নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সকাল থেকেই বহদ্দারহাট বাস টার্মিনালের ভেতরে শত শত মানুষ। সেখানে কাপ্তাইগামী অর্ধশতাধিক বাস। কখন বাস ছাড়বে, সেই অপেক্ষায় যাত্রীদের কেউ কেউ ভিড় করেছেন কাউন্টারে। কেউবা বসে ছিলেন সড়কের এক পাশে। কিন্তু সিএনজিচালিত ‘অবৈধ’ অটোরিকশার স্ট্যান্ড বন্ধের দাবিতে গতকাল রোববার কোনো বাসের চাকা ঘোরেনি। ফলে দিনভরই যাত্রীদের অসহনীয় ভোগান্তি পোহাতে হয়েছে।
বাসমালিক ও চালকেরা জানান, কালুরঘাটের কাপ্তাই রাস্তার মাথা থেকে কাপ্তাইগামী সড়কে সিএনজিচালিত শতাধিক অটোরিকশা চলাচল করে। সেই অটোরিকশার মালিক-চালকেরা চান না এ সড়কে বাস চলাচল করুক। কারণ, এতে তাঁদের চাহিদা কমে যাচ্ছে। তাই তাঁরা প্রায়ই বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ নিয়ে বাস ও অটোরিকশার চালক-মালিকেরা অনেকবার দ্বন্দ্বে জড়িয়েছেন।
গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে কাপ্তাইগামী দিনের শেষ বাস কাপ্তাই রাস্তার মাথা এলাকায় দাঁড়িয়ে যাত্রী নিচ্ছিল। এ সময় কয়েকজন অটোরিকশাচালক বাসচালককে দ্রুত চলে যেতে বলেন। বাসচালক প্রতিবাদ করলে তাঁর ওপর চড়াও হন অটোরিকশার চালকেরা। কয়েকজন বাসযাত্রী সমাধান করার চেষ্টা করলে তাঁদেরও অপমান করেন অটোরিকশার চালকেরা।
এ ঘটনার প্রতিবাদে গতকাল সকাল থেকেই বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে কাপ্তাইগামী বাস চলাচল বন্ধ রাখে মালিক সমিতি। গতকাল বেলা ১১টার দিকে বাস টার্মিনাল এলাকায় দেখা যায়, শত শত যাত্রী বাসের অপেক্ষায় বসে আছেন। অনেক যাত্রী ভিড় করেন কাউন্টারে। কিন্তু শেষ পর্যন্ত বাস না চলায় তাঁদের ভোগান্তি পোহাতে হয়।
রাঙ্গুনিয়ার দামাইরহাটগামী মোহাম্মদ শহীদ উল্লাহ বৃদ্ধ ও অসুস্থ বাবাকে চিকিৎসক দেখিয়ে বাস টার্মিনালে এসে দেখেন বাস বন্ধ। তিনি বলেন, ‘বাস না চলায় ফিরতে পারছি না।’
আরেক যাত্রী হালিমা বেগম বলেন, ‘বাসে মোটামুটি ভাড়ায় অনেকটা নিরাপদে যাতায়াত করতে পারি। কিন্তু অটোরিকশায় দ্বিগুণ ভাড়া নেবে, আবার নিরাপদও নয়। এখন বাধ্য হয়ে অটোরিকশায় যেতে হবে।’
চট্টগ্রাম-কাপ্তাই বাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ শওকত আলী বলেন, ‘অটোরিকশাচালকদের আচরণ এমন দাঁড়িয়েছে, তাঁরা শহরের কোনো গাড়িই যেন কাপ্তাই সড়কে ঢুকতে দেবে না। অথচ এসব অটোরিকশার কোনো নিবন্ধনও নেই। তারা এলাকার কিছু ধান্দাবাজ তরুণের সহায়তায় এই অপকর্ম করছে। আমরা বাধ্য হয়ে এই স্ট্যান্ড উচ্ছেদের দাবিতে গাড়ি চলাচল বন্ধ রেখেছি।’
এসব অভিযোগের বিষয়ে অটোরিকশাচালক কিংবা মালিক সমিতির কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে চান্দগাঁও থানার ওসি মঈনুর রহমান চৌধুরী বলেন, ‘শনিবার রাতে যাত্রী ওঠানো নিয়ে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় বাসমালিকেরা গাড়ি চলাচল বন্ধ রেখেছেন। এ ঘটনায় তাঁরা মামলা করতে চাইলে আমরা নেব।’
সকাল থেকেই বহদ্দারহাট বাস টার্মিনালের ভেতরে শত শত মানুষ। সেখানে কাপ্তাইগামী অর্ধশতাধিক বাস। কখন বাস ছাড়বে, সেই অপেক্ষায় যাত্রীদের কেউ কেউ ভিড় করেছেন কাউন্টারে। কেউবা বসে ছিলেন সড়কের এক পাশে। কিন্তু সিএনজিচালিত ‘অবৈধ’ অটোরিকশার স্ট্যান্ড বন্ধের দাবিতে গতকাল রোববার কোনো বাসের চাকা ঘোরেনি। ফলে দিনভরই যাত্রীদের অসহনীয় ভোগান্তি পোহাতে হয়েছে।
বাসমালিক ও চালকেরা জানান, কালুরঘাটের কাপ্তাই রাস্তার মাথা থেকে কাপ্তাইগামী সড়কে সিএনজিচালিত শতাধিক অটোরিকশা চলাচল করে। সেই অটোরিকশার মালিক-চালকেরা চান না এ সড়কে বাস চলাচল করুক। কারণ, এতে তাঁদের চাহিদা কমে যাচ্ছে। তাই তাঁরা প্রায়ই বাস চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ নিয়ে বাস ও অটোরিকশার চালক-মালিকেরা অনেকবার দ্বন্দ্বে জড়িয়েছেন।
গত শনিবার রাত সাড়ে ৯টার দিকে কাপ্তাইগামী দিনের শেষ বাস কাপ্তাই রাস্তার মাথা এলাকায় দাঁড়িয়ে যাত্রী নিচ্ছিল। এ সময় কয়েকজন অটোরিকশাচালক বাসচালককে দ্রুত চলে যেতে বলেন। বাসচালক প্রতিবাদ করলে তাঁর ওপর চড়াও হন অটোরিকশার চালকেরা। কয়েকজন বাসযাত্রী সমাধান করার চেষ্টা করলে তাঁদেরও অপমান করেন অটোরিকশার চালকেরা।
এ ঘটনার প্রতিবাদে গতকাল সকাল থেকেই বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে কাপ্তাইগামী বাস চলাচল বন্ধ রাখে মালিক সমিতি। গতকাল বেলা ১১টার দিকে বাস টার্মিনাল এলাকায় দেখা যায়, শত শত যাত্রী বাসের অপেক্ষায় বসে আছেন। অনেক যাত্রী ভিড় করেন কাউন্টারে। কিন্তু শেষ পর্যন্ত বাস না চলায় তাঁদের ভোগান্তি পোহাতে হয়।
রাঙ্গুনিয়ার দামাইরহাটগামী মোহাম্মদ শহীদ উল্লাহ বৃদ্ধ ও অসুস্থ বাবাকে চিকিৎসক দেখিয়ে বাস টার্মিনালে এসে দেখেন বাস বন্ধ। তিনি বলেন, ‘বাস না চলায় ফিরতে পারছি না।’
আরেক যাত্রী হালিমা বেগম বলেন, ‘বাসে মোটামুটি ভাড়ায় অনেকটা নিরাপদে যাতায়াত করতে পারি। কিন্তু অটোরিকশায় দ্বিগুণ ভাড়া নেবে, আবার নিরাপদও নয়। এখন বাধ্য হয়ে অটোরিকশায় যেতে হবে।’
চট্টগ্রাম-কাপ্তাই বাস মালিক সমিতির সভাপতি মোহাম্মদ শওকত আলী বলেন, ‘অটোরিকশাচালকদের আচরণ এমন দাঁড়িয়েছে, তাঁরা শহরের কোনো গাড়িই যেন কাপ্তাই সড়কে ঢুকতে দেবে না। অথচ এসব অটোরিকশার কোনো নিবন্ধনও নেই। তারা এলাকার কিছু ধান্দাবাজ তরুণের সহায়তায় এই অপকর্ম করছে। আমরা বাধ্য হয়ে এই স্ট্যান্ড উচ্ছেদের দাবিতে গাড়ি চলাচল বন্ধ রেখেছি।’
এসব অভিযোগের বিষয়ে অটোরিকশাচালক কিংবা মালিক সমিতির কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে চান্দগাঁও থানার ওসি মঈনুর রহমান চৌধুরী বলেন, ‘শনিবার রাতে যাত্রী ওঠানো নিয়ে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনায় বাসমালিকেরা গাড়ি চলাচল বন্ধ রেখেছেন। এ ঘটনায় তাঁরা মামলা করতে চাইলে আমরা নেব।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে