দীঘিনালা (খাগড়াছড়ি) ও বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
খাগড়াছড়ি থেকে রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্রে যাওয়ার সব ধরনের যান চলাচল বন্ধ হয়েছে। হঠাৎ দূরপাল্লার যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীরা।
গত মঙ্গলবার বিকেলে দীঘিনালায় ঢাকাগামী শান্তি পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার পর থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ ছাড়া ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) নেতা নবায়ন চাকমা মিলন (সৌরভ) আটকের পর মৃত্যুর ঘটনায় রাঙামাটির বাঘাইছড়িতে সড়ক অবরোধ করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। তবে জোর তৎপরতার কারণে সাজেকে অবরোধের কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে সেনাবাহিনী।
জানা গেছে, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে দীঘিনালা ইউনিয়ন পরিষদসংলগ্ন পুকুর ঘাট এলাকায় ঢাকাগামী শান্তি পরিবহনের বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এর আগে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে গতকাল বুধবার সকাল থেকে তিন উপজেলার সঙ্গে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রেখেছেন চালকেরা।
এদিকে দীঘিনালার সঙ্গে যাত্রীবাহী দু-একটি পরিবহন চলতে দেখা গেলেও, উপজেলার বাবুছড়া সড়কে মঙ্গলবার থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
পর্যটকদের সড়কপথে রাঙামাটির বাঘাইছড়ি, বাঘাইহাট, মাচালং, লংগদু যেতে খাগড়াছড়ি ও দীঘিনালার পাড়ি দিতে হয়। কিন্তু মঙ্গলবারের ঘটনার পর দূরপাল্লার গাড়ির পাশাপাশি খাগড়াছড়ি থেকে লংগদু, বাঘাইছড়ি সড়কে স্থানীয় মাহেন্দ্র, অটোরিকশা, চাঁদের গাড়িগুলো যাত্রী ও পণ্য আনা-নেওয়া বন্ধ রেখেছে।
লংগদু, বাঘাইছড়ি, দীঘিনালাসহ তিন উপজেলার দায়িত্বে থাকা শান্তি পরিবহনের ম্যানেজার নাসের বলেন, ‘মঙ্গলবার আমাদের বাবুছড়া থেকে ঢাকাগামী একটি গাড়ি আগুন দিয়ে পুড়ে দেয় দুর্বৃত্তরা। এতে আমাদের গাড়ির চালকেরা নিরাপত্তাহীনতায় গাড়ি চালাচ্ছেন না।’
খাগড়াছড়ি শান্তি পরিবহনের অফিস সহকারী সুমন দেবনাথ বলেন, ‘আগুনের ওই ঘটনা আমাদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
এদিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কে ইউপিডিএফের (প্রসীত) সড়ক অবরোধের ফলে সকাল থেকে সারা দেশের দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীণ সড়কে যান চলাচল করছে।
সকালে বিজিবির পাহারায় গাড়ি চলাচলের কথা থাকলেও, নিরাপত্তার অজুহাতে দূরপাল্লার কোনো বাস বাঘাইছড়ি থেকে ছেড়ে যায়নি। সব যাত্রীর টিকিটের টাকা ফেরত দেওয়া হয়। তবে এতে ক্ষতির মুখে পড়েছেন মাছ ও সবজি ব্যবসায়ীরা। মাছ ব্যবসায়ী ইলিয়াস হোসেন বলেন, ‘সকালে ঢাকার বাসে ৭০ হাজার টাকার মাছ তুলেছি। এখন শুনছি গাড়ি যাবে না। আমার এই ক্ষতি কে পুষিয়ে দেবে?’
বাঘাইছড়ি শান্তি পরিবহনের লাইনম্যান প্রদীপ দাশ বলেন, ‘মঙ্গলবার বাবুছাড়া সড়কে ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাস ও দুটি মাহেন্দ্র গাড়িতে আগুন দেয় অবরোধকারীরা। তাই মালিক সমিতির সিদ্ধান্তে বাস চলাচল বন্ধ রয়েছে।’
জানা গেছে, আটকের পর আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের (প্রসীত) কোম্পানি কমান্ডার নবায়ন চাকমা সৌরভ হৃদ্রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে নির্যাতনে সৌরভের মৃত্যু হয়েছে বলে ইউপিডিএফ (প্রসীত) অভিযোগ তুলে। এর প্রতিবাদে খাগড়াছড়ি, দীঘিনালা, বাঘাইছড়ি-সাজেক ও মারিশ্যা সড়কে অনির্দিষ্ট সময়ের জন্য অবরোধের ঘোষণা দেয় দলটি।
ইউপিডিএফ (প্রসীত) দীঘিনালা শাখার পরিচালক সুজয় চাকমা বলেন, ‘আমাদের অবরোধ শান্তিপূর্ণ। এই অবরোধের মাধ্যমে পাহাড়ে আমাদের নেতা-কর্মীদের ওপর দমন-নিপীড়নের প্রতিবাদ জানাচ্ছি।’
এদিকে সেনাবাহিনীর পাহারায় বাঘাইছড়ি-সাজেক সড়কে পর্যটকবাহী ও ছোট-বড় যানবাহন চলাচল করছে। সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মুনতাসীর রহমান চৌধুরী বলেন, ‘সাজেকে সেনাবাহিনীর জোর তৎপরতায় অবরোধের কোনো প্রভাব পড়েনি। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
বাঘাইছড়ি থানার সার্কেল পুলিশ সুপার (এসপি) আব্দুল আউয়াল বলেন, ‘অবরোধের ফলে এখন পর্যন্ত উপজেলার কোথাও বিশৃঙ্খলার খবর পাইনি, গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।’
খাগড়াছড়ি থেকে রাঙামাটির সাজেক পর্যটনকেন্দ্রে যাওয়ার সব ধরনের যান চলাচল বন্ধ হয়েছে। হঠাৎ দূরপাল্লার যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীরা।
গত মঙ্গলবার বিকেলে দীঘিনালায় ঢাকাগামী শান্তি পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার পর থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ ছাড়া ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসীত) নেতা নবায়ন চাকমা মিলন (সৌরভ) আটকের পর মৃত্যুর ঘটনায় রাঙামাটির বাঘাইছড়িতে সড়ক অবরোধ করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। তবে জোর তৎপরতার কারণে সাজেকে অবরোধের কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে সেনাবাহিনী।
জানা গেছে, মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে দীঘিনালা ইউনিয়ন পরিষদসংলগ্ন পুকুর ঘাট এলাকায় ঢাকাগামী শান্তি পরিবহনের বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এর আগে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। এ ঘটনায় আতঙ্কিত হয়ে গতকাল বুধবার সকাল থেকে তিন উপজেলার সঙ্গে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রেখেছেন চালকেরা।
এদিকে দীঘিনালার সঙ্গে যাত্রীবাহী দু-একটি পরিবহন চলতে দেখা গেলেও, উপজেলার বাবুছড়া সড়কে মঙ্গলবার থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
পর্যটকদের সড়কপথে রাঙামাটির বাঘাইছড়ি, বাঘাইহাট, মাচালং, লংগদু যেতে খাগড়াছড়ি ও দীঘিনালার পাড়ি দিতে হয়। কিন্তু মঙ্গলবারের ঘটনার পর দূরপাল্লার গাড়ির পাশাপাশি খাগড়াছড়ি থেকে লংগদু, বাঘাইছড়ি সড়কে স্থানীয় মাহেন্দ্র, অটোরিকশা, চাঁদের গাড়িগুলো যাত্রী ও পণ্য আনা-নেওয়া বন্ধ রেখেছে।
লংগদু, বাঘাইছড়ি, দীঘিনালাসহ তিন উপজেলার দায়িত্বে থাকা শান্তি পরিবহনের ম্যানেজার নাসের বলেন, ‘মঙ্গলবার আমাদের বাবুছড়া থেকে ঢাকাগামী একটি গাড়ি আগুন দিয়ে পুড়ে দেয় দুর্বৃত্তরা। এতে আমাদের গাড়ির চালকেরা নিরাপত্তাহীনতায় গাড়ি চালাচ্ছেন না।’
খাগড়াছড়ি শান্তি পরিবহনের অফিস সহকারী সুমন দেবনাথ বলেন, ‘আগুনের ওই ঘটনা আমাদের অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
এদিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কে ইউপিডিএফের (প্রসীত) সড়ক অবরোধের ফলে সকাল থেকে সারা দেশের দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীণ সড়কে যান চলাচল করছে।
সকালে বিজিবির পাহারায় গাড়ি চলাচলের কথা থাকলেও, নিরাপত্তার অজুহাতে দূরপাল্লার কোনো বাস বাঘাইছড়ি থেকে ছেড়ে যায়নি। সব যাত্রীর টিকিটের টাকা ফেরত দেওয়া হয়। তবে এতে ক্ষতির মুখে পড়েছেন মাছ ও সবজি ব্যবসায়ীরা। মাছ ব্যবসায়ী ইলিয়াস হোসেন বলেন, ‘সকালে ঢাকার বাসে ৭০ হাজার টাকার মাছ তুলেছি। এখন শুনছি গাড়ি যাবে না। আমার এই ক্ষতি কে পুষিয়ে দেবে?’
বাঘাইছড়ি শান্তি পরিবহনের লাইনম্যান প্রদীপ দাশ বলেন, ‘মঙ্গলবার বাবুছাড়া সড়কে ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাস ও দুটি মাহেন্দ্র গাড়িতে আগুন দেয় অবরোধকারীরা। তাই মালিক সমিতির সিদ্ধান্তে বাস চলাচল বন্ধ রয়েছে।’
জানা গেছে, আটকের পর আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের (প্রসীত) কোম্পানি কমান্ডার নবায়ন চাকমা সৌরভ হৃদ্রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে নির্যাতনে সৌরভের মৃত্যু হয়েছে বলে ইউপিডিএফ (প্রসীত) অভিযোগ তুলে। এর প্রতিবাদে খাগড়াছড়ি, দীঘিনালা, বাঘাইছড়ি-সাজেক ও মারিশ্যা সড়কে অনির্দিষ্ট সময়ের জন্য অবরোধের ঘোষণা দেয় দলটি।
ইউপিডিএফ (প্রসীত) দীঘিনালা শাখার পরিচালক সুজয় চাকমা বলেন, ‘আমাদের অবরোধ শান্তিপূর্ণ। এই অবরোধের মাধ্যমে পাহাড়ে আমাদের নেতা-কর্মীদের ওপর দমন-নিপীড়নের প্রতিবাদ জানাচ্ছি।’
এদিকে সেনাবাহিনীর পাহারায় বাঘাইছড়ি-সাজেক সড়কে পর্যটকবাহী ও ছোট-বড় যানবাহন চলাচল করছে। সেনাবাহিনীর সিক্স বেঙ্গল বাঘাইহাট জোন কমান্ডার লে. কর্নেল মুনতাসীর রহমান চৌধুরী বলেন, ‘সাজেকে সেনাবাহিনীর জোর তৎপরতায় অবরোধের কোনো প্রভাব পড়েনি। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
বাঘাইছড়ি থানার সার্কেল পুলিশ সুপার (এসপি) আব্দুল আউয়াল বলেন, ‘অবরোধের ফলে এখন পর্যন্ত উপজেলার কোথাও বিশৃঙ্খলার খবর পাইনি, গুরুত্বপূর্ণ সড়কে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে