মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা)
মাগুরার শ্রীপুর উপজেলায় দোসতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের জমি আদালতের আদেশ অমান্য করে অবৈধভাবে সীমানা নির্ধারণ চেষ্টার অভিযোগে দুজন সরকারি কর্মকর্তাকে শোকজ করেছেন আদালত।
শোকজ করা কর্মকর্তারা হলেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কণ্ডু ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেন । মাগুরা জজ আদালতের (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী বিচারক রোমনা রোজী গত বুধবার বিকেলে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, রায়ের আলোকে আদালতের আদেশ অমান্য করে, অস্থায়ী নিষেধাজ্ঞা কেন জারি হবে না এ বিষয়ে জানতে এসিল্যান্ড ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে আগামী ৩ দিনের মধ্যে আদালতে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। মাগুরা সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তাদার সুষমা দত্ত আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
মামলার বাদী মো. আব্দুল হালিম নামে এক ব্যক্তি মাগুরার সিনিয়র সহকারী জজ আদালতে গত বুধবার মামলাটি করেন। মামলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কণ্ডু ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেন, দোসতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লুর রহমান ও সভাপতি লাভলু মোল্লাকে বিবাদী করা হয়।
এলাকাবাসী জানান, জমিটি বাদীর বাবা-দাদারা বিদ্যালয়কে অনেক আগেই দান করে গেছেন। যার দলিল বিদ্যালয়ের নামে। ম্যাপ অনুযায়ী বিদ্যালয়ের জমি ৪৩ শতাংশ। বিদ্যালয়ের জমি অনুযায়ী সীমানা নির্ধারণ করা হয়েছে।
মামলার বাদী মো. আব্দুল হালিম বলেন, ‘জমিটি আমাদের কেনা সম্পত্তি। সরকারের সঙ্গে এ জমি সংক্রান্ত আদালতে মামলা হয়। আদালত মামলার রায় আমাদের পক্ষে দেয়। কিন্তু জমিটি বারবার অবৈধ দখলের চেষ্টা চলছে। গত সোমবার এসিল্যান্ড ও শিক্ষা কর্মকর্তা সশরীরে উপস্থিত হয়ে সীমানা নির্ধারণ করেন। এসিল্যান্ড আমাকে মোবাইলে দেখে নেওয়ার হুমকিও দেন। এমনকি আমাকে ১৫ মিনিটের মধ্যে তাঁর অফিসে যেতে বলেন। ভয়ে যাইনি, তবুও বারবার ফোন করেছেন। একজন সরকারি কর্মকর্তার এমন আচরণে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। গতকাল বৃহস্পতিবার সকালে মিস্ত্রি আমাকে ফোন করে দেওয়াল নির্মাণকাজের বিষয় জানান।’
বিষয়টি নিয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কণ্ডু বলেন, ‘আদালতের শোকজের কাগজপত্র হাতে পেয়েছি। শোকজের জবাব দিবো। আমি বাদীকে কোনো হুমকি দিইনি। সে যা বলছে সব মিথ্যা।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ‘কোনো অনিয়মের চেষ্টা হয়নি। বরং এত দিন অনিয়ম হয়ে এসেছে। আর তাই মামলার আবেদন করা হয়েছে। শোকজের জবাব দেওয়া হবে। দেয়াল নির্মাণের বিষয়ে তিনি বলেন, স্কুলের দেয়াল নির্মাণের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলের দেয়াল নির্মাণকাজ শেষ করতে হবে। আইনের মধ্যেই কাজ শুরু হয়েছে।’
মাগুরার শ্রীপুর উপজেলায় দোসতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের জমি আদালতের আদেশ অমান্য করে অবৈধভাবে সীমানা নির্ধারণ চেষ্টার অভিযোগে দুজন সরকারি কর্মকর্তাকে শোকজ করেছেন আদালত।
শোকজ করা কর্মকর্তারা হলেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কণ্ডু ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেন । মাগুরা জজ আদালতের (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী বিচারক রোমনা রোজী গত বুধবার বিকেলে এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, রায়ের আলোকে আদালতের আদেশ অমান্য করে, অস্থায়ী নিষেধাজ্ঞা কেন জারি হবে না এ বিষয়ে জানতে এসিল্যান্ড ও উপজেলা শিক্ষা কর্মকর্তাকে আগামী ৩ দিনের মধ্যে আদালতে সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। মাগুরা সিনিয়র সহকারী জজ আদালতের সেরেস্তাদার সুষমা দত্ত আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
মামলার বাদী মো. আব্দুল হালিম নামে এক ব্যক্তি মাগুরার সিনিয়র সহকারী জজ আদালতে গত বুধবার মামলাটি করেন। মামলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কণ্ডু ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেন, দোসতিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লুর রহমান ও সভাপতি লাভলু মোল্লাকে বিবাদী করা হয়।
এলাকাবাসী জানান, জমিটি বাদীর বাবা-দাদারা বিদ্যালয়কে অনেক আগেই দান করে গেছেন। যার দলিল বিদ্যালয়ের নামে। ম্যাপ অনুযায়ী বিদ্যালয়ের জমি ৪৩ শতাংশ। বিদ্যালয়ের জমি অনুযায়ী সীমানা নির্ধারণ করা হয়েছে।
মামলার বাদী মো. আব্দুল হালিম বলেন, ‘জমিটি আমাদের কেনা সম্পত্তি। সরকারের সঙ্গে এ জমি সংক্রান্ত আদালতে মামলা হয়। আদালত মামলার রায় আমাদের পক্ষে দেয়। কিন্তু জমিটি বারবার অবৈধ দখলের চেষ্টা চলছে। গত সোমবার এসিল্যান্ড ও শিক্ষা কর্মকর্তা সশরীরে উপস্থিত হয়ে সীমানা নির্ধারণ করেন। এসিল্যান্ড আমাকে মোবাইলে দেখে নেওয়ার হুমকিও দেন। এমনকি আমাকে ১৫ মিনিটের মধ্যে তাঁর অফিসে যেতে বলেন। ভয়ে যাইনি, তবুও বারবার ফোন করেছেন। একজন সরকারি কর্মকর্তার এমন আচরণে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। গতকাল বৃহস্পতিবার সকালে মিস্ত্রি আমাকে ফোন করে দেওয়াল নির্মাণকাজের বিষয় জানান।’
বিষয়টি নিয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কণ্ডু বলেন, ‘আদালতের শোকজের কাগজপত্র হাতে পেয়েছি। শোকজের জবাব দিবো। আমি বাদীকে কোনো হুমকি দিইনি। সে যা বলছে সব মিথ্যা।’
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোশাররফ হোসেন বলেন, ‘কোনো অনিয়মের চেষ্টা হয়নি। বরং এত দিন অনিয়ম হয়ে এসেছে। আর তাই মামলার আবেদন করা হয়েছে। শোকজের জবাব দেওয়া হবে। দেয়াল নির্মাণের বিষয়ে তিনি বলেন, স্কুলের দেয়াল নির্মাণের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুলের দেয়াল নির্মাণকাজ শেষ করতে হবে। আইনের মধ্যেই কাজ শুরু হয়েছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে