মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পাহাড়ের পাদদেশে মৃত্যুঝুঁকি নিয়ে অসংখ্য লোক বসবাস করছে। পাহাড় কেটে গড়ে ওঠা এসব ঘরে ঝুঁকিপূর্ণ পরিবেশে বাস করছেন তাঁরা। গতকাল মঙ্গলবার এসব এলাকা পরিদর্শন করে লোকজনকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী। এ সময় তিনি ঝুঁকিপূর্ণ পরিবেশে থাকা মানুষজনকে সতর্ক করেন।
গত ৫ দিনের ভারী বর্ষণে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ অবস্থায় টিলার ঢালুতে থাকা মানুষজনকে নিরাপদে রাখতে উপজেলা প্রশাসন ৪ ইউনিয়নে ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খুলে জনসচেতনতামূলক তৎপরতা চালায়।
জানা গেছে, বিগত দুই দশকে উপজেলা সদরের মুসলিমপাড়া, মাস্টারপাড়া, হাজীপাড়া, মহামুনি, রাজপাড়া, গোদারপাড়সহ বিভিন্ন এলাকায় লোকজন যে যাঁর মতো করে পাহাড় কেটে ঘর বানিয়ে বসবাস করছেন। টানা বর্ষণ হলে এসব পাহাড় বা টিলাঘেঁষে থাকা স্থাপনায় পাহাড়ধসের আশঙ্কা থাকে। এটি জনপ্রতিনিধি ও প্রশাসনকে চিন্তায় ফেলে। এ বছরের প্রথম বর্ষাতেও এর ব্যত্যয় ঘটেনি।
উপজেলা সদর ১ নম্বর মানিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক বলেন, উপজেলা সদরে বসতি গড়ে তুলতে এক ধরনের অঘোষিত প্রতিযোগিতা হয়। এই সুযোগে পাহাড়ের পাদদেশে অপরিকল্পিতভাবে প্রায় অর্ধশত পরিবার ঝুঁকিপূর্ণ পরিবেশে ঘর বানিয়ে বসবাস করছে।
মানিকছড়ি গুচ্ছগ্রামের সম্মুখভাগে নদীর পাড়ঘেঁষে ১০-১২টি পরিবারের ঝুঁকিপূর্ণ বাড়িঘর ছিল। পরে এসব পরিবারকে এ বছর নির্মিত আশ্রয়ণকেন্দ্রে স্থায়ী বসবাসের সুযোগ করে দেওয়া হয়েছে।
শাহিদা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ভূমি ও গৃহহীন পরিবার। আগে খালের ওপরে ঝুঁকিপূর্ণ জায়গায় বাস করতাম। প্রতিবছর ভারী বর্ষণে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে এসে বিপদমুক্ত থাকতাম। আর এখন প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের সুবিধায় একটি গৃহ ও চার শতক ভূমি পেয়ে আরাম-আয়েশে থাকছি। আমার প্রতিবন্ধী স্বামীকে নিয়ে এখন আর বর্ষায় নির্ঘুম রাত কাটাতে হয় না।’
উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটপ্রধান থোয়াইঅংপ্রু মারমা বলেন, ‘উপজেলা সদরের আশপাশে অপরিকল্পিত ঘরবাড়ি গড়ে উঠেছে। অনেকে পাহাড়ঘেঁষে বা কেটে ঘরবাড়ি বানিয়ে ঝুঁকি নিয়ে বাস করছেন। প্রতিবছর বর্ষায় অতি বৃষ্টি হলে মাইকিং করে মানুষকে সচেতন করা হয়। ফলে পাহাড়ধসের ঘটনা ঘটলেও অপ্রীতিকর ঘটনা থেকে কিছুটা রক্ষা পাওয়া যায়।’
মাস্টারপাড়া ও এয়াতলংপাড়া এলাকার (৭ নম্বর ওয়ার্ড) ইউপি সদস্য মো. হানিফ বলেন, ‘মানুষ পাহাড় কাটা বা ধসের বিপদ সম্পর্কে সচেতন না। সদরে সামান্য পরিমাণ জায়গা কিনতে পারলে সেটাকে মনের মতো করে কেটে নিজের জীবনের ঝুঁকি বাড়ায়। সতর্ক রয়েছি বলেই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে।’
মাস্টারপাড়া এলাকায় পাহাড়ঘেঁষে ঘর বানিয়ে ঝুঁকিপূর্ণ পরিবেশে থাকা মো. ইসমাইল হোসেন বলেন, ‘আমি অসহায় ব্যক্তি। জমি কিনে ঘর করে এখানে থাকি। গত কয়েক দিনের ভারী বর্ষণে পাশের মাটি ধসে পড়ায় আতঙ্কে রাত্রিযাপন করি’
গতকাল মঙ্গলবার দুপুরে ইউএনও রক্তিম চৌধুরী মাস্টারপাড়া (পুরাতন উপজেলা) এলাকায় ঝুঁকিপূর্ণ পরিবেশ (পাহাড়ের পাদদেশে) থাকা কয়েকটি বাড়ি পরিদর্শন করেন এবং বসবাসরতদের অতি বৃষ্টির সময় বা আগে-পরে সতর্ক থাকার পরামর্শ দেন।
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পাহাড়ের পাদদেশে মৃত্যুঝুঁকি নিয়ে অসংখ্য লোক বসবাস করছে। পাহাড় কেটে গড়ে ওঠা এসব ঘরে ঝুঁকিপূর্ণ পরিবেশে বাস করছেন তাঁরা। গতকাল মঙ্গলবার এসব এলাকা পরিদর্শন করে লোকজনকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী। এ সময় তিনি ঝুঁকিপূর্ণ পরিবেশে থাকা মানুষজনকে সতর্ক করেন।
গত ৫ দিনের ভারী বর্ষণে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ অবস্থায় টিলার ঢালুতে থাকা মানুষজনকে নিরাপদে রাখতে উপজেলা প্রশাসন ৪ ইউনিয়নে ১২টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খুলে জনসচেতনতামূলক তৎপরতা চালায়।
জানা গেছে, বিগত দুই দশকে উপজেলা সদরের মুসলিমপাড়া, মাস্টারপাড়া, হাজীপাড়া, মহামুনি, রাজপাড়া, গোদারপাড়সহ বিভিন্ন এলাকায় লোকজন যে যাঁর মতো করে পাহাড় কেটে ঘর বানিয়ে বসবাস করছেন। টানা বর্ষণ হলে এসব পাহাড় বা টিলাঘেঁষে থাকা স্থাপনায় পাহাড়ধসের আশঙ্কা থাকে। এটি জনপ্রতিনিধি ও প্রশাসনকে চিন্তায় ফেলে। এ বছরের প্রথম বর্ষাতেও এর ব্যত্যয় ঘটেনি।
উপজেলা সদর ১ নম্বর মানিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক বলেন, উপজেলা সদরে বসতি গড়ে তুলতে এক ধরনের অঘোষিত প্রতিযোগিতা হয়। এই সুযোগে পাহাড়ের পাদদেশে অপরিকল্পিতভাবে প্রায় অর্ধশত পরিবার ঝুঁকিপূর্ণ পরিবেশে ঘর বানিয়ে বসবাস করছে।
মানিকছড়ি গুচ্ছগ্রামের সম্মুখভাগে নদীর পাড়ঘেঁষে ১০-১২টি পরিবারের ঝুঁকিপূর্ণ বাড়িঘর ছিল। পরে এসব পরিবারকে এ বছর নির্মিত আশ্রয়ণকেন্দ্রে স্থায়ী বসবাসের সুযোগ করে দেওয়া হয়েছে।
শাহিদা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা ভূমি ও গৃহহীন পরিবার। আগে খালের ওপরে ঝুঁকিপূর্ণ জায়গায় বাস করতাম। প্রতিবছর ভারী বর্ষণে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে এসে বিপদমুক্ত থাকতাম। আর এখন প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের সুবিধায় একটি গৃহ ও চার শতক ভূমি পেয়ে আরাম-আয়েশে থাকছি। আমার প্রতিবন্ধী স্বামীকে নিয়ে এখন আর বর্ষায় নির্ঘুম রাত কাটাতে হয় না।’
উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটপ্রধান থোয়াইঅংপ্রু মারমা বলেন, ‘উপজেলা সদরের আশপাশে অপরিকল্পিত ঘরবাড়ি গড়ে উঠেছে। অনেকে পাহাড়ঘেঁষে বা কেটে ঘরবাড়ি বানিয়ে ঝুঁকি নিয়ে বাস করছেন। প্রতিবছর বর্ষায় অতি বৃষ্টি হলে মাইকিং করে মানুষকে সচেতন করা হয়। ফলে পাহাড়ধসের ঘটনা ঘটলেও অপ্রীতিকর ঘটনা থেকে কিছুটা রক্ষা পাওয়া যায়।’
মাস্টারপাড়া ও এয়াতলংপাড়া এলাকার (৭ নম্বর ওয়ার্ড) ইউপি সদস্য মো. হানিফ বলেন, ‘মানুষ পাহাড় কাটা বা ধসের বিপদ সম্পর্কে সচেতন না। সদরে সামান্য পরিমাণ জায়গা কিনতে পারলে সেটাকে মনের মতো করে কেটে নিজের জীবনের ঝুঁকি বাড়ায়। সতর্ক রয়েছি বলেই বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে।’
মাস্টারপাড়া এলাকায় পাহাড়ঘেঁষে ঘর বানিয়ে ঝুঁকিপূর্ণ পরিবেশে থাকা মো. ইসমাইল হোসেন বলেন, ‘আমি অসহায় ব্যক্তি। জমি কিনে ঘর করে এখানে থাকি। গত কয়েক দিনের ভারী বর্ষণে পাশের মাটি ধসে পড়ায় আতঙ্কে রাত্রিযাপন করি’
গতকাল মঙ্গলবার দুপুরে ইউএনও রক্তিম চৌধুরী মাস্টারপাড়া (পুরাতন উপজেলা) এলাকায় ঝুঁকিপূর্ণ পরিবেশ (পাহাড়ের পাদদেশে) থাকা কয়েকটি বাড়ি পরিদর্শন করেন এবং বসবাসরতদের অতি বৃষ্টির সময় বা আগে-পরে সতর্ক থাকার পরামর্শ দেন।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে