নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি তথ্যমতে প্রতিদিন উৎপাদিত হচ্ছে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ। গত মঙ্গলবারও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, সেদিন রেকর্ড পরিমাণ ১৫ হাজার ৬২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। আগের দিন ছিল ১৫ হাজার ৬২৫ মেগাওয়াট। কিন্তু এই রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের পরও গ্রামের গ্রাহকদের অভিযোগ, দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকছে না।
গ্রাহকদের এই অভিযোগের মধ্যে গতকাল পাওয়ার গ্রিড কোম্পানির ন্যাশনাল লোড ডেসপাস সেন্টার দাবি করে দেশে কোথাও গতকাল লোডশেডিং ছিল না। কিন্তু দেশের বিভিন্ন উপজেলার পিডিবি ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের দেওয়া তথ্যে দেখা যায়, গ্রামে চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে প্রায় অর্ধেক। রমজান ও তীব্র গরমের এই দিনে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং করায় অতিষ্ঠ হয়ে বিদ্যুতের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল হয়েছে।
পল্লী বিদ্যুৎ এলাকায় চাহিদার অর্ধেক সরবরাহপল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) গ্রাহকদের অভিযোগ, গ্রামে এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে দুই ঘণ্টা থাকছে না।
আর দেশের বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা কর্মকর্তারা আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধিদের জানিয়েছেন, তাঁরা চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ পাচ্ছেন। এই জন্য অনিচ্ছা সত্ত্বেও ঘন ঘন লোডশেডিং করতে হচ্ছে।
জামালপুরের সরিষাবাড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মঞ্জুর মোর্শেদ বলেন, জাতীয়ভাবে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। এ কারণে এ কেন্দ্রের প্রায় ১১ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে ৬/৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ দেওয়া হচ্ছে।
অন্যদিকে বগুড়ার শিবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডিজিএম আব্দুর রহিম জানান, তাঁর এলাকায় দৈনিক ২৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র ১৫-১৭ মেগাওয়াট। এ কারণে প্রতিদিন প্রায় ৮ ঘণ্টা করে লোডশেডিং করতে হচ্ছে।
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বাসিন্দাদের অভিযোগ, শহরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বেশি দিতে অতিরিক্ত লোডশেডিং করছে গ্রামাঞ্চলে। চালিতাবুনিয়া এলাকার ফয়সাল বয়াতি বলেন, ‘আমাদের এখানে গতকাল রাত ১১টায় বিদ্যুৎ চলে যাওয়ার পর আবার বিদ্যুৎ এসেছে সকাল ৯টায়।’
পল্লী বিদ্যুৎ সমিতি বাগেরহাটের তথ্য অনুযায়ী, জেলায় পিক আওয়ারে ৯৪ মেগাওয়াট চাহিদা থাকলেও বরাদ্দ থাকছে ৫৫ থেকে ৬০ মেগাওয়াট। অপর দিকে অফ পিকে ৮০ থেকে ৮২ মেগাওয়াট চাহিদা থাকলেও বরাদ্দ আসছে ৪৫ থেকে ৫০ মেগাওয়াট।
নোয়াখালীর চাটখিল পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) খালিদ হাসান জানান, চাটখিল সাব-স্টেশন-১ ও ৩-এর ৬২ হাজার গ্রাহক রয়েছে। দিনে প্রায় ১৩ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে সাড়ে ৮ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়।
খুলনা, বরিশাল ও বৃহত্তর ফরিদপুর বিভাগের ২১টি জেলায় বিদ্যুৎ সরবরাহ করে থাকে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজিপাডিকো)।
লোডশেডিংয়ের অবস্থা জানতে চাইলে এই কোম্পানির চেয়ারম্যান মো. নূরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বাগেরহাটসহ আমাদের এলাকায় লোডশেডিং অন্যান্য এলাকার তুলনায় ভালো। তবে আমাদের দিনে ৫-৬ ঘণ্টা লোডশেডিং করতে হচ্ছে।’
তবে ওজিপাডিকোর দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, লোডশেডিং দিনে ১০-১২ ঘণ্টা করে করতে হচ্ছে।
সরকারি হিসাবে লোডশেডিং কমছে
১৬ থেকে ১৯ এপ্রিল এই চার দিনের পাওয়ার গ্রিড কোম্পানির ন্যাশনাল লোড ডেসপাস সেন্টারের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, দেশে লোডশেডিংয়ের তীব্রতা কমতির দিকে। ১৬ এপ্রিল দেশে লোডশেডিং দেখানো হয়েছে ৯২২ মেগাওয়াট। পরের দিন ১৭ এপ্রিল লোডশেডিং ৭৯৪ মেগাওয়াট। ১৮ এপ্রিল আগের দিনের তুলনায় ৪৩৪ মেগাওয়াট কমে ৩৬০ মেগাওয়াট। এনএলডিসির দাবি, গতকাল সারা দেশে কোনো লোডশেডিং ছিল না।
গ্রামের বিদ্যুৎ পরিস্থিতির বিপরীত অবস্থা রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে। ডিপিডিসি ও ডেসকো জানিয়েছে, গ্রামের তুলনায় ঢাকায় লোডশেডিং প্রতিদিন গড়ে ২-৩ ঘণ্টা করে করা হলেও গত মঙ্গলবার থেকে সরকারি অফিস ও শিল্পকারখানায় ছুটি শুরু হওয়ায় লোডশেডিং কমতে শুরু করেছে ঢাকায়।
ডিপিডিসির ব্যবস্থাপনা পলিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার এলাকায় দুই দিন আগে কিছু পকেটে সামান্য লোডশেডিং থাকলেও গতকাল থেকে লোডশেডিং শূন্যে নেমে এসেছে। বেশির ভাগ মানুষ ঈদ করতে যাওয়ায় এখন বিদ্যুতের চাহিদা কমে গেছে। এই জন্য ঢাকায় লোডশেডিংও নাই।’
সরকারি তথ্যমতে প্রতিদিন উৎপাদিত হচ্ছে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ। গত মঙ্গলবারও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, সেদিন রেকর্ড পরিমাণ ১৫ হাজার ৬২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। আগের দিন ছিল ১৫ হাজার ৬২৫ মেগাওয়াট। কিন্তু এই রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদনের পরও গ্রামের গ্রাহকদের অভিযোগ, দিনের বেশির ভাগ সময় বিদ্যুৎ থাকছে না।
গ্রাহকদের এই অভিযোগের মধ্যে গতকাল পাওয়ার গ্রিড কোম্পানির ন্যাশনাল লোড ডেসপাস সেন্টার দাবি করে দেশে কোথাও গতকাল লোডশেডিং ছিল না। কিন্তু দেশের বিভিন্ন উপজেলার পিডিবি ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তাদের দেওয়া তথ্যে দেখা যায়, গ্রামে চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে প্রায় অর্ধেক। রমজান ও তীব্র গরমের এই দিনে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং করায় অতিষ্ঠ হয়ে বিদ্যুতের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল হয়েছে।
পল্লী বিদ্যুৎ এলাকায় চাহিদার অর্ধেক সরবরাহপল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) গ্রাহকদের অভিযোগ, গ্রামে এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে দুই ঘণ্টা থাকছে না।
আর দেশের বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহের দায়িত্বে থাকা কর্মকর্তারা আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধিদের জানিয়েছেন, তাঁরা চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ পাচ্ছেন। এই জন্য অনিচ্ছা সত্ত্বেও ঘন ঘন লোডশেডিং করতে হচ্ছে।
জামালপুরের সরিষাবাড়ী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মঞ্জুর মোর্শেদ বলেন, জাতীয়ভাবে বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। এ কারণে এ কেন্দ্রের প্রায় ১১ মেগাওয়াট বিদ্যুৎ চাহিদার বিপরীতে ৬/৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ দেওয়া হচ্ছে।
অন্যদিকে বগুড়ার শিবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ডিজিএম আব্দুর রহিম জানান, তাঁর এলাকায় দৈনিক ২৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে মাত্র ১৫-১৭ মেগাওয়াট। এ কারণে প্রতিদিন প্রায় ৮ ঘণ্টা করে লোডশেডিং করতে হচ্ছে।
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার বাসিন্দাদের অভিযোগ, শহরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বেশি দিতে অতিরিক্ত লোডশেডিং করছে গ্রামাঞ্চলে। চালিতাবুনিয়া এলাকার ফয়সাল বয়াতি বলেন, ‘আমাদের এখানে গতকাল রাত ১১টায় বিদ্যুৎ চলে যাওয়ার পর আবার বিদ্যুৎ এসেছে সকাল ৯টায়।’
পল্লী বিদ্যুৎ সমিতি বাগেরহাটের তথ্য অনুযায়ী, জেলায় পিক আওয়ারে ৯৪ মেগাওয়াট চাহিদা থাকলেও বরাদ্দ থাকছে ৫৫ থেকে ৬০ মেগাওয়াট। অপর দিকে অফ পিকে ৮০ থেকে ৮২ মেগাওয়াট চাহিদা থাকলেও বরাদ্দ আসছে ৪৫ থেকে ৫০ মেগাওয়াট।
নোয়াখালীর চাটখিল পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) খালিদ হাসান জানান, চাটখিল সাব-স্টেশন-১ ও ৩-এর ৬২ হাজার গ্রাহক রয়েছে। দিনে প্রায় ১৩ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে সাড়ে ৮ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যায়।
খুলনা, বরিশাল ও বৃহত্তর ফরিদপুর বিভাগের ২১টি জেলায় বিদ্যুৎ সরবরাহ করে থাকে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজিপাডিকো)।
লোডশেডিংয়ের অবস্থা জানতে চাইলে এই কোম্পানির চেয়ারম্যান মো. নূরুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বাগেরহাটসহ আমাদের এলাকায় লোডশেডিং অন্যান্য এলাকার তুলনায় ভালো। তবে আমাদের দিনে ৫-৬ ঘণ্টা লোডশেডিং করতে হচ্ছে।’
তবে ওজিপাডিকোর দুজন কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, লোডশেডিং দিনে ১০-১২ ঘণ্টা করে করতে হচ্ছে।
সরকারি হিসাবে লোডশেডিং কমছে
১৬ থেকে ১৯ এপ্রিল এই চার দিনের পাওয়ার গ্রিড কোম্পানির ন্যাশনাল লোড ডেসপাস সেন্টারের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখা যায়, দেশে লোডশেডিংয়ের তীব্রতা কমতির দিকে। ১৬ এপ্রিল দেশে লোডশেডিং দেখানো হয়েছে ৯২২ মেগাওয়াট। পরের দিন ১৭ এপ্রিল লোডশেডিং ৭৯৪ মেগাওয়াট। ১৮ এপ্রিল আগের দিনের তুলনায় ৪৩৪ মেগাওয়াট কমে ৩৬০ মেগাওয়াট। এনএলডিসির দাবি, গতকাল সারা দেশে কোনো লোডশেডিং ছিল না।
গ্রামের বিদ্যুৎ পরিস্থিতির বিপরীত অবস্থা রাজধানী ঢাকাসহ দেশের বড় শহরগুলোতে। ডিপিডিসি ও ডেসকো জানিয়েছে, গ্রামের তুলনায় ঢাকায় লোডশেডিং প্রতিদিন গড়ে ২-৩ ঘণ্টা করে করা হলেও গত মঙ্গলবার থেকে সরকারি অফিস ও শিল্পকারখানায় ছুটি শুরু হওয়ায় লোডশেডিং কমতে শুরু করেছে ঢাকায়।
ডিপিডিসির ব্যবস্থাপনা পলিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার এলাকায় দুই দিন আগে কিছু পকেটে সামান্য লোডশেডিং থাকলেও গতকাল থেকে লোডশেডিং শূন্যে নেমে এসেছে। বেশির ভাগ মানুষ ঈদ করতে যাওয়ায় এখন বিদ্যুতের চাহিদা কমে গেছে। এই জন্য ঢাকায় লোডশেডিংও নাই।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে