পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড় থেকে ঢাকায় চলাচল করা আন্তনগর ট্রেনে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না যাত্রীরা। কালোবাজারে টিকিট বিক্রিসহ বগিগুলোতে নেই যাত্রীদের পর্যাপ্ত সুবিধা।
পঞ্চগড়ে আসা বিভিন্ন ট্রেনে দেখা গেছে, যাত্রীদের নিরাপত্তায় নেই আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি, অপরিষ্কার পরিবেশ, আসন ভাঙা, জানালার লক নেই, পর্দা নেই, টয়লেট অপরিষ্কার, পানির কল নষ্ট, অনিয়ন্ত্রিত শীতাতপ ব্যবস্থা, এসি বগিতে প্রচণ্ড কম্পন ও সীমিত অ্যাটেনডেন্ট দিয়ে চলছে রেলের সেবা কার্যক্রম।
পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা থেকে চারটি আন্তনগর ট্রেন প্রতিদিন ঢাকায় চলাচল করে। দূরবর্তী রেলপথ যাত্রায় যেসব সুবিধা থাকার কথা এগুলোর বেশির ভাগ নেই এসব ট্রেনে। অনিয়ম, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতায় বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন রেল যাত্রীরা। সবচেয়ে বড় সমস্যা যাত্রীদের টিকিটের ব্যবস্থাপনায়। অনলাইনসহ কাউন্টারে টিকিট পাওয়া যায় না। কালোবাজারে চলে গেছে টিকিটের ব্যবস্থা। ফলে অধিকাংশ যাত্রীর টিকিট কিনতে হচ্ছে কালোবাজার থেকে।
গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় পঞ্চগড় থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রী সাজেদুর রহমান বেড়াতে এসেছিলেন তেঁতুলিয়ায়। দুই দিন ধরে এসি প্রথম শ্রেণির দুটি টিকিটের জন্য কাউন্টার ও অনলাইনে চেষ্টা করে ব্যর্থ হন। পরে স্টেশনের একটি পান দোকান থেকে প্রতি টিকিটে অতিরিক্ত ৩০০ টাকা বাড়তি দিয়ে দুটি টিকিট কিনেছেন তিনি। আরেক যাত্রী সফিকুল ইসলাম ঢাকার একটি ব্যাংকে চাকরি করেন, তিনিও কাউন্টারে টিকিট না পেয়ে কালোবাজার থেকে টিকিট কিনেছেন।
পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশনের মাস্টার মাসুদ পারভেজ বলেন, ‘রেলের ভাবমূর্তি বিনষ্টকারীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় অবকাঠামো, লোকবলের অভাবে সঠিকভাবে সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এরপরেও সাধ্যমতো সেবা দেওয়া হচ্ছে।’
পঞ্চগড় রেলের যান্ত্রিক শাখার কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, ‘পঞ্চগড়ে রেলের যান্ত্রিক শাখার ভবনসহ প্রকৌশলী এবং বিভিন্ন জনবল না থাকায় রেলের তাৎক্ষণিক সমস্যা সমাধান করা সম্ভব হচ্ছে না। এরপরেও সীমিত লোকবল দিয়ে রেলের সব রেক সচল রাখা হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যেই সব সমস্যা সমাধান হয়ে যাবে।’
পঞ্চগড় থেকে ঢাকায় চলাচল করা আন্তনগর ট্রেনে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না যাত্রীরা। কালোবাজারে টিকিট বিক্রিসহ বগিগুলোতে নেই যাত্রীদের পর্যাপ্ত সুবিধা।
পঞ্চগড়ে আসা বিভিন্ন ট্রেনে দেখা গেছে, যাত্রীদের নিরাপত্তায় নেই আইনশৃঙ্খলা বাহিনীর তদারকি, অপরিষ্কার পরিবেশ, আসন ভাঙা, জানালার লক নেই, পর্দা নেই, টয়লেট অপরিষ্কার, পানির কল নষ্ট, অনিয়ন্ত্রিত শীতাতপ ব্যবস্থা, এসি বগিতে প্রচণ্ড কম্পন ও সীমিত অ্যাটেনডেন্ট দিয়ে চলছে রেলের সেবা কার্যক্রম।
পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা থেকে চারটি আন্তনগর ট্রেন প্রতিদিন ঢাকায় চলাচল করে। দূরবর্তী রেলপথ যাত্রায় যেসব সুবিধা থাকার কথা এগুলোর বেশির ভাগ নেই এসব ট্রেনে। অনিয়ম, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতায় বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন রেল যাত্রীরা। সবচেয়ে বড় সমস্যা যাত্রীদের টিকিটের ব্যবস্থাপনায়। অনলাইনসহ কাউন্টারে টিকিট পাওয়া যায় না। কালোবাজারে চলে গেছে টিকিটের ব্যবস্থা। ফলে অধিকাংশ যাত্রীর টিকিট কিনতে হচ্ছে কালোবাজার থেকে।
গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় পঞ্চগড় থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের যাত্রী সাজেদুর রহমান বেড়াতে এসেছিলেন তেঁতুলিয়ায়। দুই দিন ধরে এসি প্রথম শ্রেণির দুটি টিকিটের জন্য কাউন্টার ও অনলাইনে চেষ্টা করে ব্যর্থ হন। পরে স্টেশনের একটি পান দোকান থেকে প্রতি টিকিটে অতিরিক্ত ৩০০ টাকা বাড়তি দিয়ে দুটি টিকিট কিনেছেন তিনি। আরেক যাত্রী সফিকুল ইসলাম ঢাকার একটি ব্যাংকে চাকরি করেন, তিনিও কাউন্টারে টিকিট না পেয়ে কালোবাজার থেকে টিকিট কিনেছেন।
পঞ্চগড়ের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশনের মাস্টার মাসুদ পারভেজ বলেন, ‘রেলের ভাবমূর্তি বিনষ্টকারীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় অবকাঠামো, লোকবলের অভাবে সঠিকভাবে সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এরপরেও সাধ্যমতো সেবা দেওয়া হচ্ছে।’
পঞ্চগড় রেলের যান্ত্রিক শাখার কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, ‘পঞ্চগড়ে রেলের যান্ত্রিক শাখার ভবনসহ প্রকৌশলী এবং বিভিন্ন জনবল না থাকায় রেলের তাৎক্ষণিক সমস্যা সমাধান করা সম্ভব হচ্ছে না। এরপরেও সীমিত লোকবল দিয়ে রেলের সব রেক সচল রাখা হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যেই সব সমস্যা সমাধান হয়ে যাবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে