পঞ্চগড় প্রতিনিধি
পুলিশ সদস্যদের কাজের স্বচ্ছতা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। আবার কোনো অপরাধী করেন মিথ্যাচার। এসব বিষয়ে অগ্রহণযোগ্যতা এড়াতে সদস্যদের শরীরে ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে পঞ্চগড়ের জেলা পুলিশ।
গতকাল রোববার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল সদস্য মো. মুশফিকুর রহমান শরীরে ক্যামেরার ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা, ট্রফিক ইন্সপেক্টর কাজী কামরুল হাসানসহ ট্রাফিক পুলিশ ও সদর থানার পরিদর্শকেরা উপস্থিত ছিলেন।
পুলিশ বিভাগ জানায়, পুলিশের অভিযানে স্বচ্ছতা, জবাবদিহি আনার জন্য পুলিশের এই উদ্যোগ। এই ক্যামেরা বিশেষ করে অভিযানে এবং ট্রাফিক পুলিশ সদস্যদের শরীরে লাগানো থাকবে। অনেক সময় পুলিশের অভিযানে ও ট্রাফিক পুলিশ সদস্যদের নামে মিথ্যা-নেতিবাচক প্রশ্ন তোলেন অপরাধীরা। কী কারণে অপরাধীদের আটক ও জরিমানার আওতায় নিয়ে আসা হচ্ছে এ নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া হয় পুলিশের বিরুদ্ধে, এই কারণেই পুলিশ অভিযানের সঠিক তথ্য তুলে ধরতে পুলিশ সদস্যরা অত্যাধুনিক বডি অন ক্যামেরা শরীরে সংযুক্ত করে রাখবে। আপাতত জেলার পাঁচ থানায় ১০ টি, ট্রাফিক পুলিশ সদস্যদের ৬টি এবং পুলিশ সুপার কার্যালয়ে দুটি ক্যামেরা ব্যবহৃত হচ্ছে। পরবর্তীতে আরও বেশ কিছু ক্যামেরা সংযুক্ত হবে।
প্রশিক্ষণ শেষে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ট্রাফিক সার্জেন্ট ফরিদ হোসেনের শরীরে অত্যাধুনিক এই ক্যামেরাটি সংযুক্ত করে দেন।
পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, ‘পুলিশ সদস্যদের নামে হয়রানিসহ নানা অভিযোগ করেন অভিযুক্তরা। পুলিশের অভিযান নিয়ে বিতর্ক তৈরি হয়, আমি মনে করি এই ক্যামেরা ব্যবহারের ফলে কোনো বিতর্ক থাকবে না। তা ছাড়া অনেক সময় পুলিশের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন আশা করি আগামীতে পুলিশের শরীরে বডি ক্যামেরা অন থাকলে অভিযানের স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত হবে।’
পুলিশ সদস্যদের কাজের স্বচ্ছতা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। আবার কোনো অপরাধী করেন মিথ্যাচার। এসব বিষয়ে অগ্রহণযোগ্যতা এড়াতে সদস্যদের শরীরে ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে পঞ্চগড়ের জেলা পুলিশ।
গতকাল রোববার সকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার কার্যালয়ের মিডিয়া সেল সদস্য মো. মুশফিকুর রহমান শরীরে ক্যামেরার ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা, ট্রফিক ইন্সপেক্টর কাজী কামরুল হাসানসহ ট্রাফিক পুলিশ ও সদর থানার পরিদর্শকেরা উপস্থিত ছিলেন।
পুলিশ বিভাগ জানায়, পুলিশের অভিযানে স্বচ্ছতা, জবাবদিহি আনার জন্য পুলিশের এই উদ্যোগ। এই ক্যামেরা বিশেষ করে অভিযানে এবং ট্রাফিক পুলিশ সদস্যদের শরীরে লাগানো থাকবে। অনেক সময় পুলিশের অভিযানে ও ট্রাফিক পুলিশ সদস্যদের নামে মিথ্যা-নেতিবাচক প্রশ্ন তোলেন অপরাধীরা। কী কারণে অপরাধীদের আটক ও জরিমানার আওতায় নিয়ে আসা হচ্ছে এ নিয়ে বিভ্রান্তিমূলক তথ্য দেওয়া হয় পুলিশের বিরুদ্ধে, এই কারণেই পুলিশ অভিযানের সঠিক তথ্য তুলে ধরতে পুলিশ সদস্যরা অত্যাধুনিক বডি অন ক্যামেরা শরীরে সংযুক্ত করে রাখবে। আপাতত জেলার পাঁচ থানায় ১০ টি, ট্রাফিক পুলিশ সদস্যদের ৬টি এবং পুলিশ সুপার কার্যালয়ে দুটি ক্যামেরা ব্যবহৃত হচ্ছে। পরবর্তীতে আরও বেশ কিছু ক্যামেরা সংযুক্ত হবে।
প্রশিক্ষণ শেষে পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী ট্রাফিক সার্জেন্ট ফরিদ হোসেনের শরীরে অত্যাধুনিক এই ক্যামেরাটি সংযুক্ত করে দেন।
পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, ‘পুলিশ সদস্যদের নামে হয়রানিসহ নানা অভিযোগ করেন অভিযুক্তরা। পুলিশের অভিযান নিয়ে বিতর্ক তৈরি হয়, আমি মনে করি এই ক্যামেরা ব্যবহারের ফলে কোনো বিতর্ক থাকবে না। তা ছাড়া অনেক সময় পুলিশের আচরণ নিয়েও প্রশ্ন তোলেন আশা করি আগামীতে পুলিশের শরীরে বডি ক্যামেরা অন থাকলে অভিযানের স্বচ্ছতা-জবাবদিহি নিশ্চিত হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে