বিনোদন প্রতিবেদক, ঢাকা
ক্ষ—এই যুক্তবর্ণটি দিয়ে কোনো ব্যান্ডের নাম যে হতে পারে, সেটা বোধ হয় ২০১২ সালের আগে সবার ধারণার বাইরে ছিল। ওই বছর ‘আমার সোনার বাংলা’ রবীন্দ্রসংগীত নতুন সংগীতায়োজনে প্রকাশ করে শোরগোল ফেলে দেয় ব্যান্ড ‘ক্ষ’। গানটি একদিকে যেমন প্রশংসা পায়, সমালোচনারও মুখোমুখি হতে হয় তাদের।
তবে ক্ষ ব্যান্ডের যাত্রা শুরু আরও আগে। ২০০৭ সালে দুই বন্ধু সোহিনী আলম ও অলিভার উইকস মিলে গড়ে তোলেন ব্যান্ডটি। লন্ডনভিত্তিক এ ব্যান্ড ইউরোপে অবাঙালিদের কাছে বাংলা গান জনপ্রিয় করতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। এত নাম থাকতে ক্ষ নামটি কেন বেছে নিলেন তাঁরা? এ প্রশ্নের জবাবে সোহিনী বলেন, ‘ঢাকায় দেখেছি প্রায় সব ব্যান্ডের ইংরেজি নাম। আমরা দেশের বাইরে থাকি। সেখানে বাংলা গানের চর্চা করি। আমি আর অলিভার আমাদের ব্যান্ডের জন্য এমন একটা নাম খুঁজছিলাম, যা অবাঙালিরাও মনে রাখতে পারবে। ক্ষ অক্ষরটি আমাদের দারুণ পছন্দ হয়।’
২০১৫ সালে প্রকাশ পায় ক্ষ ব্যান্ডের প্রথম অ্যালবাম। ব্যান্ডের নামেই অ্যালবামটির নাম রাখা হয়। রবীন্দ্র–নজরুলসংগীতের পাশাপাশি আধুনিক, দেশাত্মবোধক ও লোকসংগীত মিলিয়ে অ্যালবামে গান ছিল ১৪টি। প্রথম অ্যালবাম প্রকাশের সাত বছর পর আবার নতুন অ্যালবাম নিয়ে এসেছে ক্ষ। এবার তাদের অ্যালবামে নাম ‘বন্দনা’। ভোকাল সোহিনী আলম বলেন, ‘এ অ্যালবামেও ১৪টি গান রেখেছি। এগুলোর মধ্যে আমাদের কিছু ঐতিহ্যবাহী গান নতুন করে তৈরি করা হয়েছে, নতুন সংগীতায়োজনে। তবে আগের অ্যালবামের সঙ্গে পার্থক্য এটাই, এবার অনেক মৌলিক গানও আছে। লিসা গাজীর লেখা এবং আমার ও অলিভারের সুর করা।’
তবে এবার কোনো রবীন্দ্রসংগীত রাখা হয়নি। জোর দেওয়া হয়েছে নজরুলসংগীতে। সোহিনী বলেন, ‘আমার পরিবার নজরুলসংগীত দিয়ে বেশ প্রভাবিত। আমার মা, খালা—সবাই নজরুলসংগীত গাইতেন। অ্যালবামের শুরুতেই এবার ‘‘আজকে শাদি” নজরুলসংগীতটি রাখা হয়েছে।’ সোহিনী জানিয়েছেন, বাঙালির ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি ও শাড়ি নিয়ে দুটি গান রাখা হয়েছে ‘বন্দনা’ অ্যালবামে। গান দুটির নাম ‘লুঙ্গি বন্দনা’ ও ‘শাড়ি বন্দনা’। এ গান দুটি থেকেই নেওয়া হয়েছে অ্যালবামের নাম।
ক্ষ ব্যান্ডের ভোকাল সোহিনীর জন্ম লন্ডনে। মা হিরণ আলমও ছিলেন সংগীতশিল্পী। বিয়ের পর তিনি লন্ডনে চলে যান। সেখানেও তাঁর সংগীতচর্চা অব্যাহত ছিল। মায়ের কাছেই গানের হাতেখড়ি সোহিনীর। মায়ের মৃত্যুর পর ১৯৮৭ সালে ঢাকায় চলে আসেন সোহিনী। ও লেভেল এবং এ লেভেল করেছেন ঢাকায়। স্নাতক ও স্নাতকোত্তর যুক্তরাষ্ট্রে। কিছুদিন সেখানে চাকরিও করেছেন। এরপর চলে যান যুক্তরাজ্যে। বর্তমানে লন্ডনে থেকেই বাংলা গান নিয়ে কাজ করছেন সোহিনী।
দেশের বাইরে বসে বাংলা গানের চর্চা নিয়ে সোহিনী বলেন, ‘বাংলা গান আমি ছোটবেলা থেকেই শিখে আসছি। পারিবারিকভাবেই বাংলা গানের চর্চা ছিল এবং এখনো আছে। কিন্তু আমার জন্ম যেহেতু বিদেশে, আমি যেভাবে বাংলা গান শুনি এবং আত্মপ্রকাশ করি, সেটা হয়তো ট্র্যাডিশনালি যেভাবে আমরা শুনে এসেছি, সে রকম নয়। যাঁদের জীবনের সঙ্গে গানগুলো মিলে যায়, তাঁরা শোনেন। আর যাঁদের ভালো লাগে না, তাঁদের ক্ষেত্রে কিছু বলার নেই। ওটা নিয়ে চিন্তাও করি না। যদি কেউ আমাদের গান শুনে আনন্দ পান, তাতেই আমি আনন্দিত।’
ক্ষ—এই যুক্তবর্ণটি দিয়ে কোনো ব্যান্ডের নাম যে হতে পারে, সেটা বোধ হয় ২০১২ সালের আগে সবার ধারণার বাইরে ছিল। ওই বছর ‘আমার সোনার বাংলা’ রবীন্দ্রসংগীত নতুন সংগীতায়োজনে প্রকাশ করে শোরগোল ফেলে দেয় ব্যান্ড ‘ক্ষ’। গানটি একদিকে যেমন প্রশংসা পায়, সমালোচনারও মুখোমুখি হতে হয় তাদের।
তবে ক্ষ ব্যান্ডের যাত্রা শুরু আরও আগে। ২০০৭ সালে দুই বন্ধু সোহিনী আলম ও অলিভার উইকস মিলে গড়ে তোলেন ব্যান্ডটি। লন্ডনভিত্তিক এ ব্যান্ড ইউরোপে অবাঙালিদের কাছে বাংলা গান জনপ্রিয় করতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। এত নাম থাকতে ক্ষ নামটি কেন বেছে নিলেন তাঁরা? এ প্রশ্নের জবাবে সোহিনী বলেন, ‘ঢাকায় দেখেছি প্রায় সব ব্যান্ডের ইংরেজি নাম। আমরা দেশের বাইরে থাকি। সেখানে বাংলা গানের চর্চা করি। আমি আর অলিভার আমাদের ব্যান্ডের জন্য এমন একটা নাম খুঁজছিলাম, যা অবাঙালিরাও মনে রাখতে পারবে। ক্ষ অক্ষরটি আমাদের দারুণ পছন্দ হয়।’
২০১৫ সালে প্রকাশ পায় ক্ষ ব্যান্ডের প্রথম অ্যালবাম। ব্যান্ডের নামেই অ্যালবামটির নাম রাখা হয়। রবীন্দ্র–নজরুলসংগীতের পাশাপাশি আধুনিক, দেশাত্মবোধক ও লোকসংগীত মিলিয়ে অ্যালবামে গান ছিল ১৪টি। প্রথম অ্যালবাম প্রকাশের সাত বছর পর আবার নতুন অ্যালবাম নিয়ে এসেছে ক্ষ। এবার তাদের অ্যালবামে নাম ‘বন্দনা’। ভোকাল সোহিনী আলম বলেন, ‘এ অ্যালবামেও ১৪টি গান রেখেছি। এগুলোর মধ্যে আমাদের কিছু ঐতিহ্যবাহী গান নতুন করে তৈরি করা হয়েছে, নতুন সংগীতায়োজনে। তবে আগের অ্যালবামের সঙ্গে পার্থক্য এটাই, এবার অনেক মৌলিক গানও আছে। লিসা গাজীর লেখা এবং আমার ও অলিভারের সুর করা।’
তবে এবার কোনো রবীন্দ্রসংগীত রাখা হয়নি। জোর দেওয়া হয়েছে নজরুলসংগীতে। সোহিনী বলেন, ‘আমার পরিবার নজরুলসংগীত দিয়ে বেশ প্রভাবিত। আমার মা, খালা—সবাই নজরুলসংগীত গাইতেন। অ্যালবামের শুরুতেই এবার ‘‘আজকে শাদি” নজরুলসংগীতটি রাখা হয়েছে।’ সোহিনী জানিয়েছেন, বাঙালির ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি ও শাড়ি নিয়ে দুটি গান রাখা হয়েছে ‘বন্দনা’ অ্যালবামে। গান দুটির নাম ‘লুঙ্গি বন্দনা’ ও ‘শাড়ি বন্দনা’। এ গান দুটি থেকেই নেওয়া হয়েছে অ্যালবামের নাম।
ক্ষ ব্যান্ডের ভোকাল সোহিনীর জন্ম লন্ডনে। মা হিরণ আলমও ছিলেন সংগীতশিল্পী। বিয়ের পর তিনি লন্ডনে চলে যান। সেখানেও তাঁর সংগীতচর্চা অব্যাহত ছিল। মায়ের কাছেই গানের হাতেখড়ি সোহিনীর। মায়ের মৃত্যুর পর ১৯৮৭ সালে ঢাকায় চলে আসেন সোহিনী। ও লেভেল এবং এ লেভেল করেছেন ঢাকায়। স্নাতক ও স্নাতকোত্তর যুক্তরাষ্ট্রে। কিছুদিন সেখানে চাকরিও করেছেন। এরপর চলে যান যুক্তরাজ্যে। বর্তমানে লন্ডনে থেকেই বাংলা গান নিয়ে কাজ করছেন সোহিনী।
দেশের বাইরে বসে বাংলা গানের চর্চা নিয়ে সোহিনী বলেন, ‘বাংলা গান আমি ছোটবেলা থেকেই শিখে আসছি। পারিবারিকভাবেই বাংলা গানের চর্চা ছিল এবং এখনো আছে। কিন্তু আমার জন্ম যেহেতু বিদেশে, আমি যেভাবে বাংলা গান শুনি এবং আত্মপ্রকাশ করি, সেটা হয়তো ট্র্যাডিশনালি যেভাবে আমরা শুনে এসেছি, সে রকম নয়। যাঁদের জীবনের সঙ্গে গানগুলো মিলে যায়, তাঁরা শোনেন। আর যাঁদের ভালো লাগে না, তাঁদের ক্ষেত্রে কিছু বলার নেই। ওটা নিয়ে চিন্তাও করি না। যদি কেউ আমাদের গান শুনে আনন্দ পান, তাতেই আমি আনন্দিত।’
জমির মালিক হযরত শাহ্ আলী বালিকা উচ্চবিদ্যালয়। তবে ওই জমিতে ৩৯১টি দোকান নির্মাণ করে কয়েক বছর ধরে ভাড়া নিচ্ছে হযরত শাহ্ আলী মহিলা ডিগ্রি কলেজ। দোকানগুলোর ভাড়া থেকে সরকারের প্রাপ্য প্রায় ৭০ লাখ টাকা ভ্যাটও দেওয়া হয়নি। বিষয়টি উঠে এসেছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) তদন্তে।
২ দিন আগেকুড়িগ্রাম পৌর শহরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী ছোট ভাই নিহত ও বড় ভাই আহত হয়েছেন। গতকাল রোববার সকালে মৎস্য খামারের কাছে কুড়িগ্রাম-চিলমারী সড়কে দুর্ঘটনাটি ঘটে।
৫ দিন আগেবৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শনিবার রাতে ও গতকাল রোববার তাঁরা গ্রেপ্তার হন।
৫ দিন আগেএক অভূতপূর্ব ঘটনা ঘটেছে শিল্পকলা একাডেমিতে। শিল্পকলা একাডেমির তিনটি হলেই কিছুদিন আগেও নাটক চলত। নাট্যকর্মীদের সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটত সেখানে। বহু পরিশ্রমে মাসের পর মাস নিজের খেয়ে, নিজের গাড়িভাড়া দিয়ে নাট্যকর্মীরা একেবারেই স্বেচ্ছাশ্রমে একটি শিল্প তিপ্পান্ন বছর ধরে গড়ে তুলেছেন। শিল্পকলা একাডেমি এখন
৯ দিন আগে