শিপুল ইসলাম, রংপুর
রংপুরে হু হু করে বাড়ছে গোখাদ্যের দাম। এমন অবস্থায় পশুপালন করতে গিয়ে নাভিশ্বাস উঠছে কৃষক ও খামারিদের। অনেক খামারি খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুরের আট উপজেলায় গরুর মোট খামার রয়েছে ১ হাজার ৬৮৮টি। এ ছাড়া কৃষকের ঘরে গৃহপালিত প্রায় ১০
লাখ গরু আছে।
জেলার বিভিন্ন বাজারের সাতজন গোখাদ্য ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ দিনের ব্যবধানে প্রতি কেজি গমের ভুসিতে ১০ টাকা, বুটের খোসায় ৮, চালের খুদে ৪, দানাদার ফিডে ৬ ও ধানের কুঁড়ায় ২ টাকা দাম বেড়েছে।
বর্তমানে প্রতি বস্তা ভুসি (৩৭ কেজি) ২ হাজার ২৫০ টাকা, বুটের খোসা (২৫ কেজি) ১ হাজার ৪৫০, চালের খুদ (৫০ কেজি) ১ হাজার ৭০০, দানাদার ফিড (২৫ কেজি) ১ হাজার ৩০০ ও ধানের কুঁড়া (৩৫ কেজি) ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।
দাম বিশ্লেষণ করে দেখা গেছে, গত তিন বছরে প্রতি কেজি গমের ভুসিতে ২৮ টাকা, বুটের খোসায় ২০, চালের খুদে ১৮, দানাদার ফিডে ২০ ও ধানের কুঁড়ায় ৫ টাকা বেড়েছে।
পশুপালনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খড় ও ঘাসের পাশাপাশি গরু ও ছাগলকে এসব খাদ্য খাওয়ানো হয়। এগুলোর দাম দফায় দফা বৃদ্ধি পেলেও দুধের দাম বাড়ছে না। এমন অবস্থায় লোকসান দিয়ে অনেকে খামার চালাচ্ছেন।
রংপুর নগরীর খাসবাগ এলাকায় ৮০টি গরু পালন করা খামারি শাহাদাত ইসলাম জানান, বছরে অন্তত তিন দফায় গোখাদ্যের দাম বাড়ে। কিন্তু দুধের দাম দু-তিন বছরে একবার বাড়ে। নতুন বছরে ফের ফিড, ভুসি, বুটের খোসা ও খুদের দাম বেড়েছে। গাভিকে খড়ের পাশাপাশি এগুলো না খাওয়ালে শরীর ভালো থাকে না, দুধ কম হয়।
শাহাদাত বলেন, ‘প্রতিদিন গড়ে ২৫ হাজার টাকা খরচ, কিন্তু দুধ বিক্রি করে পাই ১৮ হাজার টাকা। বর্তমানে গাভির খামার করে তেমন লাভ নেই, বরং লোকসানই হচ্ছে।’
তারাগঞ্জ উপজেলার খামারি হামিদুল হক বলেন, ‘গোখাদ্যের যে হারে দাম বাড়ছে, তাতে আর কুলাতে পারছি না। ইতিমধ্যে খামারের অর্ধেক গরু বিক্রি করেছি। বাকিগুলোও বিক্রি করে দেব ভাবছি। লোকসান দিয়ে তো আর খামার করতে পারি না।’
বর্তমান অবস্থায় খামারিদের বাঁচাতে হলে দুধের দাম বাড়ানো, গোখাদ্যে ভর্তুকি, প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে খামারি পর্যায়ে চিকিৎসাসেবা বৃদ্ধি, নিম্নমানের গুঁড়া দুধ আমদানি বন্ধ, গোখাদ্যের সিন্ডিকেট ব্যবসায়ীদের বিচার ও ভেজাল খাদ্য রোধে কার্যকর ভূমিকা নেওয়ার দাবি জানান রংপুর ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের সভাপতি লতিফুর রহমান মিলন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘গোখাদ্যের দাম বাড়ায় ছোট ও মাঝারি খামারিরা বিপাকে রয়েছেন। তাঁদের আমরা দানাদার খাবারের বিকল্পের পরামর্শ দিচ্ছি। গাভিকে খড়ের পাশাপাশি কাঁচা ঘাস বেশি খাওয়াতে হবে। এ ছাড়া সমবায়ের ভিত্তিতে খামার গড়ার জন্য খামারিদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এটি করলে খরচ কমবে, লাভ হবে।’
রংপুরে হু হু করে বাড়ছে গোখাদ্যের দাম। এমন অবস্থায় পশুপালন করতে গিয়ে নাভিশ্বাস উঠছে কৃষক ও খামারিদের। অনেক খামারি খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রংপুরের আট উপজেলায় গরুর মোট খামার রয়েছে ১ হাজার ৬৮৮টি। এ ছাড়া কৃষকের ঘরে গৃহপালিত প্রায় ১০
লাখ গরু আছে।
জেলার বিভিন্ন বাজারের সাতজন গোখাদ্য ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, ১৫ দিনের ব্যবধানে প্রতি কেজি গমের ভুসিতে ১০ টাকা, বুটের খোসায় ৮, চালের খুদে ৪, দানাদার ফিডে ৬ ও ধানের কুঁড়ায় ২ টাকা দাম বেড়েছে।
বর্তমানে প্রতি বস্তা ভুসি (৩৭ কেজি) ২ হাজার ২৫০ টাকা, বুটের খোসা (২৫ কেজি) ১ হাজার ৪৫০, চালের খুদ (৫০ কেজি) ১ হাজার ৭০০, দানাদার ফিড (২৫ কেজি) ১ হাজার ৩০০ ও ধানের কুঁড়া (৩৫ কেজি) ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।
দাম বিশ্লেষণ করে দেখা গেছে, গত তিন বছরে প্রতি কেজি গমের ভুসিতে ২৮ টাকা, বুটের খোসায় ২০, চালের খুদে ১৮, দানাদার ফিডে ২০ ও ধানের কুঁড়ায় ৫ টাকা বেড়েছে।
পশুপালনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, খড় ও ঘাসের পাশাপাশি গরু ও ছাগলকে এসব খাদ্য খাওয়ানো হয়। এগুলোর দাম দফায় দফা বৃদ্ধি পেলেও দুধের দাম বাড়ছে না। এমন অবস্থায় লোকসান দিয়ে অনেকে খামার চালাচ্ছেন।
রংপুর নগরীর খাসবাগ এলাকায় ৮০টি গরু পালন করা খামারি শাহাদাত ইসলাম জানান, বছরে অন্তত তিন দফায় গোখাদ্যের দাম বাড়ে। কিন্তু দুধের দাম দু-তিন বছরে একবার বাড়ে। নতুন বছরে ফের ফিড, ভুসি, বুটের খোসা ও খুদের দাম বেড়েছে। গাভিকে খড়ের পাশাপাশি এগুলো না খাওয়ালে শরীর ভালো থাকে না, দুধ কম হয়।
শাহাদাত বলেন, ‘প্রতিদিন গড়ে ২৫ হাজার টাকা খরচ, কিন্তু দুধ বিক্রি করে পাই ১৮ হাজার টাকা। বর্তমানে গাভির খামার করে তেমন লাভ নেই, বরং লোকসানই হচ্ছে।’
তারাগঞ্জ উপজেলার খামারি হামিদুল হক বলেন, ‘গোখাদ্যের যে হারে দাম বাড়ছে, তাতে আর কুলাতে পারছি না। ইতিমধ্যে খামারের অর্ধেক গরু বিক্রি করেছি। বাকিগুলোও বিক্রি করে দেব ভাবছি। লোকসান দিয়ে তো আর খামার করতে পারি না।’
বর্তমান অবস্থায় খামারিদের বাঁচাতে হলে দুধের দাম বাড়ানো, গোখাদ্যে ভর্তুকি, প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে খামারি পর্যায়ে চিকিৎসাসেবা বৃদ্ধি, নিম্নমানের গুঁড়া দুধ আমদানি বন্ধ, গোখাদ্যের সিন্ডিকেট ব্যবসায়ীদের বিচার ও ভেজাল খাদ্য রোধে কার্যকর ভূমিকা নেওয়ার দাবি জানান রংপুর ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের সভাপতি লতিফুর রহমান মিলন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘গোখাদ্যের দাম বাড়ায় ছোট ও মাঝারি খামারিরা বিপাকে রয়েছেন। তাঁদের আমরা দানাদার খাবারের বিকল্পের পরামর্শ দিচ্ছি। গাভিকে খড়ের পাশাপাশি কাঁচা ঘাস বেশি খাওয়াতে হবে। এ ছাড়া সমবায়ের ভিত্তিতে খামার গড়ার জন্য খামারিদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এটি করলে খরচ কমবে, লাভ হবে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে