ক্রীড়া ডেস্ক
উইম্বলডনে দারুণ গতিতে ছুটছেন নোভাক জোকোভিচ। পরশু রাতে ডাচ প্রতিপক্ষ টিম ফন রাইথোভেনকে ৬-২, ৪-৬, ৬-১ ও ৬-২ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছেন জোকোভিচ। শেষ আটে জোকোভিচের প্রতিপক্ষ ইতালির তরুণ তুর্কি ইয়ানিক সিনার; যিনি হারিয়েছেন আরেক উদীয়মান স্পেনের কার্লোস আলকারেজকে। চার সেটের লড়াইয়ে সিনারের জয় ৬-১, ৬-৪, ৬-৭ (৮-১০) ও ৬-৩ গেমে।
একই রাতে দাপুটে জয়রথ অব্যাহত রেখেছেন আরবকন্যা ওনস জাবেউর। বেলজিয়ামের এলিসে মের্টেনসকে সরাসরি ৭-৬ (১১-৯) ও ৬-৪ গেমে হারিয়েছেন জাবেউর। এই জয়ে শেষ আটের টিকিটও নিশ্চিত করেছেন তিউনিসিয়ার এই দ্বিতীয় শীর্ষ বাছাই। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ মারি বোজকোভা।
সময়টা দারুণ যাচ্ছে জাবেউরের। উইম্বলডনে শিরোপা জিতেই থামতে চান তিনি। ম্যাচ শেষে জাবেউর বলেছেন, ‘এটা একই সঙ্গে উদ্বেগজনক ও আনন্দময় ছিল। এলিসে শক্ত প্রতিপক্ষ। তার বিপক্ষে খেলা সহজ ছিল না। তবে ঘাসে খেলাটা আমি পছন্দ করি। প্রকৃতির সঙ্গে যোগটা আমি ভালোবাসি। আশা করি, ফাইনাল পর্যন্ত এভাবে এগিয়ে যেতে পারব।’
এদিকে বিবিসিতে লেখা এক কলামে জাবেউর জানিয়েছেন, উইম্বলডনে খেলতে এসে তাঁর বিয়ের কথা মনে পড়ছে। জাবেউর লিখেছেন, ‘সব খেলোয়াড়ের পরনে সাদা পোশাক ও দর্শকদের পরিপাটি পোশাক আমাকে বিয়ের কথা মনে করিয়ে দেয়। আমি ঐতিহ্য ও ইতিহাস খুব ভালোবাসি। যেমন সবাই সাদা পোশাক পরে আছে এবং স্ট্রবেরি খাচ্ছে, এসব দারুণ ব্যাপার।’
সেন্টার কোর্টে খেলতে ভালোবাসেন জানিয়ে জাবেউর আরও লিখেছেন, ‘সেন্টার কোর্টে খেলাটা আমি ভালোবাসি। এটা বিশেষ কিছু। বড় মঞ্চে খেলা পছন্দ করি।’
উইম্বলডনে দারুণ গতিতে ছুটছেন নোভাক জোকোভিচ। পরশু রাতে ডাচ প্রতিপক্ষ টিম ফন রাইথোভেনকে ৬-২, ৪-৬, ৬-১ ও ৬-২ গেমে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়েছেন জোকোভিচ। শেষ আটে জোকোভিচের প্রতিপক্ষ ইতালির তরুণ তুর্কি ইয়ানিক সিনার; যিনি হারিয়েছেন আরেক উদীয়মান স্পেনের কার্লোস আলকারেজকে। চার সেটের লড়াইয়ে সিনারের জয় ৬-১, ৬-৪, ৬-৭ (৮-১০) ও ৬-৩ গেমে।
একই রাতে দাপুটে জয়রথ অব্যাহত রেখেছেন আরবকন্যা ওনস জাবেউর। বেলজিয়ামের এলিসে মের্টেনসকে সরাসরি ৭-৬ (১১-৯) ও ৬-৪ গেমে হারিয়েছেন জাবেউর। এই জয়ে শেষ আটের টিকিটও নিশ্চিত করেছেন তিউনিসিয়ার এই দ্বিতীয় শীর্ষ বাছাই। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ মারি বোজকোভা।
সময়টা দারুণ যাচ্ছে জাবেউরের। উইম্বলডনে শিরোপা জিতেই থামতে চান তিনি। ম্যাচ শেষে জাবেউর বলেছেন, ‘এটা একই সঙ্গে উদ্বেগজনক ও আনন্দময় ছিল। এলিসে শক্ত প্রতিপক্ষ। তার বিপক্ষে খেলা সহজ ছিল না। তবে ঘাসে খেলাটা আমি পছন্দ করি। প্রকৃতির সঙ্গে যোগটা আমি ভালোবাসি। আশা করি, ফাইনাল পর্যন্ত এভাবে এগিয়ে যেতে পারব।’
এদিকে বিবিসিতে লেখা এক কলামে জাবেউর জানিয়েছেন, উইম্বলডনে খেলতে এসে তাঁর বিয়ের কথা মনে পড়ছে। জাবেউর লিখেছেন, ‘সব খেলোয়াড়ের পরনে সাদা পোশাক ও দর্শকদের পরিপাটি পোশাক আমাকে বিয়ের কথা মনে করিয়ে দেয়। আমি ঐতিহ্য ও ইতিহাস খুব ভালোবাসি। যেমন সবাই সাদা পোশাক পরে আছে এবং স্ট্রবেরি খাচ্ছে, এসব দারুণ ব্যাপার।’
সেন্টার কোর্টে খেলতে ভালোবাসেন জানিয়ে জাবেউর আরও লিখেছেন, ‘সেন্টার কোর্টে খেলাটা আমি ভালোবাসি। এটা বিশেষ কিছু। বড় মঞ্চে খেলা পছন্দ করি।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৪ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৪ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে