স্বেচ্ছাশ্রমে প্রশংসা পাচ্ছে যুব রেড ক্রিসেন্ট

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ০৩

বান্দরবানের আলীকদমে করোনা সুরক্ষা টিকাদান কর্মসূচিতে কাজ করছে উপজেলা যুব রেড ক্রিসেন্টের ৩০ সদস্য। দেশে টিকাদান কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই স্বাস্থ্য বিভাগের সঙ্গে স্বেচ্ছাশ্রম দিয়ে আসছে দলটি। এ কারণে প্রশাসনসহ সাধারণ মানুষের কাছে প্রশংসিত হচ্ছেন তাঁরা।

করোনাকালীন সেবার ধারাবাহিকতায় স্কুলপর্যায়ে টিকাদানে শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে সহায়তা করতে দেখা গেছে। এ ছাড়া দলের সদস্যরা উপজেলা প্রশাসনের সঙ্গে করোনা সংক্রমণরোধী প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

গতকাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, যুব রেড ক্রিসেন্টের সদস্যরা টিকা নিতে আসা মানুষের সারি ঠিক রাখা, টিকার তথ্য নথিবদ্ধ করা, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সহযোগিতা করছেন।

উপজেলা যুব রেড ক্রিসেন্টের সদস্য সুজন চৌধুরী, মেহেদি হাসান রানা ও আবু মোছা লাভলু জানান, ৩০ সদস্যের একটি দল স্বাস্থ্য বিভাগের সঙ্গে টিকা কার্যক্রমে অংশ নিয়ে মানুষকে সহায়তা করে আসছেন। পালাক্রমে দৈনিক ৫ থেকে ১০ জন টিকা কার্যক্রমে অংশ নেন। স্কুলপর্যায়ে ও গণটিকা কার্যক্রমের সময় পুরো দলকে অংশ নিতে হয়।

দলনেতা আব্দুল মুবিন জানান, যুব রেড ক্রিসেন্ট দলটি টিকা কার্যক্রমসহ করোনা সংক্রমণরোধে উপজেলা প্রশাসনের সঙ্গে জনবহুল স্থানে সচেতনতামূলক প্রচারে অংশ নেন। এ ছাড়া প্রাকৃতিক দুর্যোগের সময় পূর্বাভাস দান ও উদ্ধারে অংশগ্রহণ করে থাকেন। স্বেচ্ছায় রক্তদান করে থাকেন। নিজেদের তহবিল থেকে ত্রাণ বিতরণ ছাড়াও সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে ত্রাণ বিতরণে সহায়তা করেন।

এ ছাড়া গত বছর জুনে আলীকদমের দুর্গম পাহাড়ে কলেরা ছড়িয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য বিভাগের অস্থায়ী মেডিকেল ক্যাম্পে যুব রেড ক্রিসেন্টের কর্মীরাও ক্ষুদ্র নৃগোষ্ঠীকে সেবা দিয়ে প্রশংসা কুড়িয়েছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, ‘হাসপাতালে এখন টিকা নিতে প্রতিদিন প্রচুর মানুষ ভিড় করছেন। এখন গণটিকা, বুস্টার ডোজ, শিক্ষার্থীদের টিকাদান শুরু হওয়ার পর ভিড় আগের তুলনায় বেড়েছে। এই অবস্থায় আমাদের সীমিত সংখ্যক স্বাস্থ্যকর্মী নিয়ে এই বিশাল চাপ নেওয়া সত্যিই দুরূহ। সেই মুহূর্তে যুব রেড ক্রিসেন্টের সদস্যরা স্বেচ্ছায় শ্রম দিয়ে যাচ্ছেন। তাঁদের এই কার্যক্রম প্রশংসনীয়।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম বলেন, ‘দেশে করোনা সংক্রমণ শুরু থেকে যুব রেড ক্রিসেন্ট সদস্যরা সংকটকালীন মুহূর্তে যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন। এর আগে আলীকদমে তা দেখা যায়নি।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত