ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে ১-০ গোলে জিতেছে বেলজিয়াম। জয় পেলেও সেই ম্যাচে রেড ডেভিলদের ফুটবল মনে ভরেনি সমর্থকদের। কেভিন ডি ব্রুইনেও বুঝতে পারেননি কেন তিনি ম্যাচসেরা হয়েছিলেন! পুরস্কার হাতে ম্যানচেস্টার সিটি তারকার সরল উক্তি ছিল, ‘আমি জানি না কেন আমি ট্রফি (ম্যাচসেরা) পেয়েছি। হয়তো এটা আমার নামের কারণে।’
তবে আজ মরক্কোর বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত বেলজিয়ামের ফুটবলাররা। এই ম্যাচ জিতলে শেষ ষোলোয় ওঠা প্রায় নিশ্চিত হবে রবার্তো মার্তিনেজের শিষ্যদের। কিন্তু বেলজিয়ামের কাজ কঠিন করে তুলতে বেলজিয়ানদেরই ব্যবহার করার ছক কষছেন মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগুই। নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলা মরক্কোর বিশ্বকাপ দলে আছেন বেলজিয়ামে জন্ম নেওয়া চার মিডফিল্ডার—সেলিম আমাল্লাহ, ইলিয়াস শাইর, বিলাল এল খান্নুস ও আনাস জারুরি। আশরাফ হাকিমি, হাকিম জিয়েশ ও ইউসেফ আন-নেসরির সঙ্গে এই চার ফুটবলারই রেগরাগুইয়ের মূল হাতিয়ার। খান্নুস ও জারুরি বেলজিয়ামের যুবদলের হয়েও খেলেছিলেন।
মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই বলেন, ‘তাদের (বেলজিয়াম বংশোদ্ভূত মরক্কো খেলোয়াড়) একটি বিশেষ আবেগ এবং একটি ইতিবাচক শক্তি রয়েছে।এটি থেকে চেষ্টা করতে হবে। এটি তাদের জন্য একটি বিশেষ ম্যাচ। আমাদের যা করতে হবে, তা হলো—ধারাবাহিকতা রাখার চেষ্টা করা।’
১৯৯৪ বিশ্বকাপে দুই দলের সাক্ষাৎ হয়েছিল। ম্যাচটি বেলজিয়াম ১-০ গোলে জিতেছিল। সব মিলিয়ে তিন সাক্ষাতে বেলজিয়ানরা দুটিতে জিতেছে, মরক্কো একটিতে।
বেলজিয়ামের ‘সোনালি প্রজন্মের’ অনেকেরই শেষ বিশ্বকাপ এটি। দলের মেরুদণ্ড ডি ব্রুইনে, এডেন হ্যাজার্ড, অ্যাক্সেল উইটসেল, ইয়ান ভার্তোনে, টবি অল্ডারভাইরেল্ড এবং গোলরক্ষক থিবো কোর্তোয়া—সবারই বয়স ত্রিশের কোঠায়। আর এ ম্যাচেও সেরা স্ট্রাইকার রোমেলু লুকাকুকে পাচ্ছে না বেলজিয়াম।
২০১৮ বিশ্বকাপে নিজেদের সেরা দল নিয়ে খেলছিল বেলজিয়াম। কিন্তু ট্রফি জেতা হয়নি দলটির। সেবার মার্তিনেজের অধীনেই তৃতীয় হয়েছিল দলটি। এবার তাঁদের শেষ সুযোগ। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বেলজিয়াম অধিনায়ক হ্যাজার্ড সেটি স্বীকারও করেছেন, ‘সত্যি বলতে, চার বছর আগে আমাদের বিশ্বকাপ জেতার আরও ভালো সুযোগ ছিল।’
এবারও তাঁর দলের বিশ্বকাপ জেতার সুযোগ আছে বললেন ৩১ বছর বয়সী হ্যাজার্ড, ‘চার বছর আগে দলটি ভালো ছিল। এবারও প্রতিযোগিতায় জেতার সব গুণ আছে দলটিতে। আমাদের কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে এবং বিশ্বের সেরা গোলরক্ষক কর্তোয়া আছে।’
বেলজিয়াম কোচ মার্তিনেজ বলেছেন, তাঁর অধীনে সবচেয়ে খারাপ ম্যাচটি কানাডার বিপক্ষেই খেলেছে বেলজিয়াম। এতে খুব একটা হতাশ হওয়ার কিছু দেখছেন না তিনি। স্প্যানিশ কোচ বলেছেন, ‘প্রথম রাউন্ডে খেলে দলগুলো ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে।’
বিশ্বকাপের প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে ১-০ গোলে জিতেছে বেলজিয়াম। জয় পেলেও সেই ম্যাচে রেড ডেভিলদের ফুটবল মনে ভরেনি সমর্থকদের। কেভিন ডি ব্রুইনেও বুঝতে পারেননি কেন তিনি ম্যাচসেরা হয়েছিলেন! পুরস্কার হাতে ম্যানচেস্টার সিটি তারকার সরল উক্তি ছিল, ‘আমি জানি না কেন আমি ট্রফি (ম্যাচসেরা) পেয়েছি। হয়তো এটা আমার নামের কারণে।’
তবে আজ মরক্কোর বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত বেলজিয়ামের ফুটবলাররা। এই ম্যাচ জিতলে শেষ ষোলোয় ওঠা প্রায় নিশ্চিত হবে রবার্তো মার্তিনেজের শিষ্যদের। কিন্তু বেলজিয়ামের কাজ কঠিন করে তুলতে বেলজিয়ানদেরই ব্যবহার করার ছক কষছেন মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগুই। নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলা মরক্কোর বিশ্বকাপ দলে আছেন বেলজিয়ামে জন্ম নেওয়া চার মিডফিল্ডার—সেলিম আমাল্লাহ, ইলিয়াস শাইর, বিলাল এল খান্নুস ও আনাস জারুরি। আশরাফ হাকিমি, হাকিম জিয়েশ ও ইউসেফ আন-নেসরির সঙ্গে এই চার ফুটবলারই রেগরাগুইয়ের মূল হাতিয়ার। খান্নুস ও জারুরি বেলজিয়ামের যুবদলের হয়েও খেলেছিলেন।
মরক্কোর কোচ ওয়ালিদ রেগরাগুই বলেন, ‘তাদের (বেলজিয়াম বংশোদ্ভূত মরক্কো খেলোয়াড়) একটি বিশেষ আবেগ এবং একটি ইতিবাচক শক্তি রয়েছে।এটি থেকে চেষ্টা করতে হবে। এটি তাদের জন্য একটি বিশেষ ম্যাচ। আমাদের যা করতে হবে, তা হলো—ধারাবাহিকতা রাখার চেষ্টা করা।’
১৯৯৪ বিশ্বকাপে দুই দলের সাক্ষাৎ হয়েছিল। ম্যাচটি বেলজিয়াম ১-০ গোলে জিতেছিল। সব মিলিয়ে তিন সাক্ষাতে বেলজিয়ানরা দুটিতে জিতেছে, মরক্কো একটিতে।
বেলজিয়ামের ‘সোনালি প্রজন্মের’ অনেকেরই শেষ বিশ্বকাপ এটি। দলের মেরুদণ্ড ডি ব্রুইনে, এডেন হ্যাজার্ড, অ্যাক্সেল উইটসেল, ইয়ান ভার্তোনে, টবি অল্ডারভাইরেল্ড এবং গোলরক্ষক থিবো কোর্তোয়া—সবারই বয়স ত্রিশের কোঠায়। আর এ ম্যাচেও সেরা স্ট্রাইকার রোমেলু লুকাকুকে পাচ্ছে না বেলজিয়াম।
২০১৮ বিশ্বকাপে নিজেদের সেরা দল নিয়ে খেলছিল বেলজিয়াম। কিন্তু ট্রফি জেতা হয়নি দলটির। সেবার মার্তিনেজের অধীনেই তৃতীয় হয়েছিল দলটি। এবার তাঁদের শেষ সুযোগ। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বেলজিয়াম অধিনায়ক হ্যাজার্ড সেটি স্বীকারও করেছেন, ‘সত্যি বলতে, চার বছর আগে আমাদের বিশ্বকাপ জেতার আরও ভালো সুযোগ ছিল।’
এবারও তাঁর দলের বিশ্বকাপ জেতার সুযোগ আছে বললেন ৩১ বছর বয়সী হ্যাজার্ড, ‘চার বছর আগে দলটি ভালো ছিল। এবারও প্রতিযোগিতায় জেতার সব গুণ আছে দলটিতে। আমাদের কিছু অভিজ্ঞ খেলোয়াড় আছে এবং বিশ্বের সেরা গোলরক্ষক কর্তোয়া আছে।’
বেলজিয়াম কোচ মার্তিনেজ বলেছেন, তাঁর অধীনে সবচেয়ে খারাপ ম্যাচটি কানাডার বিপক্ষেই খেলেছে বেলজিয়াম। এতে খুব একটা হতাশ হওয়ার কিছু দেখছেন না তিনি। স্প্যানিশ কোচ বলেছেন, ‘প্রথম রাউন্ডে খেলে দলগুলো ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
১ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৮ দিন আগে