কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
জ্বালানি তেলের দাম বাড়ানোয় দেশব্যাপী চলছে পরিবহন ধর্মঘট। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ জনগণ। নিরুপায় হয়ে দ্বিগুণ ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাঁদের।
গতকাল শুক্রবার সকালে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে গাজীপুরের কাপাসিয়ায় বন্ধ রাখা হয়েছে সব ধরনের যাত্রীবাহী বাস। সেই সঙ্গে বন্ধ রয়েছে পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যানও। এতে অফিসগামী মানুষসহ সবাই পড়েছেন দুর্ভোগে। হঠাৎ জ্বালানি তেলের দাম বাড়ানোয় তাঁদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ।
কাপাসিয়া থেকে লেগুনায় চড়ে গাজীপুর যাচ্ছেন মাসুদ রানা। তিনি বলেন, ‘যাত্রীবাহী পরিবহন না থাকার কারণে ৭০ টাকার ভাড়া ১০০ টাকা দিতে হচ্ছে। প্রাইভেট অফিসে চাকরি করি, তাই বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে অফিসে যাচ্ছি।’
অনন্যা ক্লাসিক প্রাইভেট লিমিটেডের পরিচালক বাবুল খান বলেন, ‘৬৫ টাকা লিটার তেল এক লাফে ৮০ টাকা হয়েছে। লিটারে ১৫ টাকা বাড়তি; আমরা কীভাবে পরিবহন চালাব। আমাদের নীতিনির্ধারকেরা সিদ্ধান্ত না জানানো পর্যন্ত পরিবহন চালানো বন্ধ থাকবে। সরকারের নীতিনির্ধারকদের উচিত ছিল তেলের দাম বাড়ানোর পাশাপাশি ভাড়া নির্ধারণ করে দেওয়া। তেলের দাম বাড়িয়েছেন, সে ক্ষেত্রে ভাড়া কী হবে তা নির্ণয় করে দেওয়া উচিত ছিল।’
গাজীপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি আকরাম হোসেন বলেন, ‘হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সারা দেশের মতো কাপাসিয়ায় যাত্রীবাহী পরিবহন, ট্রাক মালিক সমিতি সবাই পরিবহন চালানো বন্ধ রেখেছে। এখন আমাদের ফেডারেশনের ঊর্ধ্বতন নেতাদের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি নেওয়া হবে।’
জ্বালানি তেলের দাম বাড়ানোয় দেশব্যাপী চলছে পরিবহন ধর্মঘট। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ জনগণ। নিরুপায় হয়ে দ্বিগুণ ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাঁদের।
গতকাল শুক্রবার সকালে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে গাজীপুরের কাপাসিয়ায় বন্ধ রাখা হয়েছে সব ধরনের যাত্রীবাহী বাস। সেই সঙ্গে বন্ধ রয়েছে পণ্যবাহী ট্রাক-কাভার্ড ভ্যানও। এতে অফিসগামী মানুষসহ সবাই পড়েছেন দুর্ভোগে। হঠাৎ জ্বালানি তেলের দাম বাড়ানোয় তাঁদের মাঝে দেখা দিয়েছে ক্ষোভ।
কাপাসিয়া থেকে লেগুনায় চড়ে গাজীপুর যাচ্ছেন মাসুদ রানা। তিনি বলেন, ‘যাত্রীবাহী পরিবহন না থাকার কারণে ৭০ টাকার ভাড়া ১০০ টাকা দিতে হচ্ছে। প্রাইভেট অফিসে চাকরি করি, তাই বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে অফিসে যাচ্ছি।’
অনন্যা ক্লাসিক প্রাইভেট লিমিটেডের পরিচালক বাবুল খান বলেন, ‘৬৫ টাকা লিটার তেল এক লাফে ৮০ টাকা হয়েছে। লিটারে ১৫ টাকা বাড়তি; আমরা কীভাবে পরিবহন চালাব। আমাদের নীতিনির্ধারকেরা সিদ্ধান্ত না জানানো পর্যন্ত পরিবহন চালানো বন্ধ থাকবে। সরকারের নীতিনির্ধারকদের উচিত ছিল তেলের দাম বাড়ানোর পাশাপাশি ভাড়া নির্ধারণ করে দেওয়া। তেলের দাম বাড়িয়েছেন, সে ক্ষেত্রে ভাড়া কী হবে তা নির্ণয় করে দেওয়া উচিত ছিল।’
গাজীপুর আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি আকরাম হোসেন বলেন, ‘হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে সারা দেশের মতো কাপাসিয়ায় যাত্রীবাহী পরিবহন, ট্রাক মালিক সমিতি সবাই পরিবহন চালানো বন্ধ রেখেছে। এখন আমাদের ফেডারেশনের ঊর্ধ্বতন নেতাদের সিদ্ধান্তের ওপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি নেওয়া হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে