সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও
নানা সমস্যায় জর্জরিত ঠাকুরগাঁওয়ের বক্ষব্যাধি ক্লিনিক। জেলা শহরের সত্যপীর সেতু এলাকায় অবস্থিত ক্লিনিকটির কার্যক্রম চলছে পুরোনো ভবনে। রয়েছে চিকিৎসক সংকট। এ ছাড়া নষ্ট যক্ষ্মা শনাক্তের যন্ত্রটি। এতে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা।
ক্লিনিক সূত্রে জানা গেছে, দ্রুত ও নির্ভুল যক্ষ্মা রোগী শনাক্তের জন্য ২০১৪ সালে প্রায় ২০ লাখ টাকার একটি জিন-এক্সপার্ট মেশিন ক্লিনিকে বরাদ্দ দেয় স্বাস্থ্য বিভাগ। চালুর পর থেকে এই মেশিনের সাহায্যে ঠাকুরগাঁও ও এর আশপাশের জেলা থেকে প্রতিদিন আসা শত শত রোগীর যক্ষ্মা নির্ণয় করা হয়। তবে ২০২১ সালের শেষের দিকে এটি নষ্ট হয়ে যায়। বিকল যন্ত্রটি মেরামতের জন্য একাধিকবার স্বাস্থ্য বিভাগে চিঠি দিয়েও সাড়া পাচ্ছে না ক্লিনিক কর্তৃপক্ষ। এ ছাড়া ৫৮ বছরের পুরোনো ভবন সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। পলেস্তারা খসে পড়ছে।
ক্লিনিকের ল্যাব সহকারী মেহেদুল ইসলাম বলেন, আগে প্রতিদিন ১০-১২ জন রোগীর নমুনা জিন-এক্সপার্ট মেশিন দিয়ে যক্ষ্মারোগ নির্ণয় করা যেত। এতে অল্প সময়ে দ্রুত রোগ শনাক্ত করা হতো। এখন প্রতিদিন দুই-তিনজনের রোগ পরীক্ষা করা হয়। জিন-এক্সপার্ট মেশিনের চারটি মোডিউলের মধ্যে তিনটি মডিউল অকেজো।
ল্যাব সাপোর্ট সহকারী মামুনুর রশিদ বলেন, ক্লিনিকের একমাত্র এক্স-রে মেশিনটিও অ্যানালগ হওয়ায় তা ১৬ বছর ধরে রোগ নির্ণয়ে অক্ষম। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা বিড়ম্বনায় পড়েন।
বক্ষব্যাধি ক্লিনিকের মেডিকেল অফিসার শুভেন্দু কুমার দেবনাথ বলেন, বিকল হওয়া জিন-এক্সপার্ট মেশিনের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে কয়েকবার লিখিতভাবে জানিয়েছেন। একই সঙ্গে একটি ডিজিটাল এক্স-রে মেশিনের জন্যও আবেদন করা হয়। স্বাস্থ্য বিভাগে কয়েক দফা চিঠি দিলেও এখনো সাড়া পাওয়া যায়নি।
শুভেন্দু কুমার আরও বলেন, ক্লিনিকের এক চিকিৎসকের পদটি ১১ বছর ধরে শূন্য। একজন চিকিৎসক এখানে প্রতিদিন ৪০-৫০ জন রোগীকে বহির্বিভাগে চিকিৎসাসেবা দেন।
জেলা সিভিল সার্জন নূর নেওয়াজ আহমেদ জানান, জিন-এক্সপার্ট মেশিনের বিষয়ে স্বাস্থ্য বিভাগকে অবগত করা হয়েছে। অন্যদিকে ক্লিনিক ভবনটি অনেক পুরোনো। এ কারণে জীর্ণদশা হয়েছে। ভবনটির সংস্কারের জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে। শূন্য চিকিৎসক পদটি পূরণের জন্য ঢাকায় জানানো হয়েছে।
নানা সমস্যায় জর্জরিত ঠাকুরগাঁওয়ের বক্ষব্যাধি ক্লিনিক। জেলা শহরের সত্যপীর সেতু এলাকায় অবস্থিত ক্লিনিকটির কার্যক্রম চলছে পুরোনো ভবনে। রয়েছে চিকিৎসক সংকট। এ ছাড়া নষ্ট যক্ষ্মা শনাক্তের যন্ত্রটি। এতে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা।
ক্লিনিক সূত্রে জানা গেছে, দ্রুত ও নির্ভুল যক্ষ্মা রোগী শনাক্তের জন্য ২০১৪ সালে প্রায় ২০ লাখ টাকার একটি জিন-এক্সপার্ট মেশিন ক্লিনিকে বরাদ্দ দেয় স্বাস্থ্য বিভাগ। চালুর পর থেকে এই মেশিনের সাহায্যে ঠাকুরগাঁও ও এর আশপাশের জেলা থেকে প্রতিদিন আসা শত শত রোগীর যক্ষ্মা নির্ণয় করা হয়। তবে ২০২১ সালের শেষের দিকে এটি নষ্ট হয়ে যায়। বিকল যন্ত্রটি মেরামতের জন্য একাধিকবার স্বাস্থ্য বিভাগে চিঠি দিয়েও সাড়া পাচ্ছে না ক্লিনিক কর্তৃপক্ষ। এ ছাড়া ৫৮ বছরের পুরোনো ভবন সংস্কারের অভাবে বিভিন্ন স্থানে ফাটল ধরেছে। পলেস্তারা খসে পড়ছে।
ক্লিনিকের ল্যাব সহকারী মেহেদুল ইসলাম বলেন, আগে প্রতিদিন ১০-১২ জন রোগীর নমুনা জিন-এক্সপার্ট মেশিন দিয়ে যক্ষ্মারোগ নির্ণয় করা যেত। এতে অল্প সময়ে দ্রুত রোগ শনাক্ত করা হতো। এখন প্রতিদিন দুই-তিনজনের রোগ পরীক্ষা করা হয়। জিন-এক্সপার্ট মেশিনের চারটি মোডিউলের মধ্যে তিনটি মডিউল অকেজো।
ল্যাব সাপোর্ট সহকারী মামুনুর রশিদ বলেন, ক্লিনিকের একমাত্র এক্স-রে মেশিনটিও অ্যানালগ হওয়ায় তা ১৬ বছর ধরে রোগ নির্ণয়ে অক্ষম। এতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা বিড়ম্বনায় পড়েন।
বক্ষব্যাধি ক্লিনিকের মেডিকেল অফিসার শুভেন্দু কুমার দেবনাথ বলেন, বিকল হওয়া জিন-এক্সপার্ট মেশিনের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে কয়েকবার লিখিতভাবে জানিয়েছেন। একই সঙ্গে একটি ডিজিটাল এক্স-রে মেশিনের জন্যও আবেদন করা হয়। স্বাস্থ্য বিভাগে কয়েক দফা চিঠি দিলেও এখনো সাড়া পাওয়া যায়নি।
শুভেন্দু কুমার আরও বলেন, ক্লিনিকের এক চিকিৎসকের পদটি ১১ বছর ধরে শূন্য। একজন চিকিৎসক এখানে প্রতিদিন ৪০-৫০ জন রোগীকে বহির্বিভাগে চিকিৎসাসেবা দেন।
জেলা সিভিল সার্জন নূর নেওয়াজ আহমেদ জানান, জিন-এক্সপার্ট মেশিনের বিষয়ে স্বাস্থ্য বিভাগকে অবগত করা হয়েছে। অন্যদিকে ক্লিনিক ভবনটি অনেক পুরোনো। এ কারণে জীর্ণদশা হয়েছে। ভবনটির সংস্কারের জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে। শূন্য চিকিৎসক পদটি পূরণের জন্য ঢাকায় জানানো হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে