বিনোদন প্রতিবেদক, ঢাকা
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরকে নিয়ে বায়োপিক নির্মাণের ঘোষণা দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। নির্মাতা জানিয়েছেন, ইতিমধ্যে শাবনূরের সঙ্গে বায়োপিক নিয়ে কথাও বলেছেন তিনি। মানিক বলেন, ‘অনেক দিনের ইচ্ছা তাঁর বায়োপিক নির্মাণ করার। এটা একদিকে যেমন তাঁকে সম্মান জানানো হবে, অন্যদিকে বর্তমান প্রজন্ম তাঁর সম্পর্কে অনেক তথ্য জানতে পারবে।’
সিনেমায় শাবনূরের পুরো জীবনকাহিনি উঠে আসবে জানিয়ে নির্মাতা মানিক বলেন, ‘সিনেমায় তাঁর (শাবনূর) পুরো জীবনবৃত্তান্ত তুলে ধরা হবে। এর আগে ‘শাবনূর আপা জিন্দাবাদ’ নামের একটি সিনেমা করার কথা ছিল। সেখানেও তাঁর জীবনকাহিনি তুলে ধরার পরিকল্পনা ছিল। কিন্তু সেই সিনেমাটি আর করা হয়নি। এবার যেহেতু বায়োপিক করার পরিকল্পনা করেছি, তাই চিত্রনাট্যটাই হচ্ছে শাবনূরকে ঘিরে।’ এ বিষয়ে শাবনূরের সঙ্গে পাকা কথা হয়েছে বলে জানিয়েছেন মানিক। এখন চিত্রনাট্যের কাজ চলছে। ফেব্রুয়ারিতে দেশে ফেরার কথা রয়েছে শাবনূরের। তখন পুরো প্রজেক্ট নিয়ে বিশদ আলোচনা হবে। মানিক বলেন, ‘শাবনূর চিত্রনাট্য পছন্দ করলেই কাজ শুরু হবে, আর কারেকশন চাইলে সেটা করার পরই শুটিং শুরু করব।’
শাবনূরকে নিয়ে মোস্তাফিজুর রহমান মানিকের তৈরি কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হলো ‘দুই নয়নের আলো’, ‘মা আমার চোখের মণি’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ইত্যাদি।
১৯৯৩ সালে পরিচালক এহতেশামের হাত ধরে ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় শাবনূরের। সালমান শাহর বিপরীতে জুটি বেঁধে ‘তুমি আমার’ সিনেমা দিয়ে দর্শকপ্রিয়তা পান তিনি। ‘দুই নয়নের আলো’ সিনেমার জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বর্তমানে ছেলে আইজান নিহানকে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন শাবনূর।
বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূরকে নিয়ে বায়োপিক নির্মাণের ঘোষণা দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। নির্মাতা জানিয়েছেন, ইতিমধ্যে শাবনূরের সঙ্গে বায়োপিক নিয়ে কথাও বলেছেন তিনি। মানিক বলেন, ‘অনেক দিনের ইচ্ছা তাঁর বায়োপিক নির্মাণ করার। এটা একদিকে যেমন তাঁকে সম্মান জানানো হবে, অন্যদিকে বর্তমান প্রজন্ম তাঁর সম্পর্কে অনেক তথ্য জানতে পারবে।’
সিনেমায় শাবনূরের পুরো জীবনকাহিনি উঠে আসবে জানিয়ে নির্মাতা মানিক বলেন, ‘সিনেমায় তাঁর (শাবনূর) পুরো জীবনবৃত্তান্ত তুলে ধরা হবে। এর আগে ‘শাবনূর আপা জিন্দাবাদ’ নামের একটি সিনেমা করার কথা ছিল। সেখানেও তাঁর জীবনকাহিনি তুলে ধরার পরিকল্পনা ছিল। কিন্তু সেই সিনেমাটি আর করা হয়নি। এবার যেহেতু বায়োপিক করার পরিকল্পনা করেছি, তাই চিত্রনাট্যটাই হচ্ছে শাবনূরকে ঘিরে।’ এ বিষয়ে শাবনূরের সঙ্গে পাকা কথা হয়েছে বলে জানিয়েছেন মানিক। এখন চিত্রনাট্যের কাজ চলছে। ফেব্রুয়ারিতে দেশে ফেরার কথা রয়েছে শাবনূরের। তখন পুরো প্রজেক্ট নিয়ে বিশদ আলোচনা হবে। মানিক বলেন, ‘শাবনূর চিত্রনাট্য পছন্দ করলেই কাজ শুরু হবে, আর কারেকশন চাইলে সেটা করার পরই শুটিং শুরু করব।’
শাবনূরকে নিয়ে মোস্তাফিজুর রহমান মানিকের তৈরি কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা হলো ‘দুই নয়নের আলো’, ‘মা আমার চোখের মণি’, ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ইত্যাদি।
১৯৯৩ সালে পরিচালক এহতেশামের হাত ধরে ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় শাবনূরের। সালমান শাহর বিপরীতে জুটি বেঁধে ‘তুমি আমার’ সিনেমা দিয়ে দর্শকপ্রিয়তা পান তিনি। ‘দুই নয়নের আলো’ সিনেমার জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বর্তমানে ছেলে আইজান নিহানকে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন শাবনূর।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে