৌপথে কমপক্ষে আটটি ফেরির প্রয়োজন, দেওয়া হয়েছে মাত্র চারটি। সেগুলো পুরোনো ও ছোট। এগুলোতে চার-পাঁচটি ট্রাক পারাপার করা যায়।
কাজীরহাট ঘাটে কথা হয় পঞ্চগড় থেকে আসা মারুফ ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘তিন দিন ধরে ঘাটে ফেরির জন্য অপেক্ষা করছি। সিরিয়াল পাওয়া তো দূরের কথা, আরও তিন-চার দিন ঘাটে অবস্থান করা লাগতে পারে।’
বিআইডব্লিউটিসির কাজীরহাট ফেরিঘাটের ব্যবস্থাপক মাহবুবুর রহমান বলেন, চারটি ফেরি দিয়ে ঘাট সচল রাখা হয়েছিল। কিন্তু হঠাৎ সেনাবাহিনীর জাহাজ আসায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। তাদের পন্টুন সরিয়ে এ ঘাটের পন্টুন স্থাপিত না হওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে