নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে কারসাজির গল্প অনেক দিনের। সরকার নির্ধারিত মৌজা মূল্যের চেয়ে বেশি দাম দেখিয়ে একটি চক্র নিজেদের আখের গোছানোর পাঁয়তারা করছিল। ২০ গুণ দাম বাড়িয়ে অতিরিক্ত অংশ নিজের পকেটে ভরার পরিকল্পনা করেছিলেন চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খান। তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক অভিযানে তাঁর সব পরিকল্পনা ভেস্তে গেছে।
গতকাল বৃহস্পতিবার সংস্থাটির সচিব মাহবুব হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি জানান, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে জেলা প্রশাসন জমির মূল্য নির্ধারণ করার আগেই সেলিম চেয়ারম্যান জমির ১৩৯টি দলিলে বেচাকেনার যে মূল্য দেখিয়েছেন তা নির্ধারিত মৌজা মূল্যের চেয়ে ২০ গুণ বেশি।
মাহবুব হোসেন বলেন, জমির মূল্যের তারতম্য প্রকাশ হওয়ার পরে সেলিম চেয়ারম্যান জমির মৌজা মূল্য বাড়ানোর যে চেষ্টা বা পরিকল্পনা করেছিলেন সেটি আর সফল হয়নি। এতে সরকার প্রায় ৩৬০ কোটি টাকার আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
দুদকের সচিব আরও জানান, মেঘনা নদীতে প্রায় ২০০ ড্রেজার দিয়ে দিন-রাত নির্বিচারে বালু উত্তোলন করে অননুমোদিতভাবে বিক্রি করে সরকারের কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের মাধ্যমে অগাধ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চাঁদপুরে দুদকের এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে।
অবৈধ বালুমহালের মাধ্যমে হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া সেলিম চেয়ারম্যানের সঙ্গে শিক্ষামন্ত্রী দীপু মনি ও তাঁর ভাই জাওয়াদুর রহিমের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে জানতে চাইলে দুদক সচিব তা এড়িয়ে যান।
অভিযানকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়, ভূমি অধিগ্রহণ শাখা থেকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ ও মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন ও অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করার কথা জানিয়েছেন দুদক সচিব।
সেলিম খান প্রথম আলোচনায় আসেন ক্যাসিনোবিরোধী অভিযানের সময়। ওই অভিযানে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের সঙ্গে ক্যাসিনো ব্যবসায় তাঁর সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে। এ ছাড়া ক্যাসিনো কাণ্ডে জড়িতদের তালিকায়ও উঠে আসে তাঁর নাম।
২০১৯ সালে গুচ্ছগ্রাম প্রকল্পে অনিয়মের অভিযোগে চাঁদপুরে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম। সেখানে গৃহহীনদের কাছ থেকে প্রতিটি ঘর বরাদ্দ বাবদ ২০ হাজার টাকা করে ঘুষ নেওয়ার প্রাথমিক সত্যতা পায় দুদক। সে বছরই ৩১ অক্টোবর কমিশন সেলিম খানের অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
২০২০ সালের ২০ সেপ্টেম্বর সেলিম খান, তাঁর স্ত্রী শাহানা বেগম ও তাঁদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদ বিবরণী দাখিল করার নির্দেশ দেয় দুদক। ওই তলবের পরিপ্রেক্ষিতে সেলিম খান দুদকে যে সম্পদ বিবরণী দাখিল করেন সেখানে তার মোট আয় দেখানো হয় ৬২ লাখ টাকা।
তবে সেলিমের সম্পদের অনুসন্ধান ও তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, দুদকের কাছে সেলিমের যে সম্পদের তথ্য রয়েছে তা প্রায় ১৫ কোটি টাকার বেশি। এ ছাড়া নামে-বেনামে তাঁর বেশ কিছু সম্পদের তথ্যও রয়েছে দুদকের কাছে। সেসবের মূল্য এখন পর্যন্ত নির্ণয় করতে পারেনি সংস্থাটি।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে কারসাজির গল্প অনেক দিনের। সরকার নির্ধারিত মৌজা মূল্যের চেয়ে বেশি দাম দেখিয়ে একটি চক্র নিজেদের আখের গোছানোর পাঁয়তারা করছিল। ২০ গুণ দাম বাড়িয়ে অতিরিক্ত অংশ নিজের পকেটে ভরার পরিকল্পনা করেছিলেন চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম খান। তবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক অভিযানে তাঁর সব পরিকল্পনা ভেস্তে গেছে।
গতকাল বৃহস্পতিবার সংস্থাটির সচিব মাহবুব হোসেন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি জানান, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে জেলা প্রশাসন জমির মূল্য নির্ধারণ করার আগেই সেলিম চেয়ারম্যান জমির ১৩৯টি দলিলে বেচাকেনার যে মূল্য দেখিয়েছেন তা নির্ধারিত মৌজা মূল্যের চেয়ে ২০ গুণ বেশি।
মাহবুব হোসেন বলেন, জমির মূল্যের তারতম্য প্রকাশ হওয়ার পরে সেলিম চেয়ারম্যান জমির মৌজা মূল্য বাড়ানোর যে চেষ্টা বা পরিকল্পনা করেছিলেন সেটি আর সফল হয়নি। এতে সরকার প্রায় ৩৬০ কোটি টাকার আর্থিক ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।
দুদকের সচিব আরও জানান, মেঘনা নদীতে প্রায় ২০০ ড্রেজার দিয়ে দিন-রাত নির্বিচারে বালু উত্তোলন করে অননুমোদিতভাবে বিক্রি করে সরকারের কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের মাধ্যমে অগাধ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চাঁদপুরে দুদকের এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে।
অবৈধ বালুমহালের মাধ্যমে হাজার কোটি টাকার মালিক বনে যাওয়া সেলিম চেয়ারম্যানের সঙ্গে শিক্ষামন্ত্রী দীপু মনি ও তাঁর ভাই জাওয়াদুর রহিমের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে জানতে চাইলে দুদক সচিব তা এড়িয়ে যান।
অভিযানকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়, ভূমি অধিগ্রহণ শাখা থেকে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণ ও মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন সংক্রান্ত বিভিন্ন প্রতিবেদন ও অন্যান্য রেকর্ডপত্র সংগ্রহ করার কথা জানিয়েছেন দুদক সচিব।
সেলিম খান প্রথম আলোচনায় আসেন ক্যাসিনোবিরোধী অভিযানের সময়। ওই অভিযানে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের সঙ্গে ক্যাসিনো ব্যবসায় তাঁর সংশ্লিষ্টতার বিষয়টি সামনে আসে। এ ছাড়া ক্যাসিনো কাণ্ডে জড়িতদের তালিকায়ও উঠে আসে তাঁর নাম।
২০১৯ সালে গুচ্ছগ্রাম প্রকল্পে অনিয়মের অভিযোগে চাঁদপুরে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম। সেখানে গৃহহীনদের কাছ থেকে প্রতিটি ঘর বরাদ্দ বাবদ ২০ হাজার টাকা করে ঘুষ নেওয়ার প্রাথমিক সত্যতা পায় দুদক। সে বছরই ৩১ অক্টোবর কমিশন সেলিম খানের অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়।
২০২০ সালের ২০ সেপ্টেম্বর সেলিম খান, তাঁর স্ত্রী শাহানা বেগম ও তাঁদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদ বিবরণী দাখিল করার নির্দেশ দেয় দুদক। ওই তলবের পরিপ্রেক্ষিতে সেলিম খান দুদকে যে সম্পদ বিবরণী দাখিল করেন সেখানে তার মোট আয় দেখানো হয় ৬২ লাখ টাকা।
তবে সেলিমের সম্পদের অনুসন্ধান ও তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, দুদকের কাছে সেলিমের যে সম্পদের তথ্য রয়েছে তা প্রায় ১৫ কোটি টাকার বেশি। এ ছাড়া নামে-বেনামে তাঁর বেশ কিছু সম্পদের তথ্যও রয়েছে দুদকের কাছে। সেসবের মূল্য এখন পর্যন্ত নির্ণয় করতে পারেনি সংস্থাটি।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে