ধীরগতির সংস্কারকাজে ভোগান্তি এলাকাবাসীর

আয়নাল হোসেন, ঢাকা
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ৫২

সংস্কারের নামে প্রায় এক মাস ধরে খুঁড়ে রাখা হয়েছে পুরান ঢাকার আরমানিটোলা এলাকার আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সড়ক। এতে যানবাহন চলাচল দূরের কথা, হেঁটে চলাই দুরূহ হয়ে পড়েছে। ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও পথচারীদের। আরমানিটোলা মাঠের উত্তর পাশের সড়কটিও খুঁড়ে রাখা হয়েছে এক মাসের বেশি সময় ধরে।

বর্ষায় বৃষ্টির পানি জমে মানুষের চলাচলে যেন ভোগান্তি সৃষ্টি না হয়, সে জন্য গভীর নর্দমার পাইপ স্থাপনের কাজ চলছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, সড়কটি ধীরগতিতে সংস্কার চলছে। পুরান ঢাকা ব্যবসার প্রাণকেন্দ্র। এখানে মাসের পর মাস সড়ক খুঁড়ে রাখলে মানুষের ভোগান্তি কয়েক গুণ বেড়ে যায়। মানুষের দুর্ভোগ কমাতে তদারকি সংস্থাকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বলছে, উন্নয়নকাজ করতে গিয়ে মানুষের কিছুটা ভোগান্তি হচ্ছে ঠিকই, তবে তা সাময়িক।

মিটফোর্ডের মেসার্স হেলথওয়ের স্বত্বাধিকারী নূর হোসেন জানান, সড়কটিতে ১০ ফুটের বেশি গর্ত করে রাখা হয়েছে। এই গর্তের কারণে সড়কটি দিয়ে হাঁটতেও ভয় লাগে। আমরা চাই, রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক। হাসপাতাল ও ক্লিনিকের রোগী যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ছাড়া এখানে রয়েছে দেশের সর্ববৃহৎ কাগজ, কাচ, আয়না, ওষুধ ও কাপড়ের ব্যবসা।’ স্থানীয় বাসিন্দারা জানান, পুরান ঢাকা ব্যবসায়ী এলাকা। দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা এখান থেকে পণ্য কেনেন। অপর দিকে এখানে বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনেক শিক্ষার্থীকে স্কুলে আসা-যাওয়া করতে হচ্ছে। ওই সড়ক বন্ধ থাকায় আশপাশের সড়কে তীব্র যানজট হচ্ছে।

বাবুবাজার-আরমানিটোলা সমাজ কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘সড়ক দুটি বন্ধ থাকায় মানুষের ভোগান্তি বহু গুণ বেড়েছে। সংস্কারের নামে যদি মাসের পর মাস সড়ক খুঁড়ে রাখা হয়, তাহলে ক্ষতিই বেশি।’

এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৪-এর নির্বাহী কর্মকর্তা হায়দার আলী বলেন, ‘রাস্তাটি যাতে দ্রুত সংস্কার করা হয়, সে জন্য তিনি সার্বক্ষণিক নজরদারি করছেন। মানুষের ভোগান্তি কমিয়ে আনতে ঠিকাদারকে চাপ দেওয়া হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

অধিকৃত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সার্বভৌম মালিকানা ফিলিস্তিনিদের, জাতিসংঘে প্রস্তাব পাস

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত