নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এক ঘণ্টা লোডশেডিং করার পরও প্রয়োজনীয় বিদ্যুৎ পাচ্ছে না রাজধানীতে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা ডিপিডিসি ও ডেসকো। ফলে রুটিনের বাইরে গিয়ে লোডশেডিং করতে হচ্ছে। এর পরিমাণ এলাকাভেদে ২-৩ ঘণ্টাও হচ্ছে। গত মঙ্গলবার থেকে দেশব্যাপী জ্বালানি পণ্যের সংকটের মধ্যে বিদ্যুতের ব্যবহার কমাতে এলাকাভিত্তিক এক ঘণ্টা করে লোডশেডিং শুরু করে সরকার।
ডেসকোর আওতাধীন বসুন্ধরা আবাসিক এলাকার বিদ্যুতের গ্রাহক দিদারুল ইসলাম বলেন, ‘সরকার এক ঘণ্টা লোডশেডিং করার কথা বললেও ২-৩ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। আমার এলাকায় বিদ্যুৎ যাওয়ার কথা বিকেল ৩টা থেকে ১ ঘণ্টা। কিন্তু লোডশেডিং হয়েছে সকাল সাড়ে ১০টা থেকে। প্রথমবার ১ ঘণ্টা বিদ্যুৎ না থাকলেও পরে আরও দুবার বিদ্যুৎ চলে গেছে।’
ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক কাউসার আমির আলী বলেন, ‘আমার এলাকায় এক ঘণ্টা লোডশেডিং করার পরও ১ হাজার মেগাওয়াটের ওপর বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু আমাদের সরবরাহ করা হচ্ছে ৮০০ মেগাওয়াট। আমাদের আগের শিডিউল অনুযায়ী সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে লোডশেডিংয়ের পরিকল্পনা করেছিলাম। কিন্তু এখন বিদ্যুৎ সরবরাহ কম থাকায় রাত ৮টার পরও লোডশেডিং করতে হবে। একই সঙ্গে লোডশেডিংয়ের পরিমাণও বাড়বে।’
চাহিদা মতো বিদ্যুৎ না পাওয়ায় লোডশেডিংয়ের সময় বাড়িয়ে নতুন শিডিউল করা হবে বলে তিনি জানান।
বিদ্যুৎ বিতরণে দায়িত্বে থাকা পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের তথ্য অনুসারে গতকাল বুধবার সারা দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৪২০ মেগাওয়াট। উৎপাদন হয়েছে ১২০৫১ মেগাওয়াট। দেশব্যাপী লোডশেডিং ছিল ২০৮৫ মেগাওয়াট।
ডিপিডিসির একটি সূত্র বলেন, এক ঘণ্টা লোডশেডিং করার পর তাদের দরকার প্রায় ১৭০০ মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু এখন সরবরাহ করা হচ্ছে ১৫৫০ মেগাওয়াটের মতো। প্রতিদিন ১৫০ মেগাওয়াট কম পাচ্ছেন। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, ‘আমরা চাহিদার তুলনায় বিদ্যুৎ প্রায় ১৪০-১৫০ মেগাওয়াট কম পাচ্ছি। এক ঘণ্টা লোডশেডিং করার পরও বিদ্যুতের ঘাটতি থাকার কারণে আমাদের অতিরিক্ত লোডশেডিং করতে হচ্ছে।’
গত সোমবার বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে সরকার একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করে। এই পদক্ষেপের অংশ হয়েছে বন্ধ রাখা হয়েছে ডিজেল চালিত বিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা আরও বেশি।
নতুন নির্দেশনা
সরকারি দপ্তরে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সরকারের ব্যয়-সাশ্রয়ে কার্যকর কর্মপন্থা ঠিক করতে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমিয়ে আনতে সব মন্ত্রণালয় প্রয়োজনীয় কর্মপন্থা নিরূপণ করবে। সরকারি সব দপ্তরে বিদ্যুতের ব্যবহার ২৫% কমাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারী, যাঁরা তেল ব্যবহার করেন তাঁদের বরাদ্দ ২০ শতাংশ কমাতে হবে।
এক ঘণ্টা লোডশেডিং করার পরও প্রয়োজনীয় বিদ্যুৎ পাচ্ছে না রাজধানীতে বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা ডিপিডিসি ও ডেসকো। ফলে রুটিনের বাইরে গিয়ে লোডশেডিং করতে হচ্ছে। এর পরিমাণ এলাকাভেদে ২-৩ ঘণ্টাও হচ্ছে। গত মঙ্গলবার থেকে দেশব্যাপী জ্বালানি পণ্যের সংকটের মধ্যে বিদ্যুতের ব্যবহার কমাতে এলাকাভিত্তিক এক ঘণ্টা করে লোডশেডিং শুরু করে সরকার।
ডেসকোর আওতাধীন বসুন্ধরা আবাসিক এলাকার বিদ্যুতের গ্রাহক দিদারুল ইসলাম বলেন, ‘সরকার এক ঘণ্টা লোডশেডিং করার কথা বললেও ২-৩ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। আমার এলাকায় বিদ্যুৎ যাওয়ার কথা বিকেল ৩টা থেকে ১ ঘণ্টা। কিন্তু লোডশেডিং হয়েছে সকাল সাড়ে ১০টা থেকে। প্রথমবার ১ ঘণ্টা বিদ্যুৎ না থাকলেও পরে আরও দুবার বিদ্যুৎ চলে গেছে।’
ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক কাউসার আমির আলী বলেন, ‘আমার এলাকায় এক ঘণ্টা লোডশেডিং করার পরও ১ হাজার মেগাওয়াটের ওপর বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু আমাদের সরবরাহ করা হচ্ছে ৮০০ মেগাওয়াট। আমাদের আগের শিডিউল অনুযায়ী সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে লোডশেডিংয়ের পরিকল্পনা করেছিলাম। কিন্তু এখন বিদ্যুৎ সরবরাহ কম থাকায় রাত ৮টার পরও লোডশেডিং করতে হবে। একই সঙ্গে লোডশেডিংয়ের পরিমাণও বাড়বে।’
চাহিদা মতো বিদ্যুৎ না পাওয়ায় লোডশেডিংয়ের সময় বাড়িয়ে নতুন শিডিউল করা হবে বলে তিনি জানান।
বিদ্যুৎ বিতরণে দায়িত্বে থাকা পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশের তথ্য অনুসারে গতকাল বুধবার সারা দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১৪২০ মেগাওয়াট। উৎপাদন হয়েছে ১২০৫১ মেগাওয়াট। দেশব্যাপী লোডশেডিং ছিল ২০৮৫ মেগাওয়াট।
ডিপিডিসির একটি সূত্র বলেন, এক ঘণ্টা লোডশেডিং করার পর তাদের দরকার প্রায় ১৭০০ মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু এখন সরবরাহ করা হচ্ছে ১৫৫০ মেগাওয়াটের মতো। প্রতিদিন ১৫০ মেগাওয়াট কম পাচ্ছেন। সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, ‘আমরা চাহিদার তুলনায় বিদ্যুৎ প্রায় ১৪০-১৫০ মেগাওয়াট কম পাচ্ছি। এক ঘণ্টা লোডশেডিং করার পরও বিদ্যুতের ঘাটতি থাকার কারণে আমাদের অতিরিক্ত লোডশেডিং করতে হচ্ছে।’
গত সোমবার বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ে সরকার একগুচ্ছ পদক্ষেপ ঘোষণা করে। এই পদক্ষেপের অংশ হয়েছে বন্ধ রাখা হয়েছে ডিজেল চালিত বিদ্যুৎকেন্দ্র। বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা আরও বেশি।
নতুন নির্দেশনা
সরকারি দপ্তরে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর জন্য নতুন নির্দেশনা জারি করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। সরকারের ব্যয়-সাশ্রয়ে কার্যকর কর্মপন্থা ঠিক করতে গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয়ে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের নিয়ে বৈঠক করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব তোফাজ্জল হোসেন মিয়া।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমিয়ে আনতে সব মন্ত্রণালয় প্রয়োজনীয় কর্মপন্থা নিরূপণ করবে। সরকারি সব দপ্তরে বিদ্যুতের ব্যবহার ২৫% কমাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারী, যাঁরা তেল ব্যবহার করেন তাঁদের বরাদ্দ ২০ শতাংশ কমাতে হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
৩ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৭ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৭ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
১১ দিন আগে