জয়নাল আবেদীন খান, ঢাকা
ডলার সাশ্রয়ে টাকা ও রুপিতে বাণিজ্যিক লেনদেন করতে সম্প্রতি বাড়তি আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ ও ভারত। কিন্তু মুদ্রার রেট নির্ধারণ, চুক্তিকরণ ও কার্যকর উদ্যোগের অভাবে এক দশক আগের সেই পুরোনো প্রস্তাব এখনো অধরাই রয়েছে। টাকা ও রুপিতে বাণিজ্যিক লেনদেন করতে বাংলাদেশকে গত ডিসেম্বরে প্রস্তাব দেয় ভারত। নানা জটিলতায় এবারও অন্তত ছয় মাস বিলম্ব হবে টাকা ও রুপির বিনিময়ে ব্যবসায়িক লেনদেন—এমনটি দাবি সংশ্লিষ্টদের।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘একটি বড় অর্থনীতির দেশের সঙ্গে রুপিতে বাণিজ্য করার ক্ষেত্রে নানা দিক ভাবতে হচ্ছে। তার মধ্যে ডলারের দাম ওঠানামার ক্ষেত্রে রুপি ও টাকার রেট নির্ধারণ, দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি (এমওইউ) এবং সরকারের অনুমোদন। এসব কম্প্রিহেনসিভ ওয়েতে করতে সাধারণত একটু বেশি সময় নিতে হয়। আর এখন পর্যন্ত টাকা-রুপি বিনিময় প্রস্তাব পর্যায়ে রয়েছে। সুতরাং চাইলেও শিগগিরই রুপি ও টাকায় বিনিময় সম্ভাবনা দেখছি না।’
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ব্যবধান অনেক বেশি। ফলে ভারতের প্রস্তাব তত্ত্বগতভাবে ঠিক হলেও বাস্তবে কঠিন হতে পারে। ভারত থেকে প্রায় ২০০ কোটি ডলারের যে রপ্তানি আয় বাংলাদেশ করে, সে পরিমাণ বাণিজ্য ভারতীয় মুদ্রায় করার কথা ভাবা হচ্ছে। সেটি হলেও ১ হাজার কোটি ডলারের বেশি যে আমদানি ব্যয়, তা ডলারেই করতে হবে। তবে ২০০ কোটি ডলারের পরিবর্তে টাকা ও রুপিতে লেনদেন বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিলে সমস্যা নেই। এটি শিগগিরই চালুর কোনো ইঙ্গিত দেখছি না।’
জানা যায়, ২০১৪ সালের সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের সঙ্গে রুপিতে বাণিজ্যের উদ্যোগ নিয়েছিল ভারত। ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান তখন বেশ অবমূল্যায়ন হয়েছিল। তবে নানা ঝুঁকি বিবেচনায় তখনকার উদ্যোগ সফল হয়নি। তবে হঠাৎ করে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ-ভারত মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারত উভয় দেশের জন্য বাণিজ্যের মাধ্যম হিসেবে রুপি চালু করার প্রস্তাব করে। সেই ধারাবাহিকতায় চলতি বছরের ২৪-২৫ ফেব্রুয়ারি ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত জি-সম্মেলনের এক ফাঁকে সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস ডলারের পরিবর্তে রুপি ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
অর্থ মন্ত্রণালয়ের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, টাকা ও রুপির বিনিময়ে বাণিজ্যিক লেনদেন করতে সম্প্রতি তৎপরতা বৃদ্ধি করেছে বাংলাদেশ ও ভারত। দুই দেশের পক্ষ থেকে প্রাথমিক যাচাই-বাছাই প্রায় শেষ পর্যায়ে। কিন্তু দ্বিপক্ষীয় সিদ্ধান্ত বাস্তবায়নে নিজ দেশের মুদ্রার মূল্যমান, রেট নির্ধারণ ও বাণিজ্য ঘাটতি প্রভৃতি ইস্যুতে বাড়তি সতর্কতা দেখাতে গিয়ে শিগগিরই আলোর মুখ দেখছে না টাকা-রুপিতে লেনদেন। বিষয়টি বর্তমান গতিতে চললে বাস্তবায়নে অন্তত আরও ছয়-সাত মাস লাগতে পারে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ ভারতে ২০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছিল। আর বাংলাদেশ ভারত থেকে পণ্য আমদানি করেছিল ১ হাজার ৬১৯ কোটি ডলারের। ঘাটতির পরিমাণ ১ হাজার ৪১৯ কোটি ডলার।
বৈদেশিক মুদ্রা লেনদেনে জড়িত বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্য করতে হলে ভারত ও বাংলাদেশের ব্যাংকের সঙ্গে রুপি ব্যবহারের জন্য পৃথক চুক্তিতে সই করতে হবে। টাকার মান নির্ধারণ করতে হবে। আবার মুদ্রার মান ডলারের তুলনায় ওঠানামা করে। তখন কীভাবে ও কত রেট হবে, তা নিয়ে কাজ চলছে। এগুলো সঠিকভাবে করতে না পারলে লেনদেন লেজেগোবরে অবস্থা হবে। সবকিছু মিলে সাতপাঁচ ভেবেই এগোতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার আব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) মোট বাণিজ্যের হিসাব প্রস্তাব আকারে কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়েছে। ভারতের সঙ্গে বাণিজ্যের বিষয়ে দুই দেশের ব্যবসায়ীরাও প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে জাতীয় অর্থনৈতিক পরিষদের এক বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার জানান, রুপি-টাকা বিনিময় পদ্ধতি চালু করা গেলে ভারতকে যে পরিমাণ অর্থ প্রদান করতে হয়, তা আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে দিতে হবে না এবং এর ফলে রিজার্ভের ওপর চাপও কমবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, দ্বিপক্ষীয় বাণিজ্যের মাধ্যম হিসেবে ডলারের পরিবর্তে রুপি ব্যবহারের প্রস্তাব তৈরি করছে ভারত। দেশটি শিগগির এ-বিষয়ক আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবে বাংলাদেশ সরকারকে। প্রস্তাব পাওয়ার পর অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, ডলারের পরিবর্তে রুপি ব্যবহার করে ভারত-বাংলাদেশ বাণিজ্য পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কিছু দ্বিপক্ষীয় সমস্যাও রয়েছে। কম্প্রিহেনশন পথে এগোতে পৃথক চুক্তি করতে হবে। মুদ্রার মান নির্ধারণ করতে হবে। সেগুলোর সমাধানের কাজ চলছে। ইতিবাচক সিদ্ধান্ত এলে প্রথমে পরীক্ষামূলকভাবে টাকা ও রুপিতে লেনদেন চালু হবে।
ডলার সাশ্রয়ে টাকা ও রুপিতে বাণিজ্যিক লেনদেন করতে সম্প্রতি বাড়তি আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশ ও ভারত। কিন্তু মুদ্রার রেট নির্ধারণ, চুক্তিকরণ ও কার্যকর উদ্যোগের অভাবে এক দশক আগের সেই পুরোনো প্রস্তাব এখনো অধরাই রয়েছে। টাকা ও রুপিতে বাণিজ্যিক লেনদেন করতে বাংলাদেশকে গত ডিসেম্বরে প্রস্তাব দেয় ভারত। নানা জটিলতায় এবারও অন্তত ছয় মাস বিলম্ব হবে টাকা ও রুপির বিনিময়ে ব্যবসায়িক লেনদেন—এমনটি দাবি সংশ্লিষ্টদের।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘একটি বড় অর্থনীতির দেশের সঙ্গে রুপিতে বাণিজ্য করার ক্ষেত্রে নানা দিক ভাবতে হচ্ছে। তার মধ্যে ডলারের দাম ওঠানামার ক্ষেত্রে রুপি ও টাকার রেট নির্ধারণ, দুই দেশের কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি (এমওইউ) এবং সরকারের অনুমোদন। এসব কম্প্রিহেনসিভ ওয়েতে করতে সাধারণত একটু বেশি সময় নিতে হয়। আর এখন পর্যন্ত টাকা-রুপি বিনিময় প্রস্তাব পর্যায়ে রয়েছে। সুতরাং চাইলেও শিগগিরই রুপি ও টাকায় বিনিময় সম্ভাবনা দেখছি না।’
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ব্যবধান অনেক বেশি। ফলে ভারতের প্রস্তাব তত্ত্বগতভাবে ঠিক হলেও বাস্তবে কঠিন হতে পারে। ভারত থেকে প্রায় ২০০ কোটি ডলারের যে রপ্তানি আয় বাংলাদেশ করে, সে পরিমাণ বাণিজ্য ভারতীয় মুদ্রায় করার কথা ভাবা হচ্ছে। সেটি হলেও ১ হাজার কোটি ডলারের বেশি যে আমদানি ব্যয়, তা ডলারেই করতে হবে। তবে ২০০ কোটি ডলারের পরিবর্তে টাকা ও রুপিতে লেনদেন বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক অনুমোদন দিলে সমস্যা নেই। এটি শিগগিরই চালুর কোনো ইঙ্গিত দেখছি না।’
জানা যায়, ২০১৪ সালের সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের সঙ্গে রুপিতে বাণিজ্যের উদ্যোগ নিয়েছিল ভারত। ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান তখন বেশ অবমূল্যায়ন হয়েছিল। তবে নানা ঝুঁকি বিবেচনায় তখনকার উদ্যোগ সফল হয়নি। তবে হঠাৎ করে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ-ভারত মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারত উভয় দেশের জন্য বাণিজ্যের মাধ্যম হিসেবে রুপি চালু করার প্রস্তাব করে। সেই ধারাবাহিকতায় চলতি বছরের ২৪-২৫ ফেব্রুয়ারি ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত জি-সম্মেলনের এক ফাঁকে সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস ডলারের পরিবর্তে রুপি ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
অর্থ মন্ত্রণালয়ের একজন সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, টাকা ও রুপির বিনিময়ে বাণিজ্যিক লেনদেন করতে সম্প্রতি তৎপরতা বৃদ্ধি করেছে বাংলাদেশ ও ভারত। দুই দেশের পক্ষ থেকে প্রাথমিক যাচাই-বাছাই প্রায় শেষ পর্যায়ে। কিন্তু দ্বিপক্ষীয় সিদ্ধান্ত বাস্তবায়নে নিজ দেশের মুদ্রার মূল্যমান, রেট নির্ধারণ ও বাণিজ্য ঘাটতি প্রভৃতি ইস্যুতে বাড়তি সতর্কতা দেখাতে গিয়ে শিগগিরই আলোর মুখ দেখছে না টাকা-রুপিতে লেনদেন। বিষয়টি বর্তমান গতিতে চললে বাস্তবায়নে অন্তত আরও ছয়-সাত মাস লাগতে পারে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ ভারতে ২০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছিল। আর বাংলাদেশ ভারত থেকে পণ্য আমদানি করেছিল ১ হাজার ৬১৯ কোটি ডলারের। ঘাটতির পরিমাণ ১ হাজার ৪১৯ কোটি ডলার।
বৈদেশিক মুদ্রা লেনদেনে জড়িত বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ভারতের সঙ্গে রুপিতে বাণিজ্য করতে হলে ভারত ও বাংলাদেশের ব্যাংকের সঙ্গে রুপি ব্যবহারের জন্য পৃথক চুক্তিতে সই করতে হবে। টাকার মান নির্ধারণ করতে হবে। আবার মুদ্রার মান ডলারের তুলনায় ওঠানামা করে। তখন কীভাবে ও কত রেট হবে, তা নিয়ে কাজ চলছে। এগুলো সঠিকভাবে করতে না পারলে লেনদেন লেজেগোবরে অবস্থা হবে। সবকিছু মিলে সাতপাঁচ ভেবেই এগোতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার আব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) মোট বাণিজ্যের হিসাব প্রস্তাব আকারে কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়েছে। ভারতের সঙ্গে বাণিজ্যের বিষয়ে দুই দেশের ব্যবসায়ীরাও প্রস্তুতি নিচ্ছেন।
এদিকে জাতীয় অর্থনৈতিক পরিষদের এক বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার জানান, রুপি-টাকা বিনিময় পদ্ধতি চালু করা গেলে ভারতকে যে পরিমাণ অর্থ প্রদান করতে হয়, তা আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে দিতে হবে না এবং এর ফলে রিজার্ভের ওপর চাপও কমবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, দ্বিপক্ষীয় বাণিজ্যের মাধ্যম হিসেবে ডলারের পরিবর্তে রুপি ব্যবহারের প্রস্তাব তৈরি করছে ভারত। দেশটি শিগগির এ-বিষয়ক আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবে বাংলাদেশ সরকারকে। প্রস্তাব পাওয়ার পর অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্য মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, ডলারের পরিবর্তে রুপি ব্যবহার করে ভারত-বাংলাদেশ বাণিজ্য পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কিছু দ্বিপক্ষীয় সমস্যাও রয়েছে। কম্প্রিহেনশন পথে এগোতে পৃথক চুক্তি করতে হবে। মুদ্রার মান নির্ধারণ করতে হবে। সেগুলোর সমাধানের কাজ চলছে। ইতিবাচক সিদ্ধান্ত এলে প্রথমে পরীক্ষামূলকভাবে টাকা ও রুপিতে লেনদেন চালু হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে