জয়পুরহাট প্রতিনিধি
চাঁদা না দেওয়ায় ব্র্যাক কর্মকর্তা জহুরুল ইসলামকে (৩৩) পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক রেজার (৩২) বিরুদ্ধে। গত সোমবার বিকেল পৌনে চারটায় ঘটনাটি ঘটে জয়পুরহাট জেলা শহরের বাটার মোড় এলাকায়। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ আসামি আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করতে পারেনি।
এ ঘটনায় গত সোমবার রাতেই সদর থানায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে এজাহার করেন ব্র্যাকের আঞ্চলিক বিপণন কর্মকর্তা মো. সেলিম উর রহমান।
আহত ব্র্যাক কর্মকর্তা জহুরুল ইসলাম দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুখদেবপুর গ্রামের বাসিন্দা। আর অভিযুক্ত ছাত্রনেতা আবু বক্কর সিদ্দিক রেজা জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দামগর গ্রামের বাসিন্দা।
জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম সারোয়ার মামলা হওয়ার কথা নিশ্চিত করে গতকাল মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় করা মামলার আসামি পলাতক রয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এজাহারে বাদী উল্লেখ করেছেন, তাঁর সহকর্মী জহুরুল ইসলাম ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ বিভাগে জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন পাইকারি ও খুচরা দোকানে আলুর বীজ সরবরাহের দায়িত্বে আছেন।
এজাহারের সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, মারধরের ঘটনার প্রায় ১০ দিন আগে আবু বক্কর সিদ্দিক রেজা তাঁর নিজের মোবাইল ফোনের মাধ্যমে ব্র্যাক কর্মকর্তা জহুরুল ইসলামকে ফোন দিয়ে ১০ বস্তা আলুর বীজসহ এক লাখ টাকা চাঁদা দাবি করেন। সেই সঙ্গে ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেন তিনি এবং সোমবার সন্ধ্যার পর জেলার বাটার মোড়ে ওই কর্মকর্তাকে দেখা করতে বলেন। দেখা করতে গেলে তাঁর কাছে দাবি করা এক লাখ টাকা চাওয়া হয়। কিন্তু জহুরুল ইসলাম টাকা দিতে অসম্মতি জানান। তখন ব্র্যাক কর্মকর্তা জহুরুল ইসলামের কাছে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং আরও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করায় জহুরুল ইসলামকে এলোপাতাড়ি মারধর করা হলে তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।
মামলার বাদী সেলিম উর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী জহুরুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বিষয়টি আমাকেসহ ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পেয়ে রাতেই আবু বক্কর সিদ্দিকসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আমি সদর থানায় মামলা করেছি।’
আসামি আবু বক্কর সিদ্দিকের ব্যবহৃত দুটি মোবাইল ফোনই বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা বলেন, ‘জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরের বিষয়টি জেনে বিব্রত হয়েছি।’
চাঁদা না দেওয়ায় ব্র্যাক কর্মকর্তা জহুরুল ইসলামকে (৩৩) পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক রেজার (৩২) বিরুদ্ধে। গত সোমবার বিকেল পৌনে চারটায় ঘটনাটি ঘটে জয়পুরহাট জেলা শহরের বাটার মোড় এলাকায়। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত পুলিশ আসামি আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার করতে পারেনি।
এ ঘটনায় গত সোমবার রাতেই সদর থানায় একজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে এজাহার করেন ব্র্যাকের আঞ্চলিক বিপণন কর্মকর্তা মো. সেলিম উর রহমান।
আহত ব্র্যাক কর্মকর্তা জহুরুল ইসলাম দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার দক্ষিণ সুখদেবপুর গ্রামের বাসিন্দা। আর অভিযুক্ত ছাত্রনেতা আবু বক্কর সিদ্দিক রেজা জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তিনি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দামগর গ্রামের বাসিন্দা।
জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম সারোয়ার মামলা হওয়ার কথা নিশ্চিত করে গতকাল মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, এ ঘটনায় করা মামলার আসামি পলাতক রয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে গ্রেপ্তারের জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
এজাহারে বাদী উল্লেখ করেছেন, তাঁর সহকর্মী জহুরুল ইসলাম ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজ বিভাগে জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন পাইকারি ও খুচরা দোকানে আলুর বীজ সরবরাহের দায়িত্বে আছেন।
এজাহারের সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা গেছে, মারধরের ঘটনার প্রায় ১০ দিন আগে আবু বক্কর সিদ্দিক রেজা তাঁর নিজের মোবাইল ফোনের মাধ্যমে ব্র্যাক কর্মকর্তা জহুরুল ইসলামকে ফোন দিয়ে ১০ বস্তা আলুর বীজসহ এক লাখ টাকা চাঁদা দাবি করেন। সেই সঙ্গে ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেন তিনি এবং সোমবার সন্ধ্যার পর জেলার বাটার মোড়ে ওই কর্মকর্তাকে দেখা করতে বলেন। দেখা করতে গেলে তাঁর কাছে দাবি করা এক লাখ টাকা চাওয়া হয়। কিন্তু জহুরুল ইসলাম টাকা দিতে অসম্মতি জানান। তখন ব্র্যাক কর্মকর্তা জহুরুল ইসলামের কাছে থাকা ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং আরও ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকার করায় জহুরুল ইসলামকে এলোপাতাড়ি মারধর করা হলে তিনি গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।
মামলার বাদী সেলিম উর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগী জহুরুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বিষয়টি আমাকেসহ ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ পেয়ে রাতেই আবু বক্কর সিদ্দিকসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আমি সদর থানায় মামলা করেছি।’
আসামি আবু বক্কর সিদ্দিকের ব্যবহৃত দুটি মোবাইল ফোনই বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া হোসেন রাজা বলেন, ‘জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক রেজার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরের বিষয়টি জেনে বিব্রত হয়েছি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে