জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা এল। সিনেমাটি নিয়ে বলুন।
অনেক দিন পর আমার নতুন সিনেমার ঘোষণা এল। দেশে সর্বশেষ ‘অন্তর্জাল’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলাম। ‘জংলি’ সিনেমাটির পরিচালক এম রাহিম। ঈদুল আজহায় মুক্তি পাবে। রোজার ঈদের পরে শুটিং শুরু করব। তার আগেই অন্য শিল্পীদের নাম জানানো হবে।
নতুন সিনেমার জন্য এত সময় নেওয়ার কারণ?
নিজের মধ্যে একটা বোঝাপড়ার বিষয় ছিল। দর্শকদের যা দেখাতে চাচ্ছি বা যেভাবে কাজ করছি, তা দর্শক গ্রহণ করছেন কি না, মিলিয়ে দেখার চেষ্টা করছিলাম। তা ছাড়া, আগে যে কাজগুলো করেছি, তার চেয়ে ভালো কিছুর অপেক্ষায় ছিলাম। স্ক্রিপ্ট তো অনেক আসে। কিন্তু সব মিলিয়ে মনের মতো হচ্ছিল না। চাইছিলাম ভালো কিছু উপহার দিতে।
জংলি সিনেমার পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চাপ বেড়ে গেল কি না?
সিনেমার প্রথম দর্শন সবাই পছন্দ করছে, এটা বড় পাওয়া। পোস্টারেই শেষ নয়, আরও অনেক কিছু অপেক্ষা করছে। আমরা সেভাবেই তৈরি হচ্ছি। দর্শকের এই আগ্রহ আরও ভালো করার উৎসাহ দেবে। চাপ নয়, পজিটিভলি নিতে চাই।
পোস্টার নিয়ে কিন্তু সমালোচনাও হচ্ছে। অনেকে বলছেন, পোস্টারটি ভারতীয় ‘পুষ্পা’ সিনেমার নকল। এই প্রসঙ্গে কী বলবেন?
শুধু পুষ্পা কেন, আরও চার-পাঁচটি সিনেমার নাম শুনেছি। একেকজন একেকটা বলছে। তার মানে মানুষ আসলে কনফিউজড যে, কোনটা থেকে নিয়েছে। বাংলাদেশের প্রত্যন্ত এলাকার কোনো পাগল ক্যারেক্টার তো নরমালি লুঙ্গিই পরবে, তার তো ক্লিন শেভ থাকবে না, মাথার চুল উষ্কখুষ্ক থাকবে, সানগ্লাস পরবে, ধূমপান করবে। যে সিনেমাগুলোর কথা বলা হচ্ছে, সেখানেও এমন চরিত্র কল্পনা করা হয়েছে। তাদেরটাও কারও না কারও সঙ্গে মিল আছে। আমি জেনেশুনে কখনো নকল সিনেমায় অভিনয় করিনি। আমাদের গল্প, ক্যারেক্টারের ডিটেইলিং কতটা ইউনিক হচ্ছে, সেটা দেখার বিষয়। সিনেমাটি দেখার পর সংশয় কেটে যাবে।
কোরবানির ঈদের বেশি সময় নেই। এখনো শুটিং শুরু হয়নি। একটু তড়িঘড়ি হয়ে যাচ্ছে না?
গল্পটি আমাদের মাথায় এসেছিল সাত-আট মাস আগে। তখন থেকেই এই সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে। অনেক দিন ধরে রিহার্সাল হচ্ছে। আশা করি প্রেশার হবে না।
পরিচালক এম রাহিমের প্রথম সিনেমার নায়কও আপনি ছিলেন, দ্বিতীয় সিনেমাতেও আপনি, কেন?
আমার প্রতি নির্মাতার আস্থা ও বিশ্বাস আছে বলেই পরের সিনেমায় নিচ্ছেন। আমাদের সিনেমার বাজেট কম থাকে। তাই গুরুত্বপূর্ণ হলো ঠিকঠাক একটা টিম পাওয়া। যাঁদের ওপর আস্থা রাখা যায়, যাঁদের নিয়ে কাজ করে আনন্দ পাওয়া যায়, তাঁদের সঙ্গেই কাজ করতে পছন্দ করি। রাহিমের সঙ্গে ‘শান’-এ প্রথম কাজ করলেও ‘পোড়ামন ২’ থেকে তাঁর সঙ্গে আমার পরিচয়। সে খুব প্রতিভাবান। কমার্শিয়াল সিনেমা নিয়ে তাঁর চিন্তাভাবনা খুবই ইউনিক।
‘সিকান্দার’ সিনেমার কোনো আপডেট আছে?
সিকান্দার নিয়ে আমার সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছিল। ওটাও ঈদে মুক্তি দেওয়ার কথা জানিয়েছিলেন নির্মাতা। কিন্তু আমি আগেই জংলি সিনেমায় চুক্তিবদ্ধ ছিলাম। আমি চাই না আমার এক সিনেমা আরেক সিনেমার সঙ্গে কমপিট করুক।
এবার ঈদে এক ডজন সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে। বিষয়টি কীভাবে দেখছেন?
এখন তো সিনেমা মুক্তির উপযুক্ত সময় দুই ঈদ। তাই সবাই নিজের সেফটি বিবেচনা করে এই সময়ে সিনেমা মুক্তি দিতে চাইছেন। প্রযোজক টাকা লগ্নি করছেন। তাঁর চিন্তা থাকে কীভাবে টাকা তুলে আনা যায়। এটা দোষের কিছু না। সারা বছর সিনেমা মুক্তির অভ্যাস থাকলে এমনটা হতো না।
সে অভ্যাস তৈরি হবে কীভাবে?
সিনেমায় যাঁরা লিড দিচ্ছেন, তাঁদের এগিয়ে আসতে হবে। ঈদ ছাড়াও তাঁদের সিনেমা মুক্তি দেওয়া উচিত। তাহলেই অন্যরা বছরজুড়ে সিনেমা মুক্তি দেওয়ার সাহস পাবেন। যেমন শাকিব ভাই এখন সবচেয়ে অ্যাকটিভ ও অভিজ্ঞ। তিনি আমাদের জন্য যে ট্রেন্ড সেট করবেন, আমরা কিন্তু সেই পথেই চলব।
পশ্চিমবঙ্গে ‘প্রতিপক্ষ’ সিনেমায় কাজ করেছেন। সেটা কবে মুক্তি পাবে?
এ বছরেই মুক্তি পাবে। পরিচালক জানিয়েছেন, বাংলাদেশেও মুক্তির পরিকল্পনা চলছে। ইতিমধ্যে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে তাদের কথা হয়েছে।
জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা এল। সিনেমাটি নিয়ে বলুন।
অনেক দিন পর আমার নতুন সিনেমার ঘোষণা এল। দেশে সর্বশেষ ‘অন্তর্জাল’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলাম। ‘জংলি’ সিনেমাটির পরিচালক এম রাহিম। ঈদুল আজহায় মুক্তি পাবে। রোজার ঈদের পরে শুটিং শুরু করব। তার আগেই অন্য শিল্পীদের নাম জানানো হবে।
নতুন সিনেমার জন্য এত সময় নেওয়ার কারণ?
নিজের মধ্যে একটা বোঝাপড়ার বিষয় ছিল। দর্শকদের যা দেখাতে চাচ্ছি বা যেভাবে কাজ করছি, তা দর্শক গ্রহণ করছেন কি না, মিলিয়ে দেখার চেষ্টা করছিলাম। তা ছাড়া, আগে যে কাজগুলো করেছি, তার চেয়ে ভালো কিছুর অপেক্ষায় ছিলাম। স্ক্রিপ্ট তো অনেক আসে। কিন্তু সব মিলিয়ে মনের মতো হচ্ছিল না। চাইছিলাম ভালো কিছু উপহার দিতে।
জংলি সিনেমার পোস্টারটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। চাপ বেড়ে গেল কি না?
সিনেমার প্রথম দর্শন সবাই পছন্দ করছে, এটা বড় পাওয়া। পোস্টারেই শেষ নয়, আরও অনেক কিছু অপেক্ষা করছে। আমরা সেভাবেই তৈরি হচ্ছি। দর্শকের এই আগ্রহ আরও ভালো করার উৎসাহ দেবে। চাপ নয়, পজিটিভলি নিতে চাই।
পোস্টার নিয়ে কিন্তু সমালোচনাও হচ্ছে। অনেকে বলছেন, পোস্টারটি ভারতীয় ‘পুষ্পা’ সিনেমার নকল। এই প্রসঙ্গে কী বলবেন?
শুধু পুষ্পা কেন, আরও চার-পাঁচটি সিনেমার নাম শুনেছি। একেকজন একেকটা বলছে। তার মানে মানুষ আসলে কনফিউজড যে, কোনটা থেকে নিয়েছে। বাংলাদেশের প্রত্যন্ত এলাকার কোনো পাগল ক্যারেক্টার তো নরমালি লুঙ্গিই পরবে, তার তো ক্লিন শেভ থাকবে না, মাথার চুল উষ্কখুষ্ক থাকবে, সানগ্লাস পরবে, ধূমপান করবে। যে সিনেমাগুলোর কথা বলা হচ্ছে, সেখানেও এমন চরিত্র কল্পনা করা হয়েছে। তাদেরটাও কারও না কারও সঙ্গে মিল আছে। আমি জেনেশুনে কখনো নকল সিনেমায় অভিনয় করিনি। আমাদের গল্প, ক্যারেক্টারের ডিটেইলিং কতটা ইউনিক হচ্ছে, সেটা দেখার বিষয়। সিনেমাটি দেখার পর সংশয় কেটে যাবে।
কোরবানির ঈদের বেশি সময় নেই। এখনো শুটিং শুরু হয়নি। একটু তড়িঘড়ি হয়ে যাচ্ছে না?
গল্পটি আমাদের মাথায় এসেছিল সাত-আট মাস আগে। তখন থেকেই এই সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে। অনেক দিন ধরে রিহার্সাল হচ্ছে। আশা করি প্রেশার হবে না।
পরিচালক এম রাহিমের প্রথম সিনেমার নায়কও আপনি ছিলেন, দ্বিতীয় সিনেমাতেও আপনি, কেন?
আমার প্রতি নির্মাতার আস্থা ও বিশ্বাস আছে বলেই পরের সিনেমায় নিচ্ছেন। আমাদের সিনেমার বাজেট কম থাকে। তাই গুরুত্বপূর্ণ হলো ঠিকঠাক একটা টিম পাওয়া। যাঁদের ওপর আস্থা রাখা যায়, যাঁদের নিয়ে কাজ করে আনন্দ পাওয়া যায়, তাঁদের সঙ্গেই কাজ করতে পছন্দ করি। রাহিমের সঙ্গে ‘শান’-এ প্রথম কাজ করলেও ‘পোড়ামন ২’ থেকে তাঁর সঙ্গে আমার পরিচয়। সে খুব প্রতিভাবান। কমার্শিয়াল সিনেমা নিয়ে তাঁর চিন্তাভাবনা খুবই ইউনিক।
‘সিকান্দার’ সিনেমার কোনো আপডেট আছে?
সিকান্দার নিয়ে আমার সঙ্গে প্রাথমিক আলাপ হয়েছিল। ওটাও ঈদে মুক্তি দেওয়ার কথা জানিয়েছিলেন নির্মাতা। কিন্তু আমি আগেই জংলি সিনেমায় চুক্তিবদ্ধ ছিলাম। আমি চাই না আমার এক সিনেমা আরেক সিনেমার সঙ্গে কমপিট করুক।
এবার ঈদে এক ডজন সিনেমা মুক্তির কথা শোনা যাচ্ছে। বিষয়টি কীভাবে দেখছেন?
এখন তো সিনেমা মুক্তির উপযুক্ত সময় দুই ঈদ। তাই সবাই নিজের সেফটি বিবেচনা করে এই সময়ে সিনেমা মুক্তি দিতে চাইছেন। প্রযোজক টাকা লগ্নি করছেন। তাঁর চিন্তা থাকে কীভাবে টাকা তুলে আনা যায়। এটা দোষের কিছু না। সারা বছর সিনেমা মুক্তির অভ্যাস থাকলে এমনটা হতো না।
সে অভ্যাস তৈরি হবে কীভাবে?
সিনেমায় যাঁরা লিড দিচ্ছেন, তাঁদের এগিয়ে আসতে হবে। ঈদ ছাড়াও তাঁদের সিনেমা মুক্তি দেওয়া উচিত। তাহলেই অন্যরা বছরজুড়ে সিনেমা মুক্তি দেওয়ার সাহস পাবেন। যেমন শাকিব ভাই এখন সবচেয়ে অ্যাকটিভ ও অভিজ্ঞ। তিনি আমাদের জন্য যে ট্রেন্ড সেট করবেন, আমরা কিন্তু সেই পথেই চলব।
পশ্চিমবঙ্গে ‘প্রতিপক্ষ’ সিনেমায় কাজ করেছেন। সেটা কবে মুক্তি পাবে?
এ বছরেই মুক্তি পাবে। পরিচালক জানিয়েছেন, বাংলাদেশেও মুক্তির পরিকল্পনা চলছে। ইতিমধ্যে জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে তাদের কথা হয়েছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে