নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রীলঙ্কা সিরিজ থেকেই দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রে ছিল মুমিনুল হকের টেস্ট অধিনায়কত্ব। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনা শেষে টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুমিনুল নিজেই।
গত পরশু থেকেই গুঞ্জন জোরালো হয়, মুমিনুল ছেড়ে দিচ্ছেন অধিনায়কত্ব। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিসিবি সভাপতির বাসায় আসেন তিনি। পাপনের সঙ্গে প্রায় আধা ঘণ্টা বৈঠকের পর সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্ত জানান তিনি। মুমিনুলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, চাপেই নুইয়ে পড়েছেন বাঁহাতি টপ অর্ডার ব্যাটার। কাছের মানুষদের কেউ কেউ তাঁকে অবশ্য এ কদিনে বুঝিয়েছিলেন, অন্তত ওয়েস্ট ইন্ডিজ সফরটা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। যেহেতু ক্যারিবীয় সফর শেষে বাংলাদেশের পরের টেস্ট সিরিজ আগামী নভেম্বর-ডিসেম্বরে, ভারতের বিপক্ষে। এখানে মুমিনুলের যুক্তি, মন থেকেই তিনি আর অধিনায়কত্ব উপভোগ করছেন না, এখন শুধু ব্যাটিংয়েই মনোযোগ দিতে চান।
গতকাল মুমিনুল সাংবাদিকদেরও বলেছেন, ‘যখন ভালো খেলবেন, তখন দলের ফল যদি ভালো নাও হয় তবু দলকে অনুপ্রাণিত করতে পারবেন। আমার মনে হয়, আমি ভালো খেলতে পারছি না। দলও ফল করতে পারছে না। এই অবস্থায় অধিনায়কত্ব করা খুব কঠিন। আমার মনে হয়, এই সময় না করাই ভালো (অধিনায়কত্ব)।’ তিনি আরও যোগ করেন, ‘আমি অনুভব করছি, আমার ব্যাটিংয়ে যদি মনোযোগ দিতে পারি, তাহলে ভালো হবে।’
অবশ্য বোর্ড সভাপতি পাপন নিজেও তাঁকে পরামর্শ দেন অন্তত ওয়েস্ট ইন্ডিজ সফরে অধিনায়কত্ব করে যেতে। কিন্তু মুমিনুল নিজের সিদ্ধান্তে অনড়। বলছিলেন, ‘তিনি (বিসিবি সভাপতি) বলেছেন (অধিনায়কত্ব চালিয়ে যেতে)। কিন্তু আমি এটা চাচ্ছি না।’
গত ছয়-সাত বছরে মুমিনুলের আন্তর্জাতিক ক্যারিয়ার সীমাবদ্ধ হয়ে গেছে টেস্ট ক্রিকেটে। এ মুহূর্তে ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়টা পার করছেন মুমিনুল। দেশে-বিদেশে মিলিয়ে টানা সাত ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেনি তাঁর ব্যাট। দলও পাচ্ছিল না কাঙ্ক্ষিত ফল। অধিনায়ক মুমিনুলের সবচেয়ে বড় সাফল্য গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়। কিন্তু সেই জয়ের স্মৃতি যেন হারিয়ে যেতে বসেছে নানা আলোচনা-সমালোচনার ভিড়ে। নিজেও বেশ অভিমানভরা কণ্ঠে বলছিলেন, ‘অতীত হয়ে গেছে (মাউন্ট মঙ্গানুই)। অতীত কারও মনে থাকে না। অতীত আর কোনো গুরুত্ব বহন করে না।’
কদিন আগে মুমিনুলকে অধিনায়ক করেই ওয়েস্ট ইন্ডিজের সফরের দল ঘোষণা করেছিল বিসিবি। হঠাৎ করে তাঁর অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণায় নতুন কাউকে নিয়ে ভাবতে হচ্ছে বোর্ডকে। যদিও মুমিনুল কাউকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে পরামর্শ দেননি। তিনি বলছেন, ‘আমি শুধু বলেছি যে অধিনায়ক হিসেবে দলে অবদান রাখতে পারছি না। এই মুহূর্তে অন্য কাউকে দায়িত্ব দেওয়া উচিত। এখন তাঁরা কী সিদ্ধান্ত নেন, তাঁদের ব্যাপার।’
বোর্ড সিদ্ধান্ত নিতে খুব একটা সময় নিচ্ছে না। আগামী সপ্তাহে দল ভাগে ভাগে রওনা দেবে উইন্ডিজে। তার আগেই আগামীকাল দুপুর ১২টায় বোর্ড পরিচালকদের সভা শেষে নতুন অধিনায়কের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। যদিও কিছুদিন ধরে আলোচনার আরেক অংশ মুমিনুলের জায়গায় সাকিব আল হাসানের অধিনায়কত্বে প্রত্যাবর্তন। ২০১৯ সালের অক্টোবরে সব ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞায় পড়ার পর সাকিবের জায়গা আকস্মিক টেস্ট অধিনায়ক করা হয়েছিল মুমিনুলকে।
মুমিনুল সহজাত নেতা না হলেও পারফরম্যান্স দিয়ে সামনে থেকে নেতৃত্ব দিতে পারবেন, এ আশায় বিসিবি তাঁর কাঁধে তুলে দিয়েছিল নেতৃত্বের ভার। কিন্তু সেই ভারে যে এতটা নুইয়ে পড়বেন, সদা আত্মবিশ্বাসী মুমিনুল নিজেও কি ভাবতে পেরেছিলেন?
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
শ্রীলঙ্কা সিরিজ থেকেই দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রে ছিল মুমিনুল হকের টেস্ট অধিনায়কত্ব। গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে আলোচনা শেষে টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন মুমিনুল নিজেই।
গত পরশু থেকেই গুঞ্জন জোরালো হয়, মুমিনুল ছেড়ে দিচ্ছেন অধিনায়কত্ব। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিসিবি সভাপতির বাসায় আসেন তিনি। পাপনের সঙ্গে প্রায় আধা ঘণ্টা বৈঠকের পর সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে নিজের সিদ্ধান্ত জানান তিনি। মুমিনুলের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, চাপেই নুইয়ে পড়েছেন বাঁহাতি টপ অর্ডার ব্যাটার। কাছের মানুষদের কেউ কেউ তাঁকে অবশ্য এ কদিনে বুঝিয়েছিলেন, অন্তত ওয়েস্ট ইন্ডিজ সফরটা দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে। যেহেতু ক্যারিবীয় সফর শেষে বাংলাদেশের পরের টেস্ট সিরিজ আগামী নভেম্বর-ডিসেম্বরে, ভারতের বিপক্ষে। এখানে মুমিনুলের যুক্তি, মন থেকেই তিনি আর অধিনায়কত্ব উপভোগ করছেন না, এখন শুধু ব্যাটিংয়েই মনোযোগ দিতে চান।
গতকাল মুমিনুল সাংবাদিকদেরও বলেছেন, ‘যখন ভালো খেলবেন, তখন দলের ফল যদি ভালো নাও হয় তবু দলকে অনুপ্রাণিত করতে পারবেন। আমার মনে হয়, আমি ভালো খেলতে পারছি না। দলও ফল করতে পারছে না। এই অবস্থায় অধিনায়কত্ব করা খুব কঠিন। আমার মনে হয়, এই সময় না করাই ভালো (অধিনায়কত্ব)।’ তিনি আরও যোগ করেন, ‘আমি অনুভব করছি, আমার ব্যাটিংয়ে যদি মনোযোগ দিতে পারি, তাহলে ভালো হবে।’
অবশ্য বোর্ড সভাপতি পাপন নিজেও তাঁকে পরামর্শ দেন অন্তত ওয়েস্ট ইন্ডিজ সফরে অধিনায়কত্ব করে যেতে। কিন্তু মুমিনুল নিজের সিদ্ধান্তে অনড়। বলছিলেন, ‘তিনি (বিসিবি সভাপতি) বলেছেন (অধিনায়কত্ব চালিয়ে যেতে)। কিন্তু আমি এটা চাচ্ছি না।’
গত ছয়-সাত বছরে মুমিনুলের আন্তর্জাতিক ক্যারিয়ার সীমাবদ্ধ হয়ে গেছে টেস্ট ক্রিকেটে। এ মুহূর্তে ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়টা পার করছেন মুমিনুল। দেশে-বিদেশে মিলিয়ে টানা সাত ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেনি তাঁর ব্যাট। দলও পাচ্ছিল না কাঙ্ক্ষিত ফল। অধিনায়ক মুমিনুলের সবচেয়ে বড় সাফল্য গত জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়। কিন্তু সেই জয়ের স্মৃতি যেন হারিয়ে যেতে বসেছে নানা আলোচনা-সমালোচনার ভিড়ে। নিজেও বেশ অভিমানভরা কণ্ঠে বলছিলেন, ‘অতীত হয়ে গেছে (মাউন্ট মঙ্গানুই)। অতীত কারও মনে থাকে না। অতীত আর কোনো গুরুত্ব বহন করে না।’
কদিন আগে মুমিনুলকে অধিনায়ক করেই ওয়েস্ট ইন্ডিজের সফরের দল ঘোষণা করেছিল বিসিবি। হঠাৎ করে তাঁর অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণায় নতুন কাউকে নিয়ে ভাবতে হচ্ছে বোর্ডকে। যদিও মুমিনুল কাউকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে পরামর্শ দেননি। তিনি বলছেন, ‘আমি শুধু বলেছি যে অধিনায়ক হিসেবে দলে অবদান রাখতে পারছি না। এই মুহূর্তে অন্য কাউকে দায়িত্ব দেওয়া উচিত। এখন তাঁরা কী সিদ্ধান্ত নেন, তাঁদের ব্যাপার।’
বোর্ড সিদ্ধান্ত নিতে খুব একটা সময় নিচ্ছে না। আগামী সপ্তাহে দল ভাগে ভাগে রওনা দেবে উইন্ডিজে। তার আগেই আগামীকাল দুপুর ১২টায় বোর্ড পরিচালকদের সভা শেষে নতুন অধিনায়কের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। যদিও কিছুদিন ধরে আলোচনার আরেক অংশ মুমিনুলের জায়গায় সাকিব আল হাসানের অধিনায়কত্বে প্রত্যাবর্তন। ২০১৯ সালের অক্টোবরে সব ধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞায় পড়ার পর সাকিবের জায়গা আকস্মিক টেস্ট অধিনায়ক করা হয়েছিল মুমিনুলকে।
মুমিনুল সহজাত নেতা না হলেও পারফরম্যান্স দিয়ে সামনে থেকে নেতৃত্ব দিতে পারবেন, এ আশায় বিসিবি তাঁর কাঁধে তুলে দিয়েছিল নেতৃত্বের ভার। কিন্তু সেই ভারে যে এতটা নুইয়ে পড়বেন, সদা আত্মবিশ্বাসী মুমিনুল নিজেও কি ভাবতে পেরেছিলেন?
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে