বিনোদন প্রতিবেদক, ঢাকা
বিশ্ববিদ্যালয় জীবনের গল্প নিয়ে আগেও বেশ কিছু ধারাবাহিক তৈরি হয়েছে। এসব নাটকে তুলে ধরা হয়েছে ক্যাম্পাসে ঘটে যাওয়া প্রতিদিনের চিত্র। এমন গল্প নিয়ে তৈরি হচ্ছে আরেকটি দীর্ঘ ধারাবাহিক। ‘ক্যাম্পাস’ নামের নাটকটি বানাচ্ছেন তুহিন হোসেন। শুটিং হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ধারাবাহিকটি নিয়ে নির্মাতা তুহিন হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনে বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা, খুনসুটি, তর্ক—অনেক ঘটনা থাকে।
যাঁরা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন, সবার জীবনেই কমবেশি এমন ঘটনা আছে। সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। নাটকটি সবাই নিজেদের সঙ্গে রিলেট করতে পারবে। অনেকেই নস্টালজিক হয়ে পড়বেন। স্বল্প পরিসরে বিশ্ববিদ্যালয়ের পুরো ঘটনা সঠিকভাবে দেখানো যায় না। তাই ধারাবাহিক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি।’
ক্যাম্পাস ধারাবাহিকে অভিনয় করছেন রওনক হাসান, সুষমা সরকার, নাজিয়া হক অর্ষা, আহসান হাবিব নাসিম, চাষী আলম, পাভেল, শিবলী নোমান, ফারজানা মিহি, নাইমা মাহা প্রমুখ। প্রাথমিকভাবে নাটকটি সাজানো হয়েছে ১০৪ পর্বে। প্রচারের পর দর্শকের সাড়া পেলে বাড়তে পারে পর্বের সংখ্যা। ইতিমধ্যে শেষ হয়েছে ১৬ পর্বের শুটিং।
নির্মাতা তুহিন বলেন, ‘অভিনয়শিল্পীরা আমাকে অনেক সহায়তা করছেন। নাটকের গল্প শুনে আরও অনেক অভিনয়শিল্পী কাজ করার আগ্রহ দেখাচ্ছেন। যদি দর্শকের কাছ থেকে ভালো ফিডব্যাক পাওয়া যায়, তাহলে এ ধারাবাহিকে আরও অনেক জনপ্রিয় শিল্পীকে দেখা যেতে পারে।’
ধারাবাহিকটি নির্মাণের ক্ষেত্রে নির্মাতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাজেট। নির্মাতা বলেন, ‘দীর্ঘ ধারাবাহিক নির্মাণ করতে অনেক বাজেট প্রয়োজন। এ ছাড়া রাজশাহীতে পুরো ইউনিট নিয়ে শুটিং করাও ব্যয়বহুল। টিভি চ্যানেল থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি। তবে বাণিজ্যিক একটা বিষয় সব সময় থাকে। এ কারণে নাটকটি দর্শকের পছন্দ হওয়া অনেক বড় ব্যাপার।’
নির্মাতা জানান, আগামী ৪ নভেম্বর রাজশাহীতে শুরু হবে নাটকের দ্বিতীয় লটের শুটিং। সব ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে মাছরাঙা টেলিভিশনে ধারাবাহিকটির প্রচার শুরু হবে। সপ্তাহে পাঁচ দিন দেখা যাবে ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয় জীবনের গল্প নিয়ে আগেও বেশ কিছু ধারাবাহিক তৈরি হয়েছে। এসব নাটকে তুলে ধরা হয়েছে ক্যাম্পাসে ঘটে যাওয়া প্রতিদিনের চিত্র। এমন গল্প নিয়ে তৈরি হচ্ছে আরেকটি দীর্ঘ ধারাবাহিক। ‘ক্যাম্পাস’ নামের নাটকটি বানাচ্ছেন তুহিন হোসেন। শুটিং হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। ধারাবাহিকটি নিয়ে নির্মাতা তুহিন হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় জীবনে বন্ধুত্ব, প্রেম, ভালোবাসা, খুনসুটি, তর্ক—অনেক ঘটনা থাকে।
যাঁরা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেছেন, সবার জীবনেই কমবেশি এমন ঘটনা আছে। সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। নাটকটি সবাই নিজেদের সঙ্গে রিলেট করতে পারবে। অনেকেই নস্টালজিক হয়ে পড়বেন। স্বল্প পরিসরে বিশ্ববিদ্যালয়ের পুরো ঘটনা সঠিকভাবে দেখানো যায় না। তাই ধারাবাহিক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি।’
ক্যাম্পাস ধারাবাহিকে অভিনয় করছেন রওনক হাসান, সুষমা সরকার, নাজিয়া হক অর্ষা, আহসান হাবিব নাসিম, চাষী আলম, পাভেল, শিবলী নোমান, ফারজানা মিহি, নাইমা মাহা প্রমুখ। প্রাথমিকভাবে নাটকটি সাজানো হয়েছে ১০৪ পর্বে। প্রচারের পর দর্শকের সাড়া পেলে বাড়তে পারে পর্বের সংখ্যা। ইতিমধ্যে শেষ হয়েছে ১৬ পর্বের শুটিং।
নির্মাতা তুহিন বলেন, ‘অভিনয়শিল্পীরা আমাকে অনেক সহায়তা করছেন। নাটকের গল্প শুনে আরও অনেক অভিনয়শিল্পী কাজ করার আগ্রহ দেখাচ্ছেন। যদি দর্শকের কাছ থেকে ভালো ফিডব্যাক পাওয়া যায়, তাহলে এ ধারাবাহিকে আরও অনেক জনপ্রিয় শিল্পীকে দেখা যেতে পারে।’
ধারাবাহিকটি নির্মাণের ক্ষেত্রে নির্মাতার সবচেয়ে বড় চ্যালেঞ্জ বাজেট। নির্মাতা বলেন, ‘দীর্ঘ ধারাবাহিক নির্মাণ করতে অনেক বাজেট প্রয়োজন। এ ছাড়া রাজশাহীতে পুরো ইউনিট নিয়ে শুটিং করাও ব্যয়বহুল। টিভি চ্যানেল থেকে সব ধরনের সহযোগিতা পাচ্ছি। তবে বাণিজ্যিক একটা বিষয় সব সময় থাকে। এ কারণে নাটকটি দর্শকের পছন্দ হওয়া অনেক বড় ব্যাপার।’
নির্মাতা জানান, আগামী ৪ নভেম্বর রাজশাহীতে শুরু হবে নাটকের দ্বিতীয় লটের শুটিং। সব ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহে মাছরাঙা টেলিভিশনে ধারাবাহিকটির প্রচার শুরু হবে। সপ্তাহে পাঁচ দিন দেখা যাবে ক্যাম্পাস।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে