নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
১০ সুবিধাবঞ্চিত শিশুর এক দিনের চাওয়া পূরণ করেছেন মোহাম্মদ নিজাম উদ্দিন। তাঁর সংগঠন গোল্ডেন ইয়ুথ ফাউন্ডেশন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিশুদের নিয়ে ‘ইচ্ছে পূরণ’ নামে একটি ব্যতিক্রমী আয়োজন করে।
নিজাম উদ্দিন ওই ১০ শিশুকে নিয়ে গত সোমবার উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরেছেন। তাদের পরিচিত করিয়েছেন বিভিন্ন স্থান ও সরকারি স্থাপনার সঙ্গে। এ সময় যাতায়াত, সকালের নাশতা এবং দুপুরের খাবার এবং নতুন পোশাকের ব্যবস্থা করেন তিনি। এমনকি ওই সব শিশুদের ছোট খাটো বায়নাও পূরণ করেন। এসব বায়নার মধ্যে ছিল চিপস, বিস্কুট, চকলেট আর মিষ্টি। এসব পেয়ে আনন্দে দিনটি পার করে শিশুরা।
ইচ্ছে পূরণে আসা উপজেলার নেওয়াশী ইউনিয়নের ঠকটারী এলাকার মৃত শঙ্কর ঠাকুরের মেয়ে স্মৃতি ও ইতি জানায়, তাদের একজন তৃতীয়, অন্যজন দ্বিতীয় শ্রেণিতে পড়ে। তাঁদের বাবা মারা গেছেন। মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন, তা দিয়েই কোনোমতে সংসার চলে। ভালো কিছু খাওয়া-পরার সৌভাগ্য তাদের হয়নি। গত সোমবার নিজাম তাদের ইচ্ছে পূরণে এগিয়ে এসেছেন। তারা ঘুরেছে উপজেলার নানা প্রান্তে। শহীদ মিনার দেখেছে, সেখানে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধাও জানিয়েছে। ভালো হোটেলে খাবার খেয়েছে।
একই ইউনিয়নের সুখাতি বোর্ডঘর এলাকার মৃত ইউনুছ আলীর ছেলে নাজমুল ইসলাম (৮), এগারোমাথা এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে রব্বানী (৯) জানায়, তারা অনেক আনন্দ করেছে। তারা ওই দিন যখন যা চেয়েছে, তাই পেয়েছে।
গোল্ডেন ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নিজাম উদ্দিন বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুরা একটু আদর, একটু ভালোবাসা পেলে কতটা খুশি হয় বলে বোঝানো যাবে না।’
১০ সুবিধাবঞ্চিত শিশুর এক দিনের চাওয়া পূরণ করেছেন মোহাম্মদ নিজাম উদ্দিন। তাঁর সংগঠন গোল্ডেন ইয়ুথ ফাউন্ডেশন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিশুদের নিয়ে ‘ইচ্ছে পূরণ’ নামে একটি ব্যতিক্রমী আয়োজন করে।
নিজাম উদ্দিন ওই ১০ শিশুকে নিয়ে গত সোমবার উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরেছেন। তাদের পরিচিত করিয়েছেন বিভিন্ন স্থান ও সরকারি স্থাপনার সঙ্গে। এ সময় যাতায়াত, সকালের নাশতা এবং দুপুরের খাবার এবং নতুন পোশাকের ব্যবস্থা করেন তিনি। এমনকি ওই সব শিশুদের ছোট খাটো বায়নাও পূরণ করেন। এসব বায়নার মধ্যে ছিল চিপস, বিস্কুট, চকলেট আর মিষ্টি। এসব পেয়ে আনন্দে দিনটি পার করে শিশুরা।
ইচ্ছে পূরণে আসা উপজেলার নেওয়াশী ইউনিয়নের ঠকটারী এলাকার মৃত শঙ্কর ঠাকুরের মেয়ে স্মৃতি ও ইতি জানায়, তাদের একজন তৃতীয়, অন্যজন দ্বিতীয় শ্রেণিতে পড়ে। তাঁদের বাবা মারা গেছেন। মা অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করেন, তা দিয়েই কোনোমতে সংসার চলে। ভালো কিছু খাওয়া-পরার সৌভাগ্য তাদের হয়নি। গত সোমবার নিজাম তাদের ইচ্ছে পূরণে এগিয়ে এসেছেন। তারা ঘুরেছে উপজেলার নানা প্রান্তে। শহীদ মিনার দেখেছে, সেখানে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধাও জানিয়েছে। ভালো হোটেলে খাবার খেয়েছে।
একই ইউনিয়নের সুখাতি বোর্ডঘর এলাকার মৃত ইউনুছ আলীর ছেলে নাজমুল ইসলাম (৮), এগারোমাথা এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে রব্বানী (৯) জানায়, তারা অনেক আনন্দ করেছে। তারা ওই দিন যখন যা চেয়েছে, তাই পেয়েছে।
গোল্ডেন ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি নিজাম উদ্দিন বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুরা একটু আদর, একটু ভালোবাসা পেলে কতটা খুশি হয় বলে বোঝানো যাবে না।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে