বিনোদন প্রতিবেদক, ঢাকা
অভিনয়ের পাশাপাশি নাটক নির্মাণে অনেক আগেই নাম লিখিয়েছেন রওনক হাসান। এবার তিনি বানালেন প্রামাণ্য চলচ্চিত্র। ‘আমার দেশ সম্প্রীতির বাংলাদেশ’ নামের ৪০ মিনিট ব্যাপ্তির এই চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী হবে আজ। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত বিজয় উৎসবে সন্ধ্যা ৬টায় দেখানো হবে চলচ্চিত্রটি।
১৯৫২ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সংস্কৃতিকর্মীদের যে অবদান, ভূমিকা এবং সংস্কৃতি বিকাশের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। রওনক হাসান বলেন, ‘এটা শুধুই একটি ডকুফিল্ম নয়, চলচ্চিত্রের চেয়ে বেশি কিছু। এখানে সাংস্কৃতিক আন্দোলনের মোটিভেশনাল জায়গা আছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সংস্কৃতিকর্মীদের যে অবদান, সেটা তুলে ধরা হয়েছে। এ ছাড়া আমাদের দেশে সংস্কৃতির যেভাবে বিকাশ হচ্ছে, সে জায়গা থেকেও আমরা সন্তুষ্ট নই। সংস্কৃতিকর্মীদের কিছু দাবি আছে। সেই দাবির কথা আছে এখানে।’
প্রথমবার প্রামাণ্য চলচ্চিত্র পরিচালনার অভিজ্ঞতা জানিয়ে রওনক হাসান বলেন, ‘নাটক পরিচালনা করলেও চলচ্চিত্রের বিষয়টি অন্য রকম। সেই জায়গা থেকে নিজেকে দেখার একটি বিষয় ছিল যে চলচ্চিত্রের জন্য আমি কতটা প্রস্তুত। কতটুকু পেরেছি, সেটার পরীক্ষা হবে কাল (আজ)। তবে আমার মনে হয়েছে, চলচ্চিত্র বিষয়টি অনেক কঠিন।’
ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, আহসান হাবীব নাসিম, রওনক হাসান, তানজিকা আমিন, ইমতিয়াজ বর্ষণ, নওরীন হাসান খান জেনি, জয়িতা মহলানবীশ, রাকিব হোসেন ইভন প্রমুখ। এই প্রামাণ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন রওনক হাসানের ছেলে রণজয় হাসান। নিজের পরিচালনায় ছেলের অভিনয় নিয়ে রওনক বলেন, ‘একজন সংস্কৃতিকর্মী হিসেবে এমনিতেই এটি আমার কাছে বিশেষ একটি নির্মাণ। আমার ছেলে এতে অভিনয় করেছে; যা ভীষণ ভালো লাগার ও আবেগের বিষয়। সে খুব ভালো করেছে। শুধু রণজয় নয়, সবাই খুব ভালো অভিনয় করেছেন। অভিনয়শিল্পী থেকে শুরু করে ইউনিটের সবাই সহায়তা করেছেন আমাকে।’
পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন রওনক। প্রযোজনা করেছেন আহকাম উল্লাহ। আজ উদ্বোধনী প্রদর্শনীর পর দেশের প্রতিটি জেলা, উপজেলা, থানায় প্রদর্শনীর আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।
অভিনয়ের পাশাপাশি নাটক নির্মাণে অনেক আগেই নাম লিখিয়েছেন রওনক হাসান। এবার তিনি বানালেন প্রামাণ্য চলচ্চিত্র। ‘আমার দেশ সম্প্রীতির বাংলাদেশ’ নামের ৪০ মিনিট ব্যাপ্তির এই চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী হবে আজ। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত বিজয় উৎসবে সন্ধ্যা ৬টায় দেখানো হবে চলচ্চিত্রটি।
১৯৫২ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সংস্কৃতিকর্মীদের যে অবদান, ভূমিকা এবং সংস্কৃতি বিকাশের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়েছে এই চলচ্চিত্রে। রওনক হাসান বলেন, ‘এটা শুধুই একটি ডকুফিল্ম নয়, চলচ্চিত্রের চেয়ে বেশি কিছু। এখানে সাংস্কৃতিক আন্দোলনের মোটিভেশনাল জায়গা আছে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সংস্কৃতিকর্মীদের যে অবদান, সেটা তুলে ধরা হয়েছে। এ ছাড়া আমাদের দেশে সংস্কৃতির যেভাবে বিকাশ হচ্ছে, সে জায়গা থেকেও আমরা সন্তুষ্ট নই। সংস্কৃতিকর্মীদের কিছু দাবি আছে। সেই দাবির কথা আছে এখানে।’
প্রথমবার প্রামাণ্য চলচ্চিত্র পরিচালনার অভিজ্ঞতা জানিয়ে রওনক হাসান বলেন, ‘নাটক পরিচালনা করলেও চলচ্চিত্রের বিষয়টি অন্য রকম। সেই জায়গা থেকে নিজেকে দেখার একটি বিষয় ছিল যে চলচ্চিত্রের জন্য আমি কতটা প্রস্তুত। কতটুকু পেরেছি, সেটার পরীক্ষা হবে কাল (আজ)। তবে আমার মনে হয়েছে, চলচ্চিত্র বিষয়টি অনেক কঠিন।’
ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম, আহসান হাবীব নাসিম, রওনক হাসান, তানজিকা আমিন, ইমতিয়াজ বর্ষণ, নওরীন হাসান খান জেনি, জয়িতা মহলানবীশ, রাকিব হোসেন ইভন প্রমুখ। এই প্রামাণ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন রওনক হাসানের ছেলে রণজয় হাসান। নিজের পরিচালনায় ছেলের অভিনয় নিয়ে রওনক বলেন, ‘একজন সংস্কৃতিকর্মী হিসেবে এমনিতেই এটি আমার কাছে বিশেষ একটি নির্মাণ। আমার ছেলে এতে অভিনয় করেছে; যা ভীষণ ভালো লাগার ও আবেগের বিষয়। সে খুব ভালো করেছে। শুধু রণজয় নয়, সবাই খুব ভালো অভিনয় করেছেন। অভিনয়শিল্পী থেকে শুরু করে ইউনিটের সবাই সহায়তা করেছেন আমাকে।’
পরিচালনার পাশাপাশি চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন রওনক। প্রযোজনা করেছেন আহকাম উল্লাহ। আজ উদ্বোধনী প্রদর্শনীর পর দেশের প্রতিটি জেলা, উপজেলা, থানায় প্রদর্শনীর আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে