যশোর প্রতিনিধি
যশোরে ‘মুখচেনা আর আজ্ঞাবহ’দের নিয়ে আজ বুধবার থেকে দু্দিনব্যাপী জেলা সাহিত্য মেলা হতে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাংলা একাডেমির তত্ত্বাবধানে জেলা প্রশাসনের আয়োজনে আজ ও কাল বৃহস্পতিবার মেলা হচ্ছে।
অভিযোগ পাওয়া গেছে, জেলার অনেক কবি-সাহিত্যিক এই মেলার খবর জানেন না। স্থানীয় কমিটি নিজেদের খেয়ালখুশিমতো ও পছন্দের লেখকদের নিয়ে মেলার আয়োজন করছে। তা ছাড়া লেখা নিয়ে সংকলন প্রকাশের কথা থাকলেও এ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়নি।
যশোর জেলা প্রশাসন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যশোর টাউন হল ময়দানে দুই দিনব্যাপী জেলা সাহিত্য মেলা হচ্ছে। এ উপলক্ষে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনোয়ার হোসেনকে আহ্বায়ক করে কমিটি হয়েছে। কমিটিতে আছেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক হোসেন উদ্দিন হোসেনও। এ ছাড়া আছেন ড. মোস্তাফিজুর রহমান, ড. সবুজ শামিম আহসান, ড. শাহানাজ পারভীন ও গোলাম মোস্তফা মুন্না।
কবি তহীদ মনি বলেন, যশোরের কবি-সাহিত্যিকেরা অধিকাংশই জানেন না কারা কীভাবে এই মেলায় যুক্ত হয়েছে বা হচ্ছে। আসলে কোনো বাছাই প্রক্রিয়া হয়নি। মুখচেনা, ঘনিষ্ঠ আর আজ্ঞাবহদের যুক্ত করে এই মেলার আয়োজন করা হচ্ছে। এতে প্রকৃতই যারা লেখালেখির সঙ্গে যুক্ত, তাদের অবমাননা করা হয়েছে।
কবি ও লেখক সৈয়দ আহসান কবীর বলেন, ‘যশোরে সাহিত্য মেলার বিষয়ে কিছুই জানি না। আমার মতো স্থানীয় অনেক কবি-সাহিত্যিকই জানতে পারেননি বলে জেনেছি।’
কবি আরশি গাইন বলেন, ‘কয়েক দিন আগে মেলা সম্বন্ধে জেনেছি। সেটি কমিটির কারও কাছ থেকে না।’
কবি ও অণুগল্পকার মামুন আজাদ বলেন, ‘কয়েক দিন আগে যশোরে বইমেলায় বন্ধুদের কাছ থেকে সাহিত্য মেলার বিষয়ে জানতে পারি।’
এ ব্যাপারে কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন, ‘আমি তো বাড়ি বাড়ি গিয়ে সবাইকে জানাতে পারব না। সভা করে কমিটি করা হয়েছে। ওয়েবসাইটে ফরম আছে। উপজেলাগুলোতে ফরম পাঠানো হয়েছে। আগ্রহীরা জেনেছেন।’
বাংলা একাডেমির জেলা সাহিত্য মেলার সমন্বয়কারী সাইমন জাকারিয়া বলেন, জেলা সাহিত্য মেলা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে হচ্ছে। জেলার সংশ্লিষ্টরাই সব আয়োজন করছেন। বাংলা একাডেমি শুধু সমন্বয় করছে।
যশোরে ‘মুখচেনা আর আজ্ঞাবহ’দের নিয়ে আজ বুধবার থেকে দু্দিনব্যাপী জেলা সাহিত্য মেলা হতে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাংলা একাডেমির তত্ত্বাবধানে জেলা প্রশাসনের আয়োজনে আজ ও কাল বৃহস্পতিবার মেলা হচ্ছে।
অভিযোগ পাওয়া গেছে, জেলার অনেক কবি-সাহিত্যিক এই মেলার খবর জানেন না। স্থানীয় কমিটি নিজেদের খেয়ালখুশিমতো ও পছন্দের লেখকদের নিয়ে মেলার আয়োজন করছে। তা ছাড়া লেখা নিয়ে সংকলন প্রকাশের কথা থাকলেও এ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়নি।
যশোর জেলা প্রশাসন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, যশোর টাউন হল ময়দানে দুই দিনব্যাপী জেলা সাহিত্য মেলা হচ্ছে। এ উপলক্ষে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনোয়ার হোসেনকে আহ্বায়ক করে কমিটি হয়েছে। কমিটিতে আছেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক হোসেন উদ্দিন হোসেনও। এ ছাড়া আছেন ড. মোস্তাফিজুর রহমান, ড. সবুজ শামিম আহসান, ড. শাহানাজ পারভীন ও গোলাম মোস্তফা মুন্না।
কবি তহীদ মনি বলেন, যশোরের কবি-সাহিত্যিকেরা অধিকাংশই জানেন না কারা কীভাবে এই মেলায় যুক্ত হয়েছে বা হচ্ছে। আসলে কোনো বাছাই প্রক্রিয়া হয়নি। মুখচেনা, ঘনিষ্ঠ আর আজ্ঞাবহদের যুক্ত করে এই মেলার আয়োজন করা হচ্ছে। এতে প্রকৃতই যারা লেখালেখির সঙ্গে যুক্ত, তাদের অবমাননা করা হয়েছে।
কবি ও লেখক সৈয়দ আহসান কবীর বলেন, ‘যশোরে সাহিত্য মেলার বিষয়ে কিছুই জানি না। আমার মতো স্থানীয় অনেক কবি-সাহিত্যিকই জানতে পারেননি বলে জেনেছি।’
কবি আরশি গাইন বলেন, ‘কয়েক দিন আগে মেলা সম্বন্ধে জেনেছি। সেটি কমিটির কারও কাছ থেকে না।’
কবি ও অণুগল্পকার মামুন আজাদ বলেন, ‘কয়েক দিন আগে যশোরে বইমেলায় বন্ধুদের কাছ থেকে সাহিত্য মেলার বিষয়ে জানতে পারি।’
এ ব্যাপারে কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মনোয়ার হোসেন বলেন, ‘আমি তো বাড়ি বাড়ি গিয়ে সবাইকে জানাতে পারব না। সভা করে কমিটি করা হয়েছে। ওয়েবসাইটে ফরম আছে। উপজেলাগুলোতে ফরম পাঠানো হয়েছে। আগ্রহীরা জেনেছেন।’
বাংলা একাডেমির জেলা সাহিত্য মেলার সমন্বয়কারী সাইমন জাকারিয়া বলেন, জেলা সাহিত্য মেলা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে হচ্ছে। জেলার সংশ্লিষ্টরাই সব আয়োজন করছেন। বাংলা একাডেমি শুধু সমন্বয় করছে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে