গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যানজট নিত্যদিনের। মহাসড়কে অপেক্ষায় থাকে শত শত যানবাহন। অথচ দৌলতদিয়া ঘাটে দুটি ট্রাক টার্মিনাল রয়েছে। যা থাকছে ফাঁকা। এতে ট্রাকগুলো রাখা হলে কমত ভোগান্তি। নির্মিত টার্মিনালের একটিতে মাছ ও সবজির বাজার বসে। অন্যটিতে জেলার অভ্যন্তরীণ পথে চলাচলরত কিছু বাস রাখা হয়। ট্রাফিক পুলিশ জানিয়েছে, টার্মিনালটি পেছনের দিকে হওয়ায় সেখানে গাড়ি রাখলে সমস্যার সৃষ্টি হয়। আনলোডের গাড়ি আটকে গিয়ে অনেক সময় জট লেগে যায়। এরপরও মাঝে মধ্যে গাড়ি রাখা হয়।
এদিকে দৌলতদিয়ায় দিনের পর দিন মহাসড়কে আটকে থাকছে পণ্যবাহী ট্রাক। এসব ট্রাক দুই-তিন দিনেও ফেরির নাগাল পাচ্ছে না। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে চালক ও সহকারীদের। ট্রাকচালকেরা জানান, আশপাশে খাবার হোটেল, গোসল ও টয়লেটের ব্যবস্থাও নেই।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, দৌলতদিয়া ঘাটে নির্মিত দুটি টার্মিনালে একসঙ্গে ৫০০টি ট্রাক রাখা সম্ভব।
সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের টার্মিনালগুলো সম্পূর্ণ ফাঁকা। এ সুযোগে টার্মিনাল ঘিরে শত শত অবৈধ দোকান বসানো রয়েছে। কিন্তু টার্মিনালে কোনো ট্রাক দেখা যায়নি। ফেরি পার হওয়ায় ট্রাকগুলো টার্মিনালে না থাকায় মহাসড়কে লেগে আছে যানজট।
টার্মিনাল ব্যবহার না করে মহাসড়কে গাড়ি রেখে যানজট তৈরির বিষয়ে গত ১৫ নভেম্বর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়। এ সময় কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘ঘাটে দুটি বড় বড় টার্মিনাল রয়েছে। টার্মিনালে কোনো পণ্যবাহী গাড়ি রাখা হয় না। অথচ রাত-দিন সড়কে পণ্যবাহী গাড়ির লম্বা লাইন। এসব গাড়ি টার্মিনালে রেখে সিরিয়ালভাবে টিকিট দিলে সড়কে কোনো যানজট হয় না। অথচ কার স্বার্থে টার্মিনাল ফাঁকা রেখে গাড়ি মহাসড়কে লাইন ধরে রাখা হচ্ছে বিষয়টি জানা দরকার।’
সভায় উপস্থিত বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক জামাল হোসাইন বলেন, ‘টার্মিনাল দুটি বিআইডব্লিউটিএ পরিচালনা করে। কী জন্য টার্মিনাল ফাঁকা রাখা হচ্ছে, তারা ভালো বলতে পারবে। গাড়ির সিরিয়াল নিয়ন্ত্রণ করে ট্রাফিক পুলিশ। কেন টার্মিনালে গাড়ি রাখে না, এ ব্যাপারেও তারা বলতে পারবে।’
টার্মিনালে বাজার বসানোর ব্যাপারে জানতে চাইলে দৌলতদিয়া বাজার পরিষদের সভাপতি মো. মোহন মন্ডল বলেন, আমাদের কাছ থেকে ইজারাদার খাজনা নেন। তাঁরা কীভাবে টার্মিনালে বসান তা তো আমরা জানি না।
টার্মিনালে বাজার বসানোর ব্যাপারে জানতে চাইলে ইজারাদার মো. রফিকুল খান বলেন, ‘জায়গাটা খালি পড়ে থাকে বিধায় আমরা ব্যবহার করতাম। তিন দিন আগে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হক এসে নিষেধ করায় এখন আর ব্যবহার করা হয় না।’ তবে সরেজমিনে মাছের বাজার দেখা গেছে।
এ বিষয়ে ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. রফিকুর রহমান বলেন, ‘টার্মিনালটি ব্যাক সাইডে হওয়ায় সেখানে গাড়ি দিলে সমস্যার সৃষ্টি হয়। টার্মিনালে গাড়ি দিলে আনলোডের গাড়ি আটকে গিয়ে অনেক সময় জ্যাম লেগে যায়। আবার কিছু গাড়ি লুকিয়ে সিরিয়ালে ঢুকে। যদিও ছোট টার্মিনালে মাত্র ২০-২৫টি গাড়ি রাখা যায়। এরপরও মাঝে মধ্যে গাড়ি দেওয়া হয়।’
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যানজট নিত্যদিনের। মহাসড়কে অপেক্ষায় থাকে শত শত যানবাহন। অথচ দৌলতদিয়া ঘাটে দুটি ট্রাক টার্মিনাল রয়েছে। যা থাকছে ফাঁকা। এতে ট্রাকগুলো রাখা হলে কমত ভোগান্তি। নির্মিত টার্মিনালের একটিতে মাছ ও সবজির বাজার বসে। অন্যটিতে জেলার অভ্যন্তরীণ পথে চলাচলরত কিছু বাস রাখা হয়। ট্রাফিক পুলিশ জানিয়েছে, টার্মিনালটি পেছনের দিকে হওয়ায় সেখানে গাড়ি রাখলে সমস্যার সৃষ্টি হয়। আনলোডের গাড়ি আটকে গিয়ে অনেক সময় জট লেগে যায়। এরপরও মাঝে মধ্যে গাড়ি রাখা হয়।
এদিকে দৌলতদিয়ায় দিনের পর দিন মহাসড়কে আটকে থাকছে পণ্যবাহী ট্রাক। এসব ট্রাক দুই-তিন দিনেও ফেরির নাগাল পাচ্ছে না। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে চালক ও সহকারীদের। ট্রাকচালকেরা জানান, আশপাশে খাবার হোটেল, গোসল ও টয়লেটের ব্যবস্থাও নেই।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা যায়, দৌলতদিয়া ঘাটে নির্মিত দুটি টার্মিনালে একসঙ্গে ৫০০টি ট্রাক রাখা সম্ভব।
সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের টার্মিনালগুলো সম্পূর্ণ ফাঁকা। এ সুযোগে টার্মিনাল ঘিরে শত শত অবৈধ দোকান বসানো রয়েছে। কিন্তু টার্মিনালে কোনো ট্রাক দেখা যায়নি। ফেরি পার হওয়ায় ট্রাকগুলো টার্মিনালে না থাকায় মহাসড়কে লেগে আছে যানজট।
টার্মিনাল ব্যবহার না করে মহাসড়কে গাড়ি রেখে যানজট তৈরির বিষয়ে গত ১৫ নভেম্বর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়। এ সময় কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির কর্মকর্তা আতাউর রহমান বলেন, ‘ঘাটে দুটি বড় বড় টার্মিনাল রয়েছে। টার্মিনালে কোনো পণ্যবাহী গাড়ি রাখা হয় না। অথচ রাত-দিন সড়কে পণ্যবাহী গাড়ির লম্বা লাইন। এসব গাড়ি টার্মিনালে রেখে সিরিয়ালভাবে টিকিট দিলে সড়কে কোনো যানজট হয় না। অথচ কার স্বার্থে টার্মিনাল ফাঁকা রেখে গাড়ি মহাসড়কে লাইন ধরে রাখা হচ্ছে বিষয়টি জানা দরকার।’
সভায় উপস্থিত বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক জামাল হোসাইন বলেন, ‘টার্মিনাল দুটি বিআইডব্লিউটিএ পরিচালনা করে। কী জন্য টার্মিনাল ফাঁকা রাখা হচ্ছে, তারা ভালো বলতে পারবে। গাড়ির সিরিয়াল নিয়ন্ত্রণ করে ট্রাফিক পুলিশ। কেন টার্মিনালে গাড়ি রাখে না, এ ব্যাপারেও তারা বলতে পারবে।’
টার্মিনালে বাজার বসানোর ব্যাপারে জানতে চাইলে দৌলতদিয়া বাজার পরিষদের সভাপতি মো. মোহন মন্ডল বলেন, আমাদের কাছ থেকে ইজারাদার খাজনা নেন। তাঁরা কীভাবে টার্মিনালে বসান তা তো আমরা জানি না।
টার্মিনালে বাজার বসানোর ব্যাপারে জানতে চাইলে ইজারাদার মো. রফিকুল খান বলেন, ‘জায়গাটা খালি পড়ে থাকে বিধায় আমরা ব্যবহার করতাম। তিন দিন আগে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হক এসে নিষেধ করায় এখন আর ব্যবহার করা হয় না।’ তবে সরেজমিনে মাছের বাজার দেখা গেছে।
এ বিষয়ে ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. রফিকুর রহমান বলেন, ‘টার্মিনালটি ব্যাক সাইডে হওয়ায় সেখানে গাড়ি দিলে সমস্যার সৃষ্টি হয়। টার্মিনালে গাড়ি দিলে আনলোডের গাড়ি আটকে গিয়ে অনেক সময় জ্যাম লেগে যায়। আবার কিছু গাড়ি লুকিয়ে সিরিয়ালে ঢুকে। যদিও ছোট টার্মিনালে মাত্র ২০-২৫টি গাড়ি রাখা যায়। এরপরও মাঝে মধ্যে গাড়ি দেওয়া হয়।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে