সোহাগ হোসেন, মাদারগঞ্জ
জামালপুরের মাদারগঞ্জে জন্মনিবন্ধন করতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৪ নম্বর বালিজুড়ী ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে। তবে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে, সরকার নির্ধারিত ফির অতিরিক্ত টাকা নেওয়া হলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, শিশুর জন্মনিবন্ধনের জন্য ৪৫ দিন পর্যন্ত কোনো ফি নেওয়া হয় না। তবে শিশুর ৫ বছর পর্যন্ত ২৫ টাকা ও ৫ বছরের উপরে সব বয়সীদের ৫০ টাকা ফি নেওয়ার নিয়ম করে দিয়েছে সরকার। তবে সরকারের এই নিয়ম মানছে না জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৪ নম্বর বালিজুড়ী ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বিলকিস বেগম। ৫০ টাকার পরিবর্তে তিনি ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ফি আদায় করছেন।
সরেজমিন গেলে গত ১০ এপ্রিল এমন অভিযোগের সত্যতাও পাওয়া যায়। বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকার বাসিন্দা আঙ্গুরী বেগম এসেছিলেন তার নাতনীর জন্ম নিবন্ধন করতে। তিনি বলেন, ‘৫০ টাকার জন্ম নিবন্ধনে ২০০ টাকা নিচ্ছে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বিলকিস বেগম। ৩টি জন্ম নিবন্ধনের জন্য ৬০০ টাকা দিতে হয়েছে।’
একই এলাকার নুরুন্নাহার বলেন, ‘ছেলের জন্ম নিবন্ধন করতে এসেছি। সরকার নতুন নিয়মে ৫০ টাকা করলেও ২০০ টাকা নেওয়া হচ্ছে। অতিরিক্ত টাকার পাশাপাশি অনেক হয়রানির শিকার হতে হয়।’ চরনাংলা এলাকার একটি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী ছোটন জানায়, ‘আগে করা জন্ম নিবন্ধন অনলাইনে করতে এসেছি। বাইরে থেকে আবেদন করার পরও ১৫০ টাকা দিতে হয়েছে ইউনিয়ন পরিষদ অফিসে।’ চর সুখনগরী এলাকার জমিলা বেগম বলেন, ‘তার নাতি ও মেয়ের জন্ম নিবন্ধন করতে ২৫০ টাকা করে দিতে হয়েছে। ৪টি জন্ম নিবন্ধনে ১০০০ টাকা গুনতে হয়েছে।’
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, উদ্যোক্তা বিলকিস বেগম দুটি জন্মনিবন্ধন করতে এক ব্যক্তির কাছে ৫০০ টাকা চাচ্ছেন। ভিডিওতে দেখা যায়, তারতাপাড়া এলাকার মাজেদ ও আশিক নামে দুজন যুবক জন্ম নিবন্ধন করতে আসলে তারা উদ্যোক্তাকে বলেন, দুটি জন্ম নিবন্ধনের জন্য কত টাকা দিতে হবে? তখন অভিযুক্ত উদ্যোক্তা বিলকিস বেগম বলেন, কত দিবা, ৫০০ দিবা। পরে ওই শিক্ষার্থীরা নতুন নিয়মে ৫০ টাকা লাগে এ বিষয়টি বললে জবাবে বিলকিস বলেন, কোনো ইউনিয়নে ২৫০ টাকার কমে জন্মনিবন্ধন করে তোমরা দেখাতে পারবে? ৭ ইউনিয়নে ঘুরে আসো এর কমে কেউ করে না। তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে গেলে কথা বলতে রাজি হননি অভিযুক্ত উদ্যোক্তা বিলকিস বেগম। জন্ম নিবন্ধন করতে অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা ফকরুল ইসলাম বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণের পর অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি এখন পর্যন্ত প্রমাণ পায়নি। সবাইকে বলা আছে অতিরিক্ত টাকা দিবেন না। সরকারি ফি ৫০ টাকা ও উদ্যোক্তা ফি ৫০ মোট ১০০ টাকা নিতে পারে। কেউ যদি জন্ম নিবন্ধনে অতিরিক্ত টাকা চায় তাহলে সরাসরি আমাকে জানালে, আমি ব্যবস্থা নেব। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলে বলেন, ‘সরকার নির্ধারিত ফির অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই। উদ্যোক্তারা আবেদন বাবদ ন্যুনতম খরচ নিতে পারে। অতিরিক্ত ফি নেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জামালপুরের মাদারগঞ্জে জন্মনিবন্ধন করতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ৪ নম্বর বালিজুড়ী ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তার বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে। তবে ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে, সরকার নির্ধারিত ফির অতিরিক্ত টাকা নেওয়া হলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জানা গেছে, শিশুর জন্মনিবন্ধনের জন্য ৪৫ দিন পর্যন্ত কোনো ফি নেওয়া হয় না। তবে শিশুর ৫ বছর পর্যন্ত ২৫ টাকা ও ৫ বছরের উপরে সব বয়সীদের ৫০ টাকা ফি নেওয়ার নিয়ম করে দিয়েছে সরকার। তবে সরকারের এই নিয়ম মানছে না জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৪ নম্বর বালিজুড়ী ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বিলকিস বেগম। ৫০ টাকার পরিবর্তে তিনি ২০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত ফি আদায় করছেন।
সরেজমিন গেলে গত ১০ এপ্রিল এমন অভিযোগের সত্যতাও পাওয়া যায়। বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকার বাসিন্দা আঙ্গুরী বেগম এসেছিলেন তার নাতনীর জন্ম নিবন্ধন করতে। তিনি বলেন, ‘৫০ টাকার জন্ম নিবন্ধনে ২০০ টাকা নিচ্ছে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা বিলকিস বেগম। ৩টি জন্ম নিবন্ধনের জন্য ৬০০ টাকা দিতে হয়েছে।’
একই এলাকার নুরুন্নাহার বলেন, ‘ছেলের জন্ম নিবন্ধন করতে এসেছি। সরকার নতুন নিয়মে ৫০ টাকা করলেও ২০০ টাকা নেওয়া হচ্ছে। অতিরিক্ত টাকার পাশাপাশি অনেক হয়রানির শিকার হতে হয়।’ চরনাংলা এলাকার একটি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী ছোটন জানায়, ‘আগে করা জন্ম নিবন্ধন অনলাইনে করতে এসেছি। বাইরে থেকে আবেদন করার পরও ১৫০ টাকা দিতে হয়েছে ইউনিয়ন পরিষদ অফিসে।’ চর সুখনগরী এলাকার জমিলা বেগম বলেন, ‘তার নাতি ও মেয়ের জন্ম নিবন্ধন করতে ২৫০ টাকা করে দিতে হয়েছে। ৪টি জন্ম নিবন্ধনে ১০০০ টাকা গুনতে হয়েছে।’
সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, উদ্যোক্তা বিলকিস বেগম দুটি জন্মনিবন্ধন করতে এক ব্যক্তির কাছে ৫০০ টাকা চাচ্ছেন। ভিডিওতে দেখা যায়, তারতাপাড়া এলাকার মাজেদ ও আশিক নামে দুজন যুবক জন্ম নিবন্ধন করতে আসলে তারা উদ্যোক্তাকে বলেন, দুটি জন্ম নিবন্ধনের জন্য কত টাকা দিতে হবে? তখন অভিযুক্ত উদ্যোক্তা বিলকিস বেগম বলেন, কত দিবা, ৫০০ দিবা। পরে ওই শিক্ষার্থীরা নতুন নিয়মে ৫০ টাকা লাগে এ বিষয়টি বললে জবাবে বিলকিস বলেন, কোনো ইউনিয়নে ২৫০ টাকার কমে জন্মনিবন্ধন করে তোমরা দেখাতে পারবে? ৭ ইউনিয়নে ঘুরে আসো এর কমে কেউ করে না। তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য নিতে গেলে কথা বলতে রাজি হননি অভিযুক্ত উদ্যোক্তা বিলকিস বেগম। জন্ম নিবন্ধন করতে অতিরিক্ত ফি আদায়ের বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা ফকরুল ইসলাম বলেন, ‘আমি দায়িত্ব গ্রহণের পর অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি এখন পর্যন্ত প্রমাণ পায়নি। সবাইকে বলা আছে অতিরিক্ত টাকা দিবেন না। সরকারি ফি ৫০ টাকা ও উদ্যোক্তা ফি ৫০ মোট ১০০ টাকা নিতে পারে। কেউ যদি জন্ম নিবন্ধনে অতিরিক্ত টাকা চায় তাহলে সরাসরি আমাকে জানালে, আমি ব্যবস্থা নেব। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলে বলেন, ‘সরকার নির্ধারিত ফির অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ নেই। উদ্যোক্তারা আবেদন বাবদ ন্যুনতম খরচ নিতে পারে। অতিরিক্ত ফি নেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে